ETV Bharat / entertainment

Uttam Kumar Death Anniversary: উত্তম কুমার অভিনীত 'নায়ক'-এর রিমেক হলে অদিতি হবেন দেবলীনা - গৌরব চট্টোপাধ্যায়

আজ উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী (Uttam Kumar Death Anniversary)৷ তাঁর অভিনীত 'নায়ক'-এর রিমেক হলে সাংবাদিক অদিতির চরিত্রে অভিনয় করতে চান তাঁর নাতবউ দেবলীনা কুমার (Devlina Kumar)৷

uttam-kumar-death-anniversary-devlina-kumar-wants-to-essay-aditis-role-in-nayak-remake
উত্তম কুমার অভিনীত 'নায়ক'-এর রিমেক হলে অদিতি হবেন দেবলীনা
author img

By

Published : Jul 24, 2022, 3:12 PM IST

কলকাতা, 24 জুলাই: আজ 24 জুলাই (Uttam Kumar Death Anniversary)। মহানায়কের (Uttam Kumar) 42তম মৃত্যুবার্ষিকী । 42 বছর আগে এই দিনে বাঙালি যেন হারিয়েছিল নিজের ঘরের মানুষকে । কেউ কেঁদেছিলেন সহকর্মীর দুঃখে, কেউ পরিবারের একজন হয়ে, কেউ বা কাছের মানুষ আবার কেউ ভক্ত হিসেবে । শোনা যায়, বহু মহিলা নাকি এ দিন নিজের হাতের শাঁখা ভেঙেছিলেন । কারণ মহানায়ককে তাঁরা ভালোবাসতেন প্রেমিক হিসেবে ।

তাঁর মৃত্যুর এতগুলো বছর অতিক্রান্ত । বাঙালি ভোলেনি তাঁকে । ভোলার প্রশ্নই নেই ৷ এই বিশেষ দিনে চ্যানেল ঘুরিয়ে আজকের প্রজন্মও খুঁজে বেড়ায় তাঁর কোনও ছবি টেলিভিশনে দেখানো হচ্ছে কিনা । বলাবাহুল্য, তাঁর যোগ্য উত্তরসূরী গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) আজ টেলিভিশনের স্টার । 'বধূবরণ' থেকে শুরু করে 'করুণাময়ী রানি রাসমণি' আর আজ 'গাঁটছড়া'য় দাপিয়ে অভিনয় করছেন গৌরব । হয়ে উঠেছেন অনেকের হার্টথ্রব । এই বিশেষ দিনে দাদুকে স্মরণ করতে বিশেষ ব্যস্ত থাকেন মহানায়কের নাতি গৌরব, নাতনি নবমিতা-সহ মহানায়কের পরিজনেরা ।

গৌরব এবং নবমিতার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে উত্তর মেলেনি । তবে, সাড়া দেন মহানায়কের নাতবউ দেবলীনা কুমার । এই মুহূর্তে তিনি শহরের বাইরে । তিনিও ইন্ডাস্ট্রির আজ ব্যস্ত অভিনেত্রী । রাজর্ষি দে পরিচালিত 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবির জন্য 42তম 'নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স'-এ সেরা পার্শ্বচরিত্রাভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দেবলীনা (Devlina Kumar)। এই বছরেই রিলিজ করেছে দেবলীনা অভিনীত 'তীরন্দাজ শবর', এবং 'সার্কাসের ঘোড়া'। এ ছাড়াও 'গোত্র', 'হামি', 'মহালয়া', 'আমার আর্তনাদ', 'শ্লীলতাহানির পরে', 'সামসারা', 'প্রাক্তন' ছবিতে অভিনয় করেছেন দেবলীনা ।

এই মুহূর্তে 'সাহেবের চিঠি' ধারাবাহিকে নেগটিভ রোলে নজর কাড়ছেন দেবলীনা । এ হেন দেবলীনার কাছে জানতে চাওয়া হয়, উত্তমকুমারের কোন ছবি তাঁর কাছে সবসময়ের জন্য ফেভারিট ? দেবলীনা জানান, "এক এবং অদ্বিতীয় 'ছদ্মবেশী'। ওটা যতবার সুযোগ পাই দেখি । ওঁর অভিনয় নিয়ে কথা বলার মতো ধৃষ্টতা তো আমার নেই। শুধু মুগ্ধ হই আর দেখি ।"

আরও পড়ুন: আপনি আছেন, মহানায়ককে জন্মদিনে সৃজিতের উপহার অতি উত্তম

মহানায়কের জীবন ঘিরে সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলা ছবি 'অচেনা উত্তম'। উত্তমকুমারের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় । এরপর কখনও যদি মহানায়ক অভিনীত কোনও ছবির রিমেক বানানো হয় আর তাতে নায়িকার ভূমিকায় তাঁকে ডাকা হয় তা হলে কোন ছবিটা বেশি পছন্দের দেবলীনার কাছে ? এক শব্দে উত্তর দেন, ''নায়ক।"

প্রসঙ্গত, সত্যজিৎ রায় পরিচালিত 'নায়ক' ছবিতে অভিনয় করেন উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর । এই ছবির কেন্দ্রীয় চরিত্র বাংলা চলচ্চিত্রের জনৈক ম্যাটিনি আইডল অরিন্দম মুখোপাধ্যায় । অরিন্দম জাতীয় পুরস্কার নিতে রেলপথে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন । সেই 24 ঘণ্টার যাত্রাপথে অদিতি নামে এক অল্পবয়সি সাংবাদিকের সঙ্গে আলাপ হয় তাঁর । সেই সাংবাদিকের কাছে নিজের ভুলভ্রান্তি, নিরাপত্তাহীনতা ও অনুতাপ প্রকাশ করে অরিন্দম মুখোপাধ্যায় । তাকে অনুভব করে অদিতি । এবং ঠিক করে অরিন্দমের বলা কোনও কথাই তিনি জনসমক্ষে আনবেন না । আর এই অদিতির চরিত্রেই অভিনয় করতে চান দেবলীনা ।

কলকাতা, 24 জুলাই: আজ 24 জুলাই (Uttam Kumar Death Anniversary)। মহানায়কের (Uttam Kumar) 42তম মৃত্যুবার্ষিকী । 42 বছর আগে এই দিনে বাঙালি যেন হারিয়েছিল নিজের ঘরের মানুষকে । কেউ কেঁদেছিলেন সহকর্মীর দুঃখে, কেউ পরিবারের একজন হয়ে, কেউ বা কাছের মানুষ আবার কেউ ভক্ত হিসেবে । শোনা যায়, বহু মহিলা নাকি এ দিন নিজের হাতের শাঁখা ভেঙেছিলেন । কারণ মহানায়ককে তাঁরা ভালোবাসতেন প্রেমিক হিসেবে ।

তাঁর মৃত্যুর এতগুলো বছর অতিক্রান্ত । বাঙালি ভোলেনি তাঁকে । ভোলার প্রশ্নই নেই ৷ এই বিশেষ দিনে চ্যানেল ঘুরিয়ে আজকের প্রজন্মও খুঁজে বেড়ায় তাঁর কোনও ছবি টেলিভিশনে দেখানো হচ্ছে কিনা । বলাবাহুল্য, তাঁর যোগ্য উত্তরসূরী গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) আজ টেলিভিশনের স্টার । 'বধূবরণ' থেকে শুরু করে 'করুণাময়ী রানি রাসমণি' আর আজ 'গাঁটছড়া'য় দাপিয়ে অভিনয় করছেন গৌরব । হয়ে উঠেছেন অনেকের হার্টথ্রব । এই বিশেষ দিনে দাদুকে স্মরণ করতে বিশেষ ব্যস্ত থাকেন মহানায়কের নাতি গৌরব, নাতনি নবমিতা-সহ মহানায়কের পরিজনেরা ।

গৌরব এবং নবমিতার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে উত্তর মেলেনি । তবে, সাড়া দেন মহানায়কের নাতবউ দেবলীনা কুমার । এই মুহূর্তে তিনি শহরের বাইরে । তিনিও ইন্ডাস্ট্রির আজ ব্যস্ত অভিনেত্রী । রাজর্ষি দে পরিচালিত 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবির জন্য 42তম 'নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স'-এ সেরা পার্শ্বচরিত্রাভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দেবলীনা (Devlina Kumar)। এই বছরেই রিলিজ করেছে দেবলীনা অভিনীত 'তীরন্দাজ শবর', এবং 'সার্কাসের ঘোড়া'। এ ছাড়াও 'গোত্র', 'হামি', 'মহালয়া', 'আমার আর্তনাদ', 'শ্লীলতাহানির পরে', 'সামসারা', 'প্রাক্তন' ছবিতে অভিনয় করেছেন দেবলীনা ।

এই মুহূর্তে 'সাহেবের চিঠি' ধারাবাহিকে নেগটিভ রোলে নজর কাড়ছেন দেবলীনা । এ হেন দেবলীনার কাছে জানতে চাওয়া হয়, উত্তমকুমারের কোন ছবি তাঁর কাছে সবসময়ের জন্য ফেভারিট ? দেবলীনা জানান, "এক এবং অদ্বিতীয় 'ছদ্মবেশী'। ওটা যতবার সুযোগ পাই দেখি । ওঁর অভিনয় নিয়ে কথা বলার মতো ধৃষ্টতা তো আমার নেই। শুধু মুগ্ধ হই আর দেখি ।"

আরও পড়ুন: আপনি আছেন, মহানায়ককে জন্মদিনে সৃজিতের উপহার অতি উত্তম

মহানায়কের জীবন ঘিরে সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলা ছবি 'অচেনা উত্তম'। উত্তমকুমারের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় । এরপর কখনও যদি মহানায়ক অভিনীত কোনও ছবির রিমেক বানানো হয় আর তাতে নায়িকার ভূমিকায় তাঁকে ডাকা হয় তা হলে কোন ছবিটা বেশি পছন্দের দেবলীনার কাছে ? এক শব্দে উত্তর দেন, ''নায়ক।"

প্রসঙ্গত, সত্যজিৎ রায় পরিচালিত 'নায়ক' ছবিতে অভিনয় করেন উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর । এই ছবির কেন্দ্রীয় চরিত্র বাংলা চলচ্চিত্রের জনৈক ম্যাটিনি আইডল অরিন্দম মুখোপাধ্যায় । অরিন্দম জাতীয় পুরস্কার নিতে রেলপথে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন । সেই 24 ঘণ্টার যাত্রাপথে অদিতি নামে এক অল্পবয়সি সাংবাদিকের সঙ্গে আলাপ হয় তাঁর । সেই সাংবাদিকের কাছে নিজের ভুলভ্রান্তি, নিরাপত্তাহীনতা ও অনুতাপ প্রকাশ করে অরিন্দম মুখোপাধ্যায় । তাকে অনুভব করে অদিতি । এবং ঠিক করে অরিন্দমের বলা কোনও কথাই তিনি জনসমক্ষে আনবেন না । আর এই অদিতির চরিত্রেই অভিনয় করতে চান দেবলীনা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.