বারাণসী, 27 মার্চ: রবিবার বারাণসীর একটি হোটেলের ঘর থেকে ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ তাঁর এই মৃত্য়ু ঘিরে দানা বাঁধছে একাধিক রহস্য ৷ গতকাল সকালেই মুক্তি পেয়েছিল আকাঙ্খার নতুন মিউজিক ভিডিয়ো ৷ তার আগে শনিবারও ইনস্টাগ্রামে কোমর দুলিয়ে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর রবিবার বেলা বাড়তেই সব অলট-পালট ৷ আকাঙ্খার মৃত্যুকে আপতত দৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। তবে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে, ভোজপুরি অভিনেত্রী ইনস্টাগ্রামে লাইভ করেন ৷ সেখানেই তাঁকে অঝোরে কাঁদতে দেখা গিয়েছিল ৷ সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ক্লিপটি ইতিমধ্যেই ঘোরাফেরা করছে ৷
ভিডিয়োতে আকাঙ্খাকে বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। হাপুস নয়নে কাঁদছিলেন। মুখে হাত চাপা দিয়ে রয়েছেন বলে তাঁর কোনও কথাই ভিডিয়োতে শোনা যাচ্ছিল না। এই ইনস্টাগ্রাম লাইভের কয়েকঘণ্টা পরেই উদ্ধার হয় আকাঙ্খার দেহ ৷ তরুণ অভিনেত্রীর মৃত্যুর পর থেকেই 'গায়েব' তাঁর প্রেমিক সমর সিং। এখনও পর্যন্ত তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেতে পারেনি পুলিশ। এরই মাঝে আকাঙ্খার এই ভিডিয়ো নিয়ে চাঞ্চল্য নেটপাড়ায় ৷ জল্পনা, এটিই নাকি অভিনেত্রীর শেষ ভিডিয়ো।
তাঁর মৃত্যুর ঘটনায় তোলপাড় বিনোদন জগত ৷ আকাঙ্খার মৃত্যুর পিছনে ব্রেক আপকেই দায়ী করছেন তাঁর ভক্তরা। সারনাথের সহকারী পুলিশ কমিশনার জ্ঞান প্রকাশ রাই বলেন, "মৃতের পরিবারের সদস্যরা মুম্বইতে থাকেন। তাঁদের ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। তার ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে এটি একটি আত্মহত্যা বলেই ধরা হচ্ছে ৷ বারাণসী পুলিশ কমিশনারেট তাঁর বিবৃতিতে এও বলেছেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন: 25 বসন্ত পেরিয়েই থামল পথচলা! প্রয়াত অভিনেত্রী আকাঙ্খা দুবে, হোটেল থেকে দেহ উদ্ধার
উল্লেখ্য, আকাঙ্খা উত্তরপ্রদেশের মির্জাপুরে 21 অক্টোবর, 1997 সালে জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়স থেকেই নাচ এবং অভিনয় করতে শুরু করেন ৷ নাচ থেকে শুরু করে অভিনয়ের ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করতেন ৷ খুব অল্প বয়সেই কেরিয়ারের সাফল্যের মুখ দেখেছিলেন আকাঙ্খা। ধীরে ধীরে উত্তর প্রদেশের একজন সুপরিচিত শিল্পী হিসাবে বিশিষ্টতা অর্জন করতে শুরু করেছিলেন। তবে বছর পাঁচেক আগে মানসিক অবসাদের শিকার হন। সেই অবসাদ কাটিয়ে উঠে কাজেও ফেরেন। তারপরই এল এই মর্মান্তিক খবর। কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।