ETV Bharat / entertainment

Jayati New Music Video: রথযাত্রার মিউজিক ভিডিয়ো কি নয়া ট্রেন্ড? মতামত জানালেন জয়তী

author img

By

Published : Jun 21, 2023, 9:43 AM IST

রথের আবহে মুক্তি পেতে চলেছে শিল্পী জয়তী চক্রবর্তীর নতুন মিউজিক ভিডিয়ো 'শ্রী জগন্নাথ অষ্টকাম'।

Jayati Chakraborty
আসছে জয়তী চক্রবর্তীর নতুন মিউজিক ভিডিয়ো

কলকাতা, 21 জুন: একটা সময় ছিল যখন পুজোর গানের ক্যাসেট বা সিডি কবে আসবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন বহু মানুষ । আজও গান আসে পুজোয় । তবে তা ডিজিটাল প্ল্যাটফর্মে। মিউজিক ভিডিয়ো আকারে । শুধু পুজো নয়, দোল উৎসব উপলক্ষেও আসে নতুন মিউজিক ভিডিয়ো ।

বেশ কয়েক বছর হল রথযাত্রা উপলক্ষেও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শিল্পীরা । এবারেও ব্যতিক্রম হল না । রথযাত্রার ঠিক পরের দিন অর্থাৎ বুধবার হাজির হতে চলেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী এবং ওড়িশা নিবাসী অভিজিৎ মিশ্রর কণ্ঠে 'শ্রী জগন্নাথ অষ্টকাম'। সঙ্গীতা আয়োজনের দায়িত্বে উপালি চট্টোপাধ্যায় ।

আদি শঙ্করাচার্য পুরী ধাম চাক্ষুষ করার পর মুগ্ধ হন এবং লেখেন 'শ্রী জগন্নাথ অষ্টকাম' । কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েই 'অষ্টকাম' স্তোত্র পাঠ করেন । আর এবার সেই স্তোত্র পাঠ করলেন জয়তী চক্রবর্তী এবং অভিজিৎ মিশ্র । জয়তী চক্রবর্তীর কাছে ইটিভি ভারতের তরফে জানতে চাওয়া হয়, আজকাল রথযাত্রার আগেও আসছে নতুন গান । গানের দুনিয়ায় এটা কি তা হলে নয়া ট্রেন্ড?

শিল্পী বলেন, "নতুন ট্রেন্ড তো নিশ্চয়ই । কিন্তু অন্যভাবে যদি দেখি তা হলে আগে পুজোয় একটা গান রিলিজ করত না । রিলিজ করত পুরো একটা অ্যালবাম । সেখানে 6 থেকে 8 টা গান থাকত । এখন অ্যালবাম কনসেপ্টটা যেহেতু উঠে গেছে তাই একখানা করেই গান রিলিজ করছে । আর তাই সারা বছর ধরে নানা সময়ে ভাগে ভাগে মানুষের কাছে বিভিন্ন স্বাদের গান আসছে । বিষয়টা সেরকমই । এই ভাবে ভাবলেও একটা নতুন ট্রেন্ড তো বটেই । বিভিন্ন অনু্ষ্ঠানেরও আলাদা আলাদা গান হয় । সেটাই বাংলার ঐতিহ্য ।"

এই গানের পরিকল্পনা কবে থেকে? প্রশ্নের জবাবে শিল্পী বলেন, "এই গানের পরিকল্পনা খুব বেশিদিনের নয় । সব মিলিয়ে এক মাসের পরিকল্পনা । স্তোত্র পাঠ আমার বরাবরের বিশেষ ভালো লাগার একটা বিষয় । এর মধ্যে একটা আদি গন্ধ আছে । এই ধরনের কাজ তো আজকাল হয় না খুব একটা । এই ধরনের কাজ নিজের গলায় ধারণ করতে পারলে সত্যিই ভালো লাগে । তার উপরে সংস্কৃত স্তোত্র । এর ঐতিহ্যই আলাদা ।"

শিল্পী নিজে ঈশ্বরে বিশ্বাসী কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমি ভীষণ বিশ্বাসী । আমি মনে করি যে কোনও কর্মের স্বীকৃতি পেতে গেলে ঈশ্বরের আর্শীবাদ । আর আমি এবং উপালি দু'জনেই জগন্নাথের ভক্ত । আমার শ্বশুরবাড়ির সঙ্গে ওড়িশার একটা সম্পর্ক আছে । আর পুরীর প্রতি কোন বাঙালির না টান আছে?"
আরও পড়ুন: সত্য ঘটনা অবলম্বনে আসছে অরিন্দমের 'দুর্গাপুর জংশন', সাংবাদিকের ভূমিকায় স্বস্তিকা

উপালি চট্টোপাধ্যায়ের সঙ্গে জয়তী চক্রবর্তীর এটাই প্রথম বড় কাজ । এর আগে অল্প বিস্তর কাজ হলেও তেমন বড় কিছু হয়নি । বেশ কিছু কাজের কথা হলেও তা শেষ পর্যন্ত আর হয়নি বলে জানান জয়তী চক্রবর্তী । নিজের আগামী কাজ প্রসঙ্গে শিল্পী বলেন, "নিজস্ব ইউটিউব চ্যানেলের কিছু কাজ আছে সেগুলো করব । কিছু রবীন্দ্র সঙ্গীত ও আধুনিকের ট্র‍্যাক রেডি করা আছে । এই বছর কোনও কোম্পানির সঙ্গে কাজ সেরকম নেই । সবটাই নিজের ইউটিউবের জন্য ।"

কলকাতা, 21 জুন: একটা সময় ছিল যখন পুজোর গানের ক্যাসেট বা সিডি কবে আসবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন বহু মানুষ । আজও গান আসে পুজোয় । তবে তা ডিজিটাল প্ল্যাটফর্মে। মিউজিক ভিডিয়ো আকারে । শুধু পুজো নয়, দোল উৎসব উপলক্ষেও আসে নতুন মিউজিক ভিডিয়ো ।

বেশ কয়েক বছর হল রথযাত্রা উপলক্ষেও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শিল্পীরা । এবারেও ব্যতিক্রম হল না । রথযাত্রার ঠিক পরের দিন অর্থাৎ বুধবার হাজির হতে চলেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী এবং ওড়িশা নিবাসী অভিজিৎ মিশ্রর কণ্ঠে 'শ্রী জগন্নাথ অষ্টকাম'। সঙ্গীতা আয়োজনের দায়িত্বে উপালি চট্টোপাধ্যায় ।

আদি শঙ্করাচার্য পুরী ধাম চাক্ষুষ করার পর মুগ্ধ হন এবং লেখেন 'শ্রী জগন্নাথ অষ্টকাম' । কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েই 'অষ্টকাম' স্তোত্র পাঠ করেন । আর এবার সেই স্তোত্র পাঠ করলেন জয়তী চক্রবর্তী এবং অভিজিৎ মিশ্র । জয়তী চক্রবর্তীর কাছে ইটিভি ভারতের তরফে জানতে চাওয়া হয়, আজকাল রথযাত্রার আগেও আসছে নতুন গান । গানের দুনিয়ায় এটা কি তা হলে নয়া ট্রেন্ড?

শিল্পী বলেন, "নতুন ট্রেন্ড তো নিশ্চয়ই । কিন্তু অন্যভাবে যদি দেখি তা হলে আগে পুজোয় একটা গান রিলিজ করত না । রিলিজ করত পুরো একটা অ্যালবাম । সেখানে 6 থেকে 8 টা গান থাকত । এখন অ্যালবাম কনসেপ্টটা যেহেতু উঠে গেছে তাই একখানা করেই গান রিলিজ করছে । আর তাই সারা বছর ধরে নানা সময়ে ভাগে ভাগে মানুষের কাছে বিভিন্ন স্বাদের গান আসছে । বিষয়টা সেরকমই । এই ভাবে ভাবলেও একটা নতুন ট্রেন্ড তো বটেই । বিভিন্ন অনু্ষ্ঠানেরও আলাদা আলাদা গান হয় । সেটাই বাংলার ঐতিহ্য ।"

এই গানের পরিকল্পনা কবে থেকে? প্রশ্নের জবাবে শিল্পী বলেন, "এই গানের পরিকল্পনা খুব বেশিদিনের নয় । সব মিলিয়ে এক মাসের পরিকল্পনা । স্তোত্র পাঠ আমার বরাবরের বিশেষ ভালো লাগার একটা বিষয় । এর মধ্যে একটা আদি গন্ধ আছে । এই ধরনের কাজ তো আজকাল হয় না খুব একটা । এই ধরনের কাজ নিজের গলায় ধারণ করতে পারলে সত্যিই ভালো লাগে । তার উপরে সংস্কৃত স্তোত্র । এর ঐতিহ্যই আলাদা ।"

শিল্পী নিজে ঈশ্বরে বিশ্বাসী কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমি ভীষণ বিশ্বাসী । আমি মনে করি যে কোনও কর্মের স্বীকৃতি পেতে গেলে ঈশ্বরের আর্শীবাদ । আর আমি এবং উপালি দু'জনেই জগন্নাথের ভক্ত । আমার শ্বশুরবাড়ির সঙ্গে ওড়িশার একটা সম্পর্ক আছে । আর পুরীর প্রতি কোন বাঙালির না টান আছে?"
আরও পড়ুন: সত্য ঘটনা অবলম্বনে আসছে অরিন্দমের 'দুর্গাপুর জংশন', সাংবাদিকের ভূমিকায় স্বস্তিকা

উপালি চট্টোপাধ্যায়ের সঙ্গে জয়তী চক্রবর্তীর এটাই প্রথম বড় কাজ । এর আগে অল্প বিস্তর কাজ হলেও তেমন বড় কিছু হয়নি । বেশ কিছু কাজের কথা হলেও তা শেষ পর্যন্ত আর হয়নি বলে জানান জয়তী চক্রবর্তী । নিজের আগামী কাজ প্রসঙ্গে শিল্পী বলেন, "নিজস্ব ইউটিউব চ্যানেলের কিছু কাজ আছে সেগুলো করব । কিছু রবীন্দ্র সঙ্গীত ও আধুনিকের ট্র‍্যাক রেডি করা আছে । এই বছর কোনও কোম্পানির সঙ্গে কাজ সেরকম নেই । সবটাই নিজের ইউটিউবের জন্য ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.