কলকাতা, 22 অক্টোবর: দীপাবলির পুণ্য লগ্নে আপামর বাঙালির হৃদয়-মননে গেঁথে থাকা গান দিয়ে মন জয় করলেন সঙ্গীতশিল্পী মাধুরি দে(Song Kali Kali Mahakali By Madhuri Day)। আঙুরবালা ফিল্মসের 'এ বি এফ মিউজিক'-এর পক্ষ থেকে 'কালি কালি মহাকালি' গানটি মুক্তি পেয়েছে সম্প্রতি(New Song Kali Kali Mahakali) । গানটির নিবেদনে অনুপ পান । সুর দিয়েছেন দেবজ্যোতি কর । গানের কথাতেও দেবজ্যোতি করের পাশাপাশি রয়েছেন প্রহ্লাদ রায়।
উল্লেখ্য, মাধুরি দে 2012-2013 সালে হিন্দী 'সা রে গা মা পা' মঞ্চের সেরা সাতের একজন (New Song Kali Kali Mahakali is out now)। গানের হাতেখড়ি বাবার কাছে, তারপর শিক্ষা আচার্য জয়ন্ত বোসের কাছে । সেমি ক্লাসিক্যালে ন্যাশনাল স্কলারশিপও পেয়েছেন মাধুরি । সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ থেকে গোল্ড মেডেল পেয়েছেন নজরুলগীতি এবং লাইট ক্লাসিক্যালের জন্য । পরমব্রত চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'মহিষাসুরমর্দ্দিনী' ছবির টাইটেল ট্র্যাক তাঁরই গাওয়া । সেই গানটিও খুব শীঘ্রই মুক্তি পাবে । নভেম্বরে মুক্তি পেতে চলেছে ছবিটি।
এহেন মাধুরি ' খোকাবাবু' সহ বহু জনপ্রিয় সিরিয়ালের গানে কণ্ঠ দিয়েছেন । এছাড়াও বহু ছবি ও ওয়েবসিরিজেও তিনি গান গেয়েছেন । প্রসঙ্গত, ' আঙুরবালা ফিল্মস'-এর পক্ষ থেকে এসেছে সৌমিত্র চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তী অভিনীত ছবি 'কোলকাতায় কোহিনূর' । আর তারপরেই অভিনেতা তথা প্রযোজক অনুপ পান গানের জগতে নিয়ে এলেন 'এ বি এফ মিউজিক'-কে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: গোয়ায় 53তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গার্গী অরিন্দমের 'মহানন্দা'
অনুপ পানের কথায়, "আমাদের আন্তরিক চেষ্টা থাকবে মাথা উঁচু করে ইতিহাসটাকে তুলে ধরা ও বর্তমান আর ভবিষ্যতের বাংলা গানের জগতকে সারা বিশ্বের কাছে রাজকীয় সিংহাসনে প্রতিস্থাপন করা ।...'কালি কালি মহাকালি' গানটি সমস্ত আই টিউনস, জিও সাভান-সহ অন্যান্য মিউজিক অ্যাপ্লিকেশনে পাওয়া যাবে ।"