ETV Bharat / entertainment

Allu Arjun Thanks Fans: জন্মদিনে অফুরান ভালোবাসায় আপ্লুত আল্লু অর্জুন, মন ছোঁয়া বার্তা ভক্তদের - অল্লু অর্জুনের জন্মদিন

আল্লু অর্জুন তাঁর ভক্তদের নিঃশর্ত ভালবাসা পেয়ে 'ধন্য'৷ যাঁরা শনিবার তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সবাইকে কৃতজ্ঞতা জানান পুষ্পা স্টার ৷

Allu Arjun ETV Bharat
জন্মদিনে অফুরান ভালোবাসায় আপ্লুত অল্লু অর্জুন
author img

By

Published : Apr 9, 2023, 5:53 PM IST

Updated : Apr 9, 2023, 6:33 PM IST

হায়দরাবাদ, 9 এপ্রিল: 8 এপ্রিল 41-এ পড়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন । সোশ্যাল মিডিয়ায় পুষ্পা স্টারকে শুভেচ্ছায় বানভাসি করেছেন ভক্ত থেকে সেলিব্রিটিরা ৷ শুধু তাই নয়, তাঁকে জন্মদিনে একবার চোখের দেখা দেখার জন্য তাঁর বাড়ির বাইরে ভিড় জমিয়েছেন অনুরাগীরা ৷ এত ভালোবাসা পেয়ে আপ্লুত তারকা সবাইকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন ৷ সোশ্যায় মিডিয়ায় রবিবার একটি মন ছুঁয়ে যাওয়া বার্তা পোস্ট করেছে আল্লু অর্জুন ৷

ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা 20.7 মিলিয়ন ৷ এই বিপুল ভক্তদের শুভেচ্ছা জানিয়ে রবিবার আল্লু অর্জুন তাঁদের উদ্দেশে লিখেছেন, "আপনাদের সবাইকে ধন্যবাদ । সমস্ত ভালোবাসা এবং শুভেচ্ছার জন্য আপনাদের ধন্যবাদ । আমি সত্যিই ধন্য । বিনীত । চিরকাল কৃতজ্ঞতা…৷"

শনিবার আল্লু অর্জুনের বাড়ির বাইরে ভক্তদের ভিড় চোখে পড়ে । অভিনেতা তাঁর ভক্তদের নিরাশ করেননি ৷ তাঁর মেয়ে আল্লু আরহা এবং পুত্র আল্লু আয়ানের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে এসে অনুরাগীদের দিকে হাত নেড়ে তাঁদের অভিবাদন জানান । জন্মদিনে অভিনেতাকে একটি কালো টি-শার্ট পরে থাকতে দেখা গিয়েছে ৷ তিনি সঙ্গে পরেছিলেন সাদা ট্রাউজার্স ৷ তাঁকে ঘিরে যেন জনস্রোত দেখা দেয় হায়দরাবাদের জুবিলি হিলস এলাকায় ৷

এ দিকে, এই বিশেষ দিনে পুষ্পা: দ্য রুলের নির্মাতারা আল্লু অর্জুনের ভক্তদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেওয়ার রসদ তুলে ধরেন ৷ প্রথমে পুষ্পা সিক্যুয়েলের বহুল প্রতীক্ষিত টিজার প্রকাশ করা হয় ৷ এরপর সেই উন্মাদনাকে দ্বিগুণ বাড়িয়ে আল্লু অর্জুনের শাড়ি পরিহিত একটি আকর্ষণীয় পোস্টার প্রকাশ করা হয় ৷ যাঁরা পুষ্পা 2-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, তাঁদের জন্য এই 8 এপ্রিল আপাতদৃষ্টিতে ছিল একটা ট্রিট ৷

সুকুমার পরিচালিত ছবির শুটিং শুরু হয়েছিল গত বছর অক্টোবর মাস থেকেই ৷ আল্লু অর্জুন শুটিং-এ যোগ দেন জানুয়ারিতে । পুষ্পা: দ্য রুল-এর মুক্তির তারিখ এখনও নির্ধারিত হয়নি ।

আরও পড়ুন: চিরকাল একে-অপরের থাকব, ইস্টারে জ্যাকলিনকে প্রেম-বার্তা তিহাড়ে বন্দি সুকেশের

হায়দরাবাদ, 9 এপ্রিল: 8 এপ্রিল 41-এ পড়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন । সোশ্যাল মিডিয়ায় পুষ্পা স্টারকে শুভেচ্ছায় বানভাসি করেছেন ভক্ত থেকে সেলিব্রিটিরা ৷ শুধু তাই নয়, তাঁকে জন্মদিনে একবার চোখের দেখা দেখার জন্য তাঁর বাড়ির বাইরে ভিড় জমিয়েছেন অনুরাগীরা ৷ এত ভালোবাসা পেয়ে আপ্লুত তারকা সবাইকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন ৷ সোশ্যায় মিডিয়ায় রবিবার একটি মন ছুঁয়ে যাওয়া বার্তা পোস্ট করেছে আল্লু অর্জুন ৷

ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা 20.7 মিলিয়ন ৷ এই বিপুল ভক্তদের শুভেচ্ছা জানিয়ে রবিবার আল্লু অর্জুন তাঁদের উদ্দেশে লিখেছেন, "আপনাদের সবাইকে ধন্যবাদ । সমস্ত ভালোবাসা এবং শুভেচ্ছার জন্য আপনাদের ধন্যবাদ । আমি সত্যিই ধন্য । বিনীত । চিরকাল কৃতজ্ঞতা…৷"

শনিবার আল্লু অর্জুনের বাড়ির বাইরে ভক্তদের ভিড় চোখে পড়ে । অভিনেতা তাঁর ভক্তদের নিরাশ করেননি ৷ তাঁর মেয়ে আল্লু আরহা এবং পুত্র আল্লু আয়ানের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে এসে অনুরাগীদের দিকে হাত নেড়ে তাঁদের অভিবাদন জানান । জন্মদিনে অভিনেতাকে একটি কালো টি-শার্ট পরে থাকতে দেখা গিয়েছে ৷ তিনি সঙ্গে পরেছিলেন সাদা ট্রাউজার্স ৷ তাঁকে ঘিরে যেন জনস্রোত দেখা দেয় হায়দরাবাদের জুবিলি হিলস এলাকায় ৷

এ দিকে, এই বিশেষ দিনে পুষ্পা: দ্য রুলের নির্মাতারা আল্লু অর্জুনের ভক্তদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেওয়ার রসদ তুলে ধরেন ৷ প্রথমে পুষ্পা সিক্যুয়েলের বহুল প্রতীক্ষিত টিজার প্রকাশ করা হয় ৷ এরপর সেই উন্মাদনাকে দ্বিগুণ বাড়িয়ে আল্লু অর্জুনের শাড়ি পরিহিত একটি আকর্ষণীয় পোস্টার প্রকাশ করা হয় ৷ যাঁরা পুষ্পা 2-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, তাঁদের জন্য এই 8 এপ্রিল আপাতদৃষ্টিতে ছিল একটা ট্রিট ৷

সুকুমার পরিচালিত ছবির শুটিং শুরু হয়েছিল গত বছর অক্টোবর মাস থেকেই ৷ আল্লু অর্জুন শুটিং-এ যোগ দেন জানুয়ারিতে । পুষ্পা: দ্য রুল-এর মুক্তির তারিখ এখনও নির্ধারিত হয়নি ।

আরও পড়ুন: চিরকাল একে-অপরের থাকব, ইস্টারে জ্যাকলিনকে প্রেম-বার্তা তিহাড়ে বন্দি সুকেশের

Last Updated : Apr 9, 2023, 6:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.