কলকাতা, 13 জুলাই: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে 'কড়ি দিয়ে কিনলাম' । 'সাহিত্যের সেরা সময়'-এ এবার দেখা যাবে বিমল মিত্রের লেখা এই বিখ্যাত উপন্যাসনির্ভর ধারাবাহিক। বড় পর্দায় বীরেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘কড়ি দিয়ে কিনলাম’ । সেখানে লক্ষ্মীর চরিত্রে দেখা গিয়েছিল অপর্ণা সেনকে। আর এবারে বাংলা টেলিভিশনে এই চরিত্রে ধরা দেবেন অর্কজা আচার্য ।
এর আগেও অর্কজা অভিনয় করেছেন সাহিত্যনির্ভর ধারাবাহিকে । এই একই চ্যানেলে ‘শ্রেয়সী’-তে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন অর্কজা । সুবোধ ঘোষের এই উপন্যাসে তাঁর বিপরীতে ছিলেন সায়ন কর্মকার । 'কড়ি দিয়ে কিনলাম'-এ অভিনেত্রীকে দেখা যাবে সাবেকি সাজে ৷ অভিনেত্রীর লুক দেখে ইতিমধ্যেই সাড়া পাড়েছে নেট পাড়ায় । পরনে তাঁর কুঁচি দেওয়া লম্বা হাতা ব্লাউজ আর আটপৌরে শাড়ি । ছিমছাম মুক্তোর গয়না আর হাতখোঁপাতে দিব্যি মানিয়েছে অর্কজাকে । এই ধারাবাহিকের পরিচালনায় রয়েছেন সজল বসু ।
অর্কজা আদতে সাহিত্যপ্রেমী সঙ্গে রবীন্দ্র সঙ্গীত চর্চাও করেন । ইটিভি ভারত-কে তিনি বলেন, "লক্ষ্মী চরিত্রটা আমি করছি জানার পরে আনন্দ মিশ্রিত একটা ভয় কাজ করেছিল আমার মধ্যে। আগেই পড়া ছিল উপন্যাসটা । ছবিটাও চারবার দেখেছি । অপর্ণা সেনকে অনুকরণ করা সহজ নয় । সেটা করতে চাওয়া ধৃষ্টতার সমান বলে মনে করি আমি । তাই সেই পথে হাঁটার চেষ্টাও আমি করব না । আমি আমার মতো করে লক্ষ্মী হয়ে ওঠার চেষ্টা করব । তবে, ওঁর অভিনয়টা মাথায় রেখে অর্কজাকে লক্ষ্মী হিসেবে গঠন করছি ।"
আরও পড়ুন: সারা শরীরে কাঁচের কাপ, যন্ত্রণার উপশমে প্রাচীন চিকিৎসায় আস্থা দেবের
ছবিতে সতীর ভূমিকায় ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায় । আর ধারাবাহিক সেই চরিত্রে রয়েছেন সুসৃতা ঘোষ । দীপুর ভূমিকায় দেখা যাবে অর্ণবকে । ধারাবাহিকটির শুটিং শুরু হয়ে গিয়েছে । আউটডোর শুট সেরে গল্প ঢুকবে সিনহা-রায় স্টুডিয়োতে । 'সাহিত্য়ের সেরা সময়' তুলে আনে সাহিত্যের পাতা থেকে উঠে আসা বিভিন্ন কাহিনিকে ৷ যার জেরে আগেও ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিল এই অনুষ্ঠান ৷ এবারও একই পথে হাঁটছেন নির্মাতারা ৷