ETV Bharat / international

ভারতে আরও একটি সন্ত্রাসবাদী হামলা "অত্যন্ত সমস্যাজনক" : অ্যামেরিকা

পুলওয়ামা হামলার পর ভারতে আরও একটি সন্ত্রাসবাদী হামলা হলে তা "অত্যন্ত সমস্যাজনক" হবে : অ্যামেরিকা

author img

By

Published : Mar 21, 2019, 10:05 AM IST

ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২১ মার্চ : ভারতে আরও একটি সন্ত্রাসবাদী হামলা হলে তা "অত্যন্ত সমস্যাজনক" হবে। পাশাপাশি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে প্রমাণযোগ্য, দৃঢ় ও নিয়মিত ব্যবস্থা নিতে হবে। গতকাল পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে একথা বলেন হোয়াইট হাউজ়ের এক সিনিয়র আধিকারিক।

এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলিকে ধ্বংস করতে উপযুক্ত ও দৃঢ় ব্যবস্থা নিতে হবে। তাদের নিশ্চিত করতে হবে যাতে সেই অঞ্চলে ফের উত্তেজনা না বাড়ে।"

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জ়িরো টলারেন্স নীতি নেওয়ার আশ্বাস দিয়ে ওই সিনিয়র আধিকারিক বলেন, "সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে একনিষ্ঠ ও নিয়মিত অভিযান না চালানোর ফলে যদি ভারতে আর কোনও সন্ত্রাসবাদী হামলা চালানো হয়, তাহলে তা পাকিস্তানের পক্ষে অত্যন্ত সমস্যার হবে। তার জেরে দু'দেশের ফের উত্তেজনা বাড়বে। যা দু'দেশের কাছে বিপজ্জনক হবে।"

ওয়াশিংটন, ২১ মার্চ : ভারতে আরও একটি সন্ত্রাসবাদী হামলা হলে তা "অত্যন্ত সমস্যাজনক" হবে। পাশাপাশি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে প্রমাণযোগ্য, দৃঢ় ও নিয়মিত ব্যবস্থা নিতে হবে। গতকাল পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে একথা বলেন হোয়াইট হাউজ়ের এক সিনিয়র আধিকারিক।

এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলিকে ধ্বংস করতে উপযুক্ত ও দৃঢ় ব্যবস্থা নিতে হবে। তাদের নিশ্চিত করতে হবে যাতে সেই অঞ্চলে ফের উত্তেজনা না বাড়ে।"

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জ়িরো টলারেন্স নীতি নেওয়ার আশ্বাস দিয়ে ওই সিনিয়র আধিকারিক বলেন, "সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে একনিষ্ঠ ও নিয়মিত অভিযান না চালানোর ফলে যদি ভারতে আর কোনও সন্ত্রাসবাদী হামলা চালানো হয়, তাহলে তা পাকিস্তানের পক্ষে অত্যন্ত সমস্যার হবে। তার জেরে দু'দেশের ফের উত্তেজনা বাড়বে। যা দু'দেশের কাছে বিপজ্জনক হবে।"

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS: AP CLIENTS ONLY
Seoul - 21 March 2019
1. Various of K-pop singer Jung Joon-young arriving at Seoul Central District Court for hearing
2 SOUNDBITE (Korean) Jung Joon-young, singer:
"I am very sorry. I have committed an unforgivable crime. I admit all the allegations. In today's hearing, I will not protest any charges of the investigators and humbly accept the court's decision."
3. Wide of Jung
4. SOUNDBITE (Korean) Jung Joon-young, singer:
"Again, I deeply apologise for victims who have suffered because of me, those who have been harmed by baseless rumours, and everyone who has showed affection for me."
5. Jung entering court
STORYLINE:
Popular K-pop singer Jung Joon-young arrived at Seoul Central District Court on Thursday to attend a hearing on the investigators' request for his arrest warrant.
He told reporters he was sorry for committing "an unforgivable crime" and apologised again to the victims and to "everyone who has showed affection for me"
Jung made a similar public apology last week when he arrived to the police station to be questioned about an allegation that he secretly filmed himself having sex with women and then shared the videos with friends in private group chats.
In a previous statement he said that he recorded the videos without the consent of the women in them.
He has also said he is retiring from the entertainment industry.
In South Korea, celebrities involved in scandals often issue public apologies even as they maintain their innocence.
The court is expected to deliver a decision in Jung's case late night on Thursday or early Friday.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.