হায়দরাবাদ, 27 মে: পরিচালক বিবেক অগ্নিহোত্রী টুইটারে প্রায়শই বিভিন্ন বিষয়ে তাঁর মতপ্রকাশ করে থাকেন ৷ 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক সম্প্রতি নওয়াজ উদ্দিন সিদ্দিকী প্রসঙ্গেও মুখ খোলেন তাঁর টাইমলাইনে ৷ 'দ্য কেরালা স্টোরি' ছবি নিয়ে দেওয়া নওয়াজের মন্তব্য়ের ভিত্তিতে কিছু প্রশ্ন তুলেছিলেন তিনি ৷ কিন্তু কিছুক্ষণ পরেই এই টুইটটি মুছে দেন বিবেক ৷
সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়, একটি ইন্টারভিউতে 'দ্য কেরালা স্টোরি' ছবির ওপর জারি করা নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে গিয়ে নওয়াজ নাকি বলেছেন, 'যদি কোনও ছবি মানুষকে আঘাত করে তাহলে সেটা ভুল' ৷ তিনি নাকি এও জানান, মানুষের ভাবাবেগে আঘাত করার জন্য় ছবি বানানো হয় না ৷ নওয়াজের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁর প্রশ্ন ছুঁড়ে দেন বিবেক ৷
বিবেক লেখেন, "বেশিরভাগ মধ্য়বিত্ত পরিবার মনে করে যে সমস্ত ছবি এবং ওটিটি শোতে অপ্রয়োজনীয় হেনস্থা, হিংসা এবং বিকৃত মানসিকতার ছবি ফুটে ওঠে তা তাঁদের এবং তাঁদের শিশুদের ভাবাবেগে আঘাত করছে ৷ নওয়াজ কি একটু পরামর্শ দেবেন তাঁর কোন কোন ছবি এবং ওটিটি শো ব্যান করা উচিত ৷ কি বলেন আপনি?"
-
Please stop spreading false news just to get some views and hits, it’s called cheap TRP - I never said and I would never want any film to be banned ever.
— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) May 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
STOP BANNING FILMS.
STOP SPREADING FAKE NEWS !!!
">Please stop spreading false news just to get some views and hits, it’s called cheap TRP - I never said and I would never want any film to be banned ever.
— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) May 26, 2023
STOP BANNING FILMS.
STOP SPREADING FAKE NEWS !!!Please stop spreading false news just to get some views and hits, it’s called cheap TRP - I never said and I would never want any film to be banned ever.
— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) May 26, 2023
STOP BANNING FILMS.
STOP SPREADING FAKE NEWS !!!
আরও পড়ুন: 'যাত্রা চলতে থাকুক', কৌশিকের গিরিশ পুরস্কার প্রাপ্তিতে উপলব্ধি ছেলে ঋদ্ধির
পরে অবশ্য় তাঁর এই টুইটটি মুছে ফেলেন বিবেক ৷ কিন্তু নেটিজেনদের অনেকের কাছেই তাঁর এই টুইটটির স্ক্রিনশট ছিল যা পরবর্তীতে সোশালে ভাইরাল হতে শুরু করে ৷ অন্য়দিকে 'দ্য কেরালা স্টোরি' ব্যান করা প্রসঙ্গে নওয়াজ নাকি বলেছেন, 'কোনও ছবিই ব্যান করা উচিত নয় ৷' এমনই একটি বক্তব্য সামনে আসে ৷ সেই কথা তাঁর নয় বলে দাবি করেছেন নওয়াজ ৷ তিনি সম্প্রতি একটি টুইটে লিখেছেন, "অনুগ্রহ করে শুধু কিছু ভিউ এবং হিট পাওয়ার জন্য মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন ৷ এটাকে বলে সস্তা টিআরপি ৷ আমি এমন কখনও বলিনি এবং আমি কখনওই চাই না যে কোনও ছবি নিষিদ্ধ হোক । ফিল্ম নিষিদ্ধ করা বন্ধ করুন । ভুয়ো খবর ছড়ানো বন্ধ করুন !"