সান জুয়ান(পোর্তো রিকো), 6 জানুয়ারি: বিমান দুর্ঘটনায় জীবনাবসান টম ক্রুসের সহ-অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভারের ৷ একইসঙ্গে মৃত্যু হয়েছে তাঁর দুই কন্যারও ৷ স্থানীয় সেন্ট ভিনসেন্ট দ্বীপের পুলিশ সূত্রের খবর পূর্ব ক্যারিবিয়ান এলাকায় একটি ছোট্ট দ্বীপের কাছে ভেঙে পড়ে বিমানটি ৷ তাতেই মৃত্যু হয় অভিনেতার ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ৷
বিবৃতি জারি করে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেকিয়ার কাছে পেটিট নেভিস দ্বীপের ঠিক পশ্চিমে দুর্ঘটনাটি ঘটে ৷ বিমানটির যাত্রাপথ ছিল সেন্ট লুসিয়ার দিকে ৷ খবর অনুযায়ী, মৃত কন্যাদের একজনের নাম মাদিতা ক্লেপসার (10 বছর) আর অন্যজনের নাম অ্যানিক ক্লেপসার (12 বছর) ৷ স্থানীয় কিছু জেলে বিমানের ধ্বংসাবশেষ দেখতে পেয়ে পুলিশে খবর দেন ৷ এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ৷ ঘটনায় প্রাণ গিয়েছে বিমান চালকেরও ৷
দুর্ঘটনার কারণ এখনও সঠিক জানা যায়নি। তবে তদন্ত চলছে ৷ স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পাইলট টেকঅফের পরপর রেডিয়োর মাধ্যমে জানান, তাঁর কিছু সমস্যা হচ্ছে ৷ তিনি বিমান ফিরিয়ে নিয়ে আসছেন ৷ কিন্তু তারপর এই বিমান থেকে আর কোনও খরব পাওয়া যায়নি ৷ তদন্তকারীদের অনুমান, প্রথমবার বিপদের কথা জানাবার অল্প সময়ের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে ।
51 বছর বয়সি অভিনেতার প্রয়াণে শোকের ছায়া অনুরাগী মহলে ৷ জন্মসূত্রে জার্মান এই অভিনেতা প্রচুর টেলিভিশন ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন ৷ 2006 সালে স্টিভেন সোডারবার্গ পরিচালিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি 'এ গুড জার্মান' ছবিতেও কাজ করেছেন ৷ 2008 সালে 'স্পিড রেসার' ছবিতেও তাঁর অভিনয় সকলের নজর কাড়ে ৷ এছাড়া 1990 সালের সিরিজ 'সেভড বাই দ্য বেল: দ্য নিউ ক্লাস'-এও অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন ৷ সিরিজে তাঁর চরিত্রটির নাম ছিল ব্রিয়ান কেলার ৷ টম ক্রুজের সঙ্গেও তিনি অভিনয় করেছেন 'ভালকিরি' ছবিতে ৷ তাঁর সাম্প্রতিকতম কাজ ছিল 'ইন্ডিয়ানা জোনস' এবং 'ডায়াল অফ ডেস্টিনি' ৷
আরও পড়ুন: