ETV Bharat / entertainment

বিমান দুর্ঘটনায় প্রাণ গেল টম ক্রুসের সতীর্থ অলিভারের, মৃত দুই কন্যাও - US actor Christian Oliver

Christian Oliver Died in Plane Crash: বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন টম ক্রুসের সহ-অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার ৷ ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর দুই কন্যা এবং ওই বিমানের চালকেরও ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 1:55 PM IST

Updated : Jan 6, 2024, 2:13 PM IST

সান জুয়ান(পোর্তো রিকো), 6 জানুয়ারি: বিমান দুর্ঘটনায় জীবনাবসান টম ক্রুসের সহ-অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভারের ৷ একইসঙ্গে মৃত্যু হয়েছে তাঁর দুই কন্যারও ৷ স্থানীয় সেন্ট ভিনসেন্ট দ্বীপের পুলিশ সূত্রের খবর পূর্ব ক্যারিবিয়ান এলাকায় একটি ছোট্ট দ্বীপের কাছে ভেঙে পড়ে বিমানটি ৷ তাতেই মৃত্যু হয় অভিনেতার ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ৷

বিবৃতি জারি করে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেকিয়ার কাছে পেটিট নেভিস দ্বীপের ঠিক পশ্চিমে দুর্ঘটনাটি ঘটে ৷ বিমানটির যাত্রাপথ ছিল সেন্ট লুসিয়ার দিকে ৷ খবর অনুযায়ী, মৃত কন্যাদের একজনের নাম মাদিতা ক্লেপসার (10 বছর) আর অন্যজনের নাম অ্যানিক ক্লেপসার (12 বছর) ৷ স্থানীয় কিছু জেলে বিমানের ধ্বংসাবশেষ দেখতে পেয়ে পুলিশে খবর দেন ৷ এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ৷ ঘটনায় প্রাণ গিয়েছে বিমান চালকেরও ৷

দুর্ঘটনার কারণ এখনও সঠিক জানা যায়নি। তবে তদন্ত চলছে ৷ স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পাইলট টেকঅফের পরপর রেডিয়োর মাধ্যমে জানান, তাঁর কিছু সমস্যা হচ্ছে ৷ তিনি বিমান ফিরিয়ে নিয়ে আসছেন ৷ কিন্তু তারপর এই বিমান থেকে আর কোনও খরব পাওয়া যায়নি ৷ তদন্তকারীদের অনুমান, প্রথমবার বিপদের কথা জানাবার অল্প সময়ের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে ।

51 বছর বয়সি অভিনেতার প্রয়াণে শোকের ছায়া অনুরাগী মহলে ৷ জন্মসূত্রে জার্মান এই অভিনেতা প্রচুর টেলিভিশন ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন ৷ 2006 সালে স্টিভেন সোডারবার্গ পরিচালিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি 'এ গুড জার্মান' ছবিতেও কাজ করেছেন ৷ 2008 সালে 'স্পিড রেসার' ছবিতেও তাঁর অভিনয় সকলের নজর কাড়ে ৷ এছাড়া 1990 সালের সিরিজ 'সেভড বাই দ্য বেল: দ্য নিউ ক্লাস'-এও অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন ৷ সিরিজে তাঁর চরিত্রটির নাম ছিল ব্রিয়ান কেলার ৷ টম ক্রুজের সঙ্গেও তিনি অভিনয় করেছেন 'ভালকিরি' ছবিতে ৷ তাঁর সাম্প্রতিকতম কাজ ছিল 'ইন্ডিয়ানা জোনস' এবং 'ডায়াল অফ ডেস্টিনি' ৷

আরও পড়ুন:

  1. 'দিল সে রে' থেকে 'জয় হো'... জন্মদিনে ফিরে দেখা রহমানের সেরা পাঁচটি গান
  2. নেত্রী থেকে অভিনেত্রী, মুক্তি পেল রাজন্যা হালদার অভিনীত ছবির ট্রেলার
  3. 'আকাশ কুসুম' গল্পে জুটি বাঁধছেন সম্রাট কথা

সান জুয়ান(পোর্তো রিকো), 6 জানুয়ারি: বিমান দুর্ঘটনায় জীবনাবসান টম ক্রুসের সহ-অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভারের ৷ একইসঙ্গে মৃত্যু হয়েছে তাঁর দুই কন্যারও ৷ স্থানীয় সেন্ট ভিনসেন্ট দ্বীপের পুলিশ সূত্রের খবর পূর্ব ক্যারিবিয়ান এলাকায় একটি ছোট্ট দ্বীপের কাছে ভেঙে পড়ে বিমানটি ৷ তাতেই মৃত্যু হয় অভিনেতার ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ৷

বিবৃতি জারি করে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেকিয়ার কাছে পেটিট নেভিস দ্বীপের ঠিক পশ্চিমে দুর্ঘটনাটি ঘটে ৷ বিমানটির যাত্রাপথ ছিল সেন্ট লুসিয়ার দিকে ৷ খবর অনুযায়ী, মৃত কন্যাদের একজনের নাম মাদিতা ক্লেপসার (10 বছর) আর অন্যজনের নাম অ্যানিক ক্লেপসার (12 বছর) ৷ স্থানীয় কিছু জেলে বিমানের ধ্বংসাবশেষ দেখতে পেয়ে পুলিশে খবর দেন ৷ এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ৷ ঘটনায় প্রাণ গিয়েছে বিমান চালকেরও ৷

দুর্ঘটনার কারণ এখনও সঠিক জানা যায়নি। তবে তদন্ত চলছে ৷ স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পাইলট টেকঅফের পরপর রেডিয়োর মাধ্যমে জানান, তাঁর কিছু সমস্যা হচ্ছে ৷ তিনি বিমান ফিরিয়ে নিয়ে আসছেন ৷ কিন্তু তারপর এই বিমান থেকে আর কোনও খরব পাওয়া যায়নি ৷ তদন্তকারীদের অনুমান, প্রথমবার বিপদের কথা জানাবার অল্প সময়ের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে ।

51 বছর বয়সি অভিনেতার প্রয়াণে শোকের ছায়া অনুরাগী মহলে ৷ জন্মসূত্রে জার্মান এই অভিনেতা প্রচুর টেলিভিশন ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন ৷ 2006 সালে স্টিভেন সোডারবার্গ পরিচালিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি 'এ গুড জার্মান' ছবিতেও কাজ করেছেন ৷ 2008 সালে 'স্পিড রেসার' ছবিতেও তাঁর অভিনয় সকলের নজর কাড়ে ৷ এছাড়া 1990 সালের সিরিজ 'সেভড বাই দ্য বেল: দ্য নিউ ক্লাস'-এও অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন ৷ সিরিজে তাঁর চরিত্রটির নাম ছিল ব্রিয়ান কেলার ৷ টম ক্রুজের সঙ্গেও তিনি অভিনয় করেছেন 'ভালকিরি' ছবিতে ৷ তাঁর সাম্প্রতিকতম কাজ ছিল 'ইন্ডিয়ানা জোনস' এবং 'ডায়াল অফ ডেস্টিনি' ৷

আরও পড়ুন:

  1. 'দিল সে রে' থেকে 'জয় হো'... জন্মদিনে ফিরে দেখা রহমানের সেরা পাঁচটি গান
  2. নেত্রী থেকে অভিনেত্রী, মুক্তি পেল রাজন্যা হালদার অভিনীত ছবির ট্রেলার
  3. 'আকাশ কুসুম' গল্পে জুটি বাঁধছেন সম্রাট কথা
Last Updated : Jan 6, 2024, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.