ETV Bharat / entertainment

Anushree Das in Meyebela: পালটে গেল 'মেয়েবেলা'র বীথি মাসি, রূপার বদলি অনুশ্রী

'মেয়েবেলা' থেকে সরে দাঁড়ালেন পর্দার বীথি মাসি রূপা গঙ্গোপাধ্য়ায় । এবার এই চরিত্রে দেখা যাবে অনুশ্রী দাসকে ৷

Anushree Das in Meyebela
সরে দাঁড়ালেন পর্দার বীথি মাসি রূপা এবার এই চরিত্রে দেখা যাবে অনুশ্রীকে
author img

By

Published : May 5, 2023, 11:21 AM IST

কলকাতা, 5 মে: 'মেয়েবেলা' থেকে সরলেন রূপা গঙ্গোপাধ্য়ায় । বীথি মাসির চরিত্রে আর দেখা যাবে না রাজ্য়সভার এই প্রাক্তন সাংসদকে । এবার থেকে এই চরিত্রে দেখা যাবে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনুশ্রী দাসকে । অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল যে 'মেয়েবেলা' ধারাবাহিকে বীথি মাসির চরিত্রে নাও বহাল থাকতে পারেন রূপা । সত্যি হল সেই রটনা । চলতি সপ্তাহের বৃহস্পতিবারের পর্বেই বীথি মাসির চরিত্রে ধরা দিলেন অনুশ্রী দাস ।

স্বভাবতই বীথি মাসির পুরোনো ইমেজেই ধরা দিলেন তিনি । চরিত্রটি অ্যান্টাগনিস্ট-এর । যে নাকি নিজের পছন্দের মেয়ে চাঁদনির সঙ্গে বিয়ে দিতে চায় একমাত্র ছেলে ডোডোর । ডোডোও অবশ্য সেই মেয়েকেই ভালোবাসে । কিন্তু ঘটনাচক্রে বিয়ে হয় মৌয়ের সঙ্গে । তাই মৌকে নানাভাবে বিব্রত করে বীথি। ভালোবাসার অন্তরালে বীথির মধ্যে লুকিয়ে আছে মৌয়ের প্রতি ঘৃণা ।

এই চরিত্রে নিজেকে শুরুর দিন থেকেই প্রমাণ করেছিলেন রূপা । তবে, তাঁর অভিনয় অনেকেরই অতিরঞ্জিত বলে মনে হওয়ায় নানারকম বাক্যবাণে জর্জরিত করে তাঁকে । সেই সব কিছুকে তোয়াক্কা না করে এগিয়ে চলছিল ধারাবাহিক । জনপ্রিয়ও হয়ে উঠেছিল 'মেয়েবেলা'। কিন্তু শেষমেশ কেন এমন এক শক্তিশালী চরিত্র থেকে সরে গেলেন অভিনেত্রী? এই নিয়ে রূপার সঙ্গে যোগাযোগ করায় তাঁর ফোনটি বেজে যায় ।

প্রসঙ্গত, রাজনৈতিক কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়ে লাইট, ক্যামেরা, অ্যাকশনের চেনা দুুনিয়ায় ফিরেছিলেন অভিনেত্রী । ভালো লাগছিল অনেকদিন পর নিজের চেনা জমিতে ফিরে, জানিয়েছিলেন সেই কথা । এবার 'মেয়েবেলা' থেকে সরে গিয়ে কি ফের রাজনীতিতেই ব্যস্ত হলেন তিনি? জানতে হলে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
এই চরিত্রে এলেন অনুশ্রী দাস। নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের চরিত্রতেই সমান সাবলীল তিনি । কখনও কঠোর শাশুড়ি মা তো কখনও নরম মনের যে কোনও চরিত্রে । কখনও আবার যুক্তিবাদী প্রফেসর তো কখনও সাংবাদিক । আবার কখনও আদিবাসী চরিত্র । সবরকমের চরিত্রেই নিজেকে প্রমাণ করেছেন তিনি । আর এবার বীথি মাসির চরিত্র । যে কিনা ভালোবাসার অন্তরালে মৌয়ের জন্য লুকিয়ে রেখেছে প্রবল ঘৃণা । যার উদ্দেশ্য ডোডোর থেকে তাকে আলাদা করে দেওয়া । সেই চরিত্রে নিজেকে কীভাবে ফুটিয়ে তোলেন তিনি সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন: সাইকেল রেস জিততে প্রস্তত অনুপম, আসছে 'বিজয় 69'

কলকাতা, 5 মে: 'মেয়েবেলা' থেকে সরলেন রূপা গঙ্গোপাধ্য়ায় । বীথি মাসির চরিত্রে আর দেখা যাবে না রাজ্য়সভার এই প্রাক্তন সাংসদকে । এবার থেকে এই চরিত্রে দেখা যাবে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনুশ্রী দাসকে । অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল যে 'মেয়েবেলা' ধারাবাহিকে বীথি মাসির চরিত্রে নাও বহাল থাকতে পারেন রূপা । সত্যি হল সেই রটনা । চলতি সপ্তাহের বৃহস্পতিবারের পর্বেই বীথি মাসির চরিত্রে ধরা দিলেন অনুশ্রী দাস ।

স্বভাবতই বীথি মাসির পুরোনো ইমেজেই ধরা দিলেন তিনি । চরিত্রটি অ্যান্টাগনিস্ট-এর । যে নাকি নিজের পছন্দের মেয়ে চাঁদনির সঙ্গে বিয়ে দিতে চায় একমাত্র ছেলে ডোডোর । ডোডোও অবশ্য সেই মেয়েকেই ভালোবাসে । কিন্তু ঘটনাচক্রে বিয়ে হয় মৌয়ের সঙ্গে । তাই মৌকে নানাভাবে বিব্রত করে বীথি। ভালোবাসার অন্তরালে বীথির মধ্যে লুকিয়ে আছে মৌয়ের প্রতি ঘৃণা ।

এই চরিত্রে নিজেকে শুরুর দিন থেকেই প্রমাণ করেছিলেন রূপা । তবে, তাঁর অভিনয় অনেকেরই অতিরঞ্জিত বলে মনে হওয়ায় নানারকম বাক্যবাণে জর্জরিত করে তাঁকে । সেই সব কিছুকে তোয়াক্কা না করে এগিয়ে চলছিল ধারাবাহিক । জনপ্রিয়ও হয়ে উঠেছিল 'মেয়েবেলা'। কিন্তু শেষমেশ কেন এমন এক শক্তিশালী চরিত্র থেকে সরে গেলেন অভিনেত্রী? এই নিয়ে রূপার সঙ্গে যোগাযোগ করায় তাঁর ফোনটি বেজে যায় ।

প্রসঙ্গত, রাজনৈতিক কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়ে লাইট, ক্যামেরা, অ্যাকশনের চেনা দুুনিয়ায় ফিরেছিলেন অভিনেত্রী । ভালো লাগছিল অনেকদিন পর নিজের চেনা জমিতে ফিরে, জানিয়েছিলেন সেই কথা । এবার 'মেয়েবেলা' থেকে সরে গিয়ে কি ফের রাজনীতিতেই ব্যস্ত হলেন তিনি? জানতে হলে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
এই চরিত্রে এলেন অনুশ্রী দাস। নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের চরিত্রতেই সমান সাবলীল তিনি । কখনও কঠোর শাশুড়ি মা তো কখনও নরম মনের যে কোনও চরিত্রে । কখনও আবার যুক্তিবাদী প্রফেসর তো কখনও সাংবাদিক । আবার কখনও আদিবাসী চরিত্র । সবরকমের চরিত্রেই নিজেকে প্রমাণ করেছেন তিনি । আর এবার বীথি মাসির চরিত্র । যে কিনা ভালোবাসার অন্তরালে মৌয়ের জন্য লুকিয়ে রেখেছে প্রবল ঘৃণা । যার উদ্দেশ্য ডোডোর থেকে তাকে আলাদা করে দেওয়া । সেই চরিত্রে নিজেকে কীভাবে ফুটিয়ে তোলেন তিনি সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন: সাইকেল রেস জিততে প্রস্তত অনুপম, আসছে 'বিজয় 69'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.