ETV Bharat / entertainment

Aindrila Sharma: জিয়নকাঠির জাদু ব্যর্থ করে অস্তাচলে ঐন্দ্রিলা, একনজরে জীবনযুদ্ধের কাহিনি

দীর্ঘ জীবনযুদ্ধ শেষ ৷ না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)৷ পরাস্ত হয়েছে 'জিয়নকাঠি'র জাদু ৷ তবে তাঁর লড়াই অমর করে রাখবে অভিনেত্রীকে (Aindrila Sharma Passes Away)৷

Having fought a long battle 24 year old Aindrila Sharma finally loses it on Sunday
জিয়নকাঠির জাদু ব্যর্থ করে অস্তাচলে ঐন্দ্রিলা, একনজরে জীবনযুদ্ধের কাহিনি
author img

By

Published : Nov 20, 2022, 3:10 PM IST

কলকাতা, 20 নভেম্বর: বয়স মোটে 24 হলেও লড়াইটা অনেকদিনের । জীবনযুদ্ধে পরের পর জয়ের শেষে আজ পরাজয় । চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। পরাস্ত হল 'জিয়নকাঠি'র জাদু ৷ তবে জীবনকে ফিরে পেতে মৃত্যুর সঙ্গে তাঁর অসম লড়াই মানুষের মনে অমর করে রাখবে ঐন্দ্রিলাকে (Aindrila Sharma Passes Away)৷

ঐন্দ্রিলার জন্ম 1997 সালের 5 ফেব্রুয়ারি ৷ মা, বাবা আর দিদিকে নিয়ে সুন্দর সুখের পরিবার ৷ তবে সেই সুখেই বাধ সাধল করাল ব্যাধি ৷ 2015 সালে নিজের 17তম জন্মদিনে কৈশোর থেকে যৌবনের পথে এগনো ছোট্ট মেয়েটি জানতে পারে যে, তার শরীরে বাসা বেঁধেছে ক্যানসার ৷ অস্থিমজ্জায় ৷ ক্লাস ইলেভেনের ছাত্রীর জীবনযুদ্ধের লড়াই শুরু সেই তখন থেকেই ৷ দিল্লিতে শুরু হয় চিকিৎসা ৷ একের পর এক কেমোথেরাপি চলতে থাকে ৷ খেতে হয় মুঠো মুঠো ওষুধ ৷ কঠিন এক লড়াইয়ের মধ্যে দিয়ে এগোতে থাকে জীবন ও মৃত্যুর দোলাচল ৷ তবে বেঁচে থাকার অসীম তাগিদ সে বার জিতিয়ে দিয়েছিল তাঁকে ৷ টানা দেড় বছরের যুদ্ধ শেষে 2016 সালে রোগমুক্ত হন ঐন্দ্রিলা ৷ এরপর এক মুহূর্তও সময় নষ্ট না করে হাঁটা শুরু করেন স্বপ্ন পূরণের লক্ষ্যে ৷

ছোট থেকেই ঐন্দ্রিলার চোখে আঁকা ছিল অভিনেত্রী হওয়ার স্বপ্ন ৷ 2017 সালে বাংলা ধারাবাহিক 'ঝুমুর' দিয়ে তাতে হাতেখড়ি করেন ৷ এরপর 'জিয়নকাঠি', 'মহাপীঠ তারাপীঠ' সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেন ঐন্দ্রিলা । পা রেখেছিলেন ওয়েব দুনিয়াতেও । চ্যানেলের অরিজিনাল ছবিতেও অভিনয় করেছেন তিনি । এ বছর মহালয়াতে এক বিনোদন চ্যানেলের 'দেবী দশমহাবিদ্যা'তে দেবী মাতঙ্গীর ভূমিকায় অভিনয় করেন তিনি । মাতঙ্গী হল সরস্বতীর চণ্ডী রূপ । অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষ ছিলেন এই কন্যে । তাই মহালয়ার অনুষ্ঠানে নৃত্যরতা ঐন্দ্রিলাকেও দেখেছে দর্শক । থামতে শেখেননি অভিনেত্রী ।

আরও পড়ুন: শেষ জীবন যুদ্ধ ! প্রয়াত ঐন্দ্রিলা শর্মা

এরই মধ্যে ঐন্দ্রিলার জীবনে আসেন তাঁর পরম প্রিয় বন্ধু অভিনেতা সব্যসাচী চৌধুরী ৷ 'ঝুমুর' ধারাবাহিক থেকে শুরু হওয়া সেই সম্পর্ক শেষ দিন পর্যন্ত সঙ্গে পেয়েছেন অভিনেত্রী ৷ জীবনের নানা ওঠা-পড়ায় পরিবারের পাশাপাশি মনোবল বাড়িয়ে লড়াই চালিয়ে যেতে সব্যসাচীই হয়ে উঠেছিলেন ঐন্দ্রিলার জিয়নকাঠি ৷ বিভিন্ন অনুষ্ঠানে এসে বারবার ঐন্দ্রিলা বলেছেন, কঠিন চিকিৎসার সময় তাঁর শারীরিক কষ্টকে ভুলিয়ে দিয়েছিল মানসিক শান্তি, সৌজন্যে ছিলেন এই বন্ধু ৷

2021 সালে আবার ফুসফুসের টিউমার বিব্রত করে ঐন্দ্রিলাকে ৷ আবার শুরু হয় লড়াই ৷ তবে এ বারও সেই যুদ্ধে জয় ধরা দেয় ঐন্দ্রিলার কাছে ৷ 2022 সালে তিনি সুস্থ হয়ে ওঠেন ৷ তাঁর বন্ধু সব্যসাচীও তাঁর সোশ্যাল মিডিয়া পেজে তুলে ধরেন ঐন্দ্রিলার জীবনযুদ্ধজয়ের কাহিনি ৷ তারপর আর বেশিদিন কাটল না ৷ আবারও 1 নভেম্বর স্ট্রোক ৷ রক্ত জমাট বাঁধল মাথায় ৷ ভেন্টিলেশনে যমে-মানুষে টানাটানি ৷ পরপর কার্ডিয়াক অ্যারেস্ট ৷ সমানে পালস রেটের ওঠা-নামা ৷ হাতটা ধরে ঠায় পাশে বন্ধু সব্যসাচী ৷ সোশ্যাল মিডিয়ার আপডেটে শুক্রবারও তাঁর পোস্টে কিছুটা আশা জেগেছিল ৷ সবাই মিরাকলের অপেক্ষায় ছিলেন ৷ তবে টানা 20 দিনের লড়াই শেষে নিভল জীবনের বাতি ৷ দুপুর 12.59-এ না ফেরার দেশে হারিয়ে গেলেন ঐন্দ্রিলা ৷

সামাজিক মাধ্যমে আজ শুধুই ঐন্দ্রিলা । প্রকৃত যোদ্ধাকে হারিয়ে বেদনায় কাতর টলিউড । পরপারে তাঁর ভালো থাকার কামনায় জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, শ্রুতি দাস, সুদীপ সেনগুপ্ত-সহ আরও অনেকে । সকলেই স্তব্ধ । বলছেন একটাই কথা, ভালো থেকো ঐন্দ্রিলা...

কলকাতা, 20 নভেম্বর: বয়স মোটে 24 হলেও লড়াইটা অনেকদিনের । জীবনযুদ্ধে পরের পর জয়ের শেষে আজ পরাজয় । চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। পরাস্ত হল 'জিয়নকাঠি'র জাদু ৷ তবে জীবনকে ফিরে পেতে মৃত্যুর সঙ্গে তাঁর অসম লড়াই মানুষের মনে অমর করে রাখবে ঐন্দ্রিলাকে (Aindrila Sharma Passes Away)৷

ঐন্দ্রিলার জন্ম 1997 সালের 5 ফেব্রুয়ারি ৷ মা, বাবা আর দিদিকে নিয়ে সুন্দর সুখের পরিবার ৷ তবে সেই সুখেই বাধ সাধল করাল ব্যাধি ৷ 2015 সালে নিজের 17তম জন্মদিনে কৈশোর থেকে যৌবনের পথে এগনো ছোট্ট মেয়েটি জানতে পারে যে, তার শরীরে বাসা বেঁধেছে ক্যানসার ৷ অস্থিমজ্জায় ৷ ক্লাস ইলেভেনের ছাত্রীর জীবনযুদ্ধের লড়াই শুরু সেই তখন থেকেই ৷ দিল্লিতে শুরু হয় চিকিৎসা ৷ একের পর এক কেমোথেরাপি চলতে থাকে ৷ খেতে হয় মুঠো মুঠো ওষুধ ৷ কঠিন এক লড়াইয়ের মধ্যে দিয়ে এগোতে থাকে জীবন ও মৃত্যুর দোলাচল ৷ তবে বেঁচে থাকার অসীম তাগিদ সে বার জিতিয়ে দিয়েছিল তাঁকে ৷ টানা দেড় বছরের যুদ্ধ শেষে 2016 সালে রোগমুক্ত হন ঐন্দ্রিলা ৷ এরপর এক মুহূর্তও সময় নষ্ট না করে হাঁটা শুরু করেন স্বপ্ন পূরণের লক্ষ্যে ৷

ছোট থেকেই ঐন্দ্রিলার চোখে আঁকা ছিল অভিনেত্রী হওয়ার স্বপ্ন ৷ 2017 সালে বাংলা ধারাবাহিক 'ঝুমুর' দিয়ে তাতে হাতেখড়ি করেন ৷ এরপর 'জিয়নকাঠি', 'মহাপীঠ তারাপীঠ' সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেন ঐন্দ্রিলা । পা রেখেছিলেন ওয়েব দুনিয়াতেও । চ্যানেলের অরিজিনাল ছবিতেও অভিনয় করেছেন তিনি । এ বছর মহালয়াতে এক বিনোদন চ্যানেলের 'দেবী দশমহাবিদ্যা'তে দেবী মাতঙ্গীর ভূমিকায় অভিনয় করেন তিনি । মাতঙ্গী হল সরস্বতীর চণ্ডী রূপ । অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষ ছিলেন এই কন্যে । তাই মহালয়ার অনুষ্ঠানে নৃত্যরতা ঐন্দ্রিলাকেও দেখেছে দর্শক । থামতে শেখেননি অভিনেত্রী ।

আরও পড়ুন: শেষ জীবন যুদ্ধ ! প্রয়াত ঐন্দ্রিলা শর্মা

এরই মধ্যে ঐন্দ্রিলার জীবনে আসেন তাঁর পরম প্রিয় বন্ধু অভিনেতা সব্যসাচী চৌধুরী ৷ 'ঝুমুর' ধারাবাহিক থেকে শুরু হওয়া সেই সম্পর্ক শেষ দিন পর্যন্ত সঙ্গে পেয়েছেন অভিনেত্রী ৷ জীবনের নানা ওঠা-পড়ায় পরিবারের পাশাপাশি মনোবল বাড়িয়ে লড়াই চালিয়ে যেতে সব্যসাচীই হয়ে উঠেছিলেন ঐন্দ্রিলার জিয়নকাঠি ৷ বিভিন্ন অনুষ্ঠানে এসে বারবার ঐন্দ্রিলা বলেছেন, কঠিন চিকিৎসার সময় তাঁর শারীরিক কষ্টকে ভুলিয়ে দিয়েছিল মানসিক শান্তি, সৌজন্যে ছিলেন এই বন্ধু ৷

2021 সালে আবার ফুসফুসের টিউমার বিব্রত করে ঐন্দ্রিলাকে ৷ আবার শুরু হয় লড়াই ৷ তবে এ বারও সেই যুদ্ধে জয় ধরা দেয় ঐন্দ্রিলার কাছে ৷ 2022 সালে তিনি সুস্থ হয়ে ওঠেন ৷ তাঁর বন্ধু সব্যসাচীও তাঁর সোশ্যাল মিডিয়া পেজে তুলে ধরেন ঐন্দ্রিলার জীবনযুদ্ধজয়ের কাহিনি ৷ তারপর আর বেশিদিন কাটল না ৷ আবারও 1 নভেম্বর স্ট্রোক ৷ রক্ত জমাট বাঁধল মাথায় ৷ ভেন্টিলেশনে যমে-মানুষে টানাটানি ৷ পরপর কার্ডিয়াক অ্যারেস্ট ৷ সমানে পালস রেটের ওঠা-নামা ৷ হাতটা ধরে ঠায় পাশে বন্ধু সব্যসাচী ৷ সোশ্যাল মিডিয়ার আপডেটে শুক্রবারও তাঁর পোস্টে কিছুটা আশা জেগেছিল ৷ সবাই মিরাকলের অপেক্ষায় ছিলেন ৷ তবে টানা 20 দিনের লড়াই শেষে নিভল জীবনের বাতি ৷ দুপুর 12.59-এ না ফেরার দেশে হারিয়ে গেলেন ঐন্দ্রিলা ৷

সামাজিক মাধ্যমে আজ শুধুই ঐন্দ্রিলা । প্রকৃত যোদ্ধাকে হারিয়ে বেদনায় কাতর টলিউড । পরপারে তাঁর ভালো থাকার কামনায় জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, শ্রুতি দাস, সুদীপ সেনগুপ্ত-সহ আরও অনেকে । সকলেই স্তব্ধ । বলছেন একটাই কথা, ভালো থেকো ঐন্দ্রিলা...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.