ETV Bharat / entertainment

Om Mimi in Rannaghar : নববর্ষে টিভির পর্দায় ওম-মিমির হেঁশেলের খবর - Om Mimi will share their journey in Rannaghar

বর্ষবরণে 'রান্নাঘর'-এ থাকছে ধামাকাদার এপিসোড । তারকা দম্পতি মিমি আর ওম এবার আসছেন সুদীপা চট্টোপাধ্যায়ের দরবারে (Om Mimi will share their journey in Rannaghar)।

Om-Mimi duet in Rannaghar
নববর্ষে টিভির পর্দায় ওম-মিমির হেঁশেলের খবর
author img

By

Published : Apr 12, 2022, 2:36 PM IST

কলকাতা, 12 এপ্রিল : খুব বেশিদিন হয়নি বিয়ে হয়েছে তাঁদের । বৈদিক মতে কন্যাদান ব্যাতিরেকে বিয়ে হয় তাঁদের । টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী ওম সাহানি এবং মিমি দত্ত পথ চলা শুরু করেন একসঙ্গে । ওম মূলত এখন বড়পর্দায় ব্যস্ত । আর মিমি ব্যস্ত ছোটপর্দা নিয়ে । এই রিয়েল লাইফ জুটি পয়লা বৈশাখ হাজির হবেন সুদীপার 'রান্নাঘর'-এ (Om Mimi will share their journey in Rannaghar)।

প্রত্যেক পর্বের মত এই পর্বেও থাকবে হাসি, মজা, গল্প । তার সঙ্গে লোভনীয় রান্না । এদিনের পর্বে এক ভিন্নধর্মী পদ রাঁধবেন পর্দার টোনাটুনি মানে ওম-মিমি । মাংসের ডাব মালাই রাঁধবেন দু'জনে । ১৫ এপ্রিল টিভির পর্দায় আসতে চলেছে এই পর্ব ৷ প্রসঙ্গত, ওম অভিনীত 'ভয় পেও না' ছবিটি খুব শীঘ্রই আসছে বড় পর্দায় । এই ছবির হাত ধরেই শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেতা । এখানে এক চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে তাঁকে ।

আরও পড়ুন :ক্রিকেট নয়, দাদার 'দাদাগিরি'তেই মজে আছে খুদেরা

অন্য়দিকে মিমি সদ্য শেষ করেছেন 'করুণাময়ী রানী রাসমণি' ধারাবাহিক । একাধিক বাংলা ধারাবাহিকে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন তিনি । 'গোয়েন্দা গিন্নি' থেকে শুরু করে 'ভুতু', তালিকায় আছে আরও অনেক ধারাবাহিক । সামনেই আসছে আরও অনেক কাজ । তবে, পয়লা বৈশাখে 'রান্নাঘর'-এ তাঁকে দেখা যাবে এক অন্য ভূমিকায় । মিমি কি আদৌ রন্ধন পটিয়সী? আর ওম? তিনি কি আদৌ পারেন রান্নাবান্না করতে? নাকি দু'জনে সত্যিই হেঁশেলের কাজে এক্সপার্ট? সবকিছু জানা যাবে এদিনের পর্বে ।

কলকাতা, 12 এপ্রিল : খুব বেশিদিন হয়নি বিয়ে হয়েছে তাঁদের । বৈদিক মতে কন্যাদান ব্যাতিরেকে বিয়ে হয় তাঁদের । টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী ওম সাহানি এবং মিমি দত্ত পথ চলা শুরু করেন একসঙ্গে । ওম মূলত এখন বড়পর্দায় ব্যস্ত । আর মিমি ব্যস্ত ছোটপর্দা নিয়ে । এই রিয়েল লাইফ জুটি পয়লা বৈশাখ হাজির হবেন সুদীপার 'রান্নাঘর'-এ (Om Mimi will share their journey in Rannaghar)।

প্রত্যেক পর্বের মত এই পর্বেও থাকবে হাসি, মজা, গল্প । তার সঙ্গে লোভনীয় রান্না । এদিনের পর্বে এক ভিন্নধর্মী পদ রাঁধবেন পর্দার টোনাটুনি মানে ওম-মিমি । মাংসের ডাব মালাই রাঁধবেন দু'জনে । ১৫ এপ্রিল টিভির পর্দায় আসতে চলেছে এই পর্ব ৷ প্রসঙ্গত, ওম অভিনীত 'ভয় পেও না' ছবিটি খুব শীঘ্রই আসছে বড় পর্দায় । এই ছবির হাত ধরেই শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেতা । এখানে এক চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে তাঁকে ।

আরও পড়ুন :ক্রিকেট নয়, দাদার 'দাদাগিরি'তেই মজে আছে খুদেরা

অন্য়দিকে মিমি সদ্য শেষ করেছেন 'করুণাময়ী রানী রাসমণি' ধারাবাহিক । একাধিক বাংলা ধারাবাহিকে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন তিনি । 'গোয়েন্দা গিন্নি' থেকে শুরু করে 'ভুতু', তালিকায় আছে আরও অনেক ধারাবাহিক । সামনেই আসছে আরও অনেক কাজ । তবে, পয়লা বৈশাখে 'রান্নাঘর'-এ তাঁকে দেখা যাবে এক অন্য ভূমিকায় । মিমি কি আদৌ রন্ধন পটিয়সী? আর ওম? তিনি কি আদৌ পারেন রান্নাবান্না করতে? নাকি দু'জনে সত্যিই হেঁশেলের কাজে এক্সপার্ট? সবকিছু জানা যাবে এদিনের পর্বে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.