ওয়াশিংটন, ২১ মার্চ : ভারতে আরও একটি সন্ত্রাসবাদী হামলা হলে তা "অত্যন্ত সমস্যাজনক" হবে। পাশাপাশি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে প্রমাণযোগ্য, দৃঢ় ও নিয়মিত ব্যবস্থা নিতে হবে। গতকাল পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে একথা বলেন হোয়াইট হাউজ়ের এক সিনিয়র আধিকারিক।
এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলিকে ধ্বংস করতে উপযুক্ত ও দৃঢ় ব্যবস্থা নিতে হবে। তাদের নিশ্চিত করতে হবে যাতে সেই অঞ্চলে ফের উত্তেজনা না বাড়ে।"
সন্ত্রাসবাদের বিরুদ্ধে জ়িরো টলারেন্স নীতি নেওয়ার আশ্বাস দিয়ে ওই সিনিয়র আধিকারিক বলেন, "সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে একনিষ্ঠ ও নিয়মিত অভিযান না চালানোর ফলে যদি ভারতে আর কোনও সন্ত্রাসবাদী হামলা চালানো হয়, তাহলে তা পাকিস্তানের পক্ষে অত্যন্ত সমস্যার হবে। তার জেরে দু'দেশের ফের উত্তেজনা বাড়বে। যা দু'দেশের কাছে বিপজ্জনক হবে।"