ETV Bharat / entertainment

Madhuri Dixit On Kacha Badam : 'কাঁচা বাদাম' গানে নাচলেন মাধুরী-রীতেশও

'কাঁচা বাদাম' গান জয় করে নিল অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মনও ৷ রীতেশ দেশমুখের সঙ্গে এই গানে নেচে আসর মাতালেন তিনি (Madhuri And Riteish Dance on Kacha Badam) ৷

Madhuri Dixit On Kacha Badam
'কাঁচা বাদাম' গানে নাচলেন মাধুরী-রিতেশও
author img

By

Published : Mar 31, 2022, 1:09 PM IST

হায়দরাবাদ, 31 মার্চ : সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের কাছে ভুবন বাদ্যকার নামটি এখন রীতিমত পরিচিত ৷ তবে অবশ্য় ভুবন বাদ্যকারকে 'বাদামকাকু' বলে ডাকতেই বেশি ভালবাসেন সকলে ৷ কারণ একটাই, তাঁর 'কাঁচা বাদাম' গানই তাঁর পরিচয় হয়ে উঠেছে দেশজোড়া শ্রোতাদের কাছে ৷ এবার এই গান জয় করে নিল বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মনও ৷ নেচে উঠলেন তিনিও ৷ অবশ্য শুধু মাধুরী নয় সঙ্গ দিয়েছেন অভিনেতা রীতেশ দেশমুখও ৷ সম্প্রতি ভাইরাল হয়েছে এই নাচের একটি ভিডিয়ো (Madhuri And Riteish Dance on Kacha Badam)৷

নিজের ইনস্টাগ্রাম ভিডিয়োটি শেয়ার করেছেন মাধুরী নিজেই ৷ রূপোলী লেহেঙ্গায় এদিন ফের একবার অনুরাগীদের নজর কেড়েছেন এই নায়িকা ৷ সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন রীতেশও ৷ দু‘জনেই তাল মিলিয়েছেন গানের তালে তালে ৷

আরও পড়ুন : চড়-কাণ্ডে বেরিয়ে যেতে বললেও অস্কার অনুষ্ঠান ছেড়ে যাননি স্মিথ, জানাল আকাদেমি

ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, ‘'সত্য়িই দারুণ মজার ছিল কি বল রীতেশ ? আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ৷'‘ জবাব দিয়েছেন রীতেশও ৷ তিনি লেখেন, "হ্যাঁ সত্যি খুবই মজার ছিল, সবসময় আমার জন্য সৌভাগ্যের বিষয় ৷ " তাঁর নতুন সিরিজ 'দ্য ফেম গেম'-এর মাধ্যমে ওয়েবেও দুরন্ত এন্ট্রি নিয়েছেন মাধুরী ৷ আগামিদিনেও তাঁর নতুন কাজের জন্য অপেক্ষা করে আছেন দর্শকরা ৷

হায়দরাবাদ, 31 মার্চ : সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের কাছে ভুবন বাদ্যকার নামটি এখন রীতিমত পরিচিত ৷ তবে অবশ্য় ভুবন বাদ্যকারকে 'বাদামকাকু' বলে ডাকতেই বেশি ভালবাসেন সকলে ৷ কারণ একটাই, তাঁর 'কাঁচা বাদাম' গানই তাঁর পরিচয় হয়ে উঠেছে দেশজোড়া শ্রোতাদের কাছে ৷ এবার এই গান জয় করে নিল বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মনও ৷ নেচে উঠলেন তিনিও ৷ অবশ্য শুধু মাধুরী নয় সঙ্গ দিয়েছেন অভিনেতা রীতেশ দেশমুখও ৷ সম্প্রতি ভাইরাল হয়েছে এই নাচের একটি ভিডিয়ো (Madhuri And Riteish Dance on Kacha Badam)৷

নিজের ইনস্টাগ্রাম ভিডিয়োটি শেয়ার করেছেন মাধুরী নিজেই ৷ রূপোলী লেহেঙ্গায় এদিন ফের একবার অনুরাগীদের নজর কেড়েছেন এই নায়িকা ৷ সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন রীতেশও ৷ দু‘জনেই তাল মিলিয়েছেন গানের তালে তালে ৷

আরও পড়ুন : চড়-কাণ্ডে বেরিয়ে যেতে বললেও অস্কার অনুষ্ঠান ছেড়ে যাননি স্মিথ, জানাল আকাদেমি

ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, ‘'সত্য়িই দারুণ মজার ছিল কি বল রীতেশ ? আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ৷'‘ জবাব দিয়েছেন রীতেশও ৷ তিনি লেখেন, "হ্যাঁ সত্যি খুবই মজার ছিল, সবসময় আমার জন্য সৌভাগ্যের বিষয় ৷ " তাঁর নতুন সিরিজ 'দ্য ফেম গেম'-এর মাধ্যমে ওয়েবেও দুরন্ত এন্ট্রি নিয়েছেন মাধুরী ৷ আগামিদিনেও তাঁর নতুন কাজের জন্য অপেক্ষা করে আছেন দর্শকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.