কলকাতা, 31 মে : সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'X=PREM' প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামি 3 জুন । আর অন্যদিকে 'ফেলুদার গোয়েন্দাগিরি' নিয়ে সৃজিত ফের পর্দায় আসছেন 17 জুন । 'ফেলুদার গোয়েন্দাগিরি' ছবির সাংবাদিক সম্মেলনে জানা গিয়েছিল এই গরমে জুন মাসেই দার্জিলিং জমজমাট পর্দায় আসতে চলেছে । সেদিন দিনক্ষণ জানানো হয়নি প্রযোজনা সংস্থার তরফে । তবে সম্প্রতি পরিচালক সৃজিত তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়েছেন সুখবর ।
তিনি নিজেই জানিয়েছেন আগামী 17 জুন হইচইতে আসছে এই সিরিজ (Feludar Goyendagiri is Coming on 17th June)। ফেলুদার ভূমিকায় টোটা রায়চৌধুরী, জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী এবং তোপসের চরিত্রে রয়েছেন কল্পন মিত্র । কেমন জমবে এই ত্রয়ীর কেমেস্ট্রি, তা দেখতে হলে আর বেশিদিন অবশ্য অপেক্ষা করতে হবে না । প্রত্যেকেই আশাবাদী তাঁদের এই নতুন কাজ নিয়ে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
পরিচালক মহাশয় তো জনসমক্ষে ঘোষণা করেই দিয়েছেন তিনি আগামীতেও ফেলুদাকে পর্দায় আনলে সেই ভূমিকায় টোটাকেই আনবেন । কেননা তাঁর কাছে ফেলুদা মানেই এক লহমায় মনে পড়ে টোটার মুখ । শুধু তাই নয় তিনি জানান, "টোটার জন্মই হয়েছে ফেলুদা হওয়ার জন্য।"
আরও পড়ুন: 'বেলাশুরু'র পর মুক্তির পথে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত 'তৃতীয় পুরুষ'
ওদিকে সৃজিতের পরিচালন দক্ষতায় আপ্লুত টোটা । সৃজিতের কাছ থেকে ফেলুদা হিসেবে তাঁর খ্যাতি শুনে তিনিও খুশি । তবে, নিজের কাজ আরও পরিশীলিত করা প্রয়োজন বলে মনে করেন তিনি । "সৃজিতের কাছ থেকে কাজের প্রশংসা পাওয়া ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার সমান বলে মনে করি।"- এমন কথাও ইটিভি ভারতকে জানিয়েছিলেন টোটা । এবার দেখার পালা উভয়ের প্রতি উভয়ের এই গুণমুগ্ধতার প্রভাব দর্শকহৃদয়ে কেমন প্রভাব ফেলে ।