ETV Bharat / entertainment

Tiyasha Lepcha: প্রি-বার্থডে সেলিব্রেশনে ফ্যানেদের সঙ্গে জমিয়ে নাচ তিয়াসার, জন্মদিনে শোনা গেল প্রেমের গুঞ্জনও

author img

By

Published : Aug 16, 2023, 7:55 PM IST

বুধবার জন্মদিন উদযাপন করছেন অভিনেত্রী তিয়াসা লেপচা ৷ আজকের বিশেষ দিনে প্রি বার্থডে সেলিব্রেশনের ভিডিয়োও শেয়ার করলেন নায়িকা ৷

Pic Tiyasha Lepcha Instagram
ফ্যানেদের সঙ্গে জমিয়ে প্রি বার্থ ডে সেলিব্রেশনেই

কলকাতা, 16 অগস্ট: বুধবার আরও একটি বসন্ত পার করে ফেললেন অভিনেত্রী তিয়াসা লেপচা ৷ ছোট পর্দায় 'কৃষ্ণকলি' ধারাবাহিকের জেরে বেশ পরিচিত মুখ তিয়াসা ৷ বুধবার জন্মদিন হলেও গত বেশ কয়েকদিন ধরে প্রি বার্থডে সেলিব্রেশন চলেছে পুরোদমে ৷ এদিনও অনুরাগীদের সঙ্গে তাঁর প্রি বার্থ ডে সেলিব্রেশনের কিছু ঝলক শেয়ার করেছেন নায়িকা ৷ আবার এরই মাঝে তাঁর নতুন প্রেম নিয়ে গুঞ্জনও চলছে ৷

ভিডিয়োতে দেখা যায়, ব্যাকগ্রাউন্ডে বাজছে 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবির 'ঝুমকা' গানটি ৷ আর অন্য়দিকে ফ্যানেদের সঙ্গে নাচে মেতে উঠেছেন তিয়াসা ৷ ভিডিয়োটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, "ফ্যানেদের সঙ্গে গত কালকের প্রি-বার্থডে সেলিব্রেশনের ঝলক ৷" তিয়াসা অবশ্য গত কয়েকদিন ধরেই সেলিব্রেশনের বিভিন্ন ছবি ও রিলস শেয়ার করছেন সোশালে ৷ কোথাও তাঁকে দেখা গিয়েছে ফ্য়ানেদের সঙ্গে আবার কোথাও তিনি ধরা দিয়েছেন ধারাবাহিকের সহ-অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ৷

এরই মাঝে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর প্রেম নিয়েও একটি গুঞ্জন শোনা গিয়েছে ৷ 2017 সালে সুবান রায়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিয়াসা ৷ কিন্তু সেই বিবাহ বেশিদিন টেকেনি ৷ তারপর থেকে গত কয়েকবছরে অনেকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে ৷ অনেক সংবাদমাধ্যমের দাবি, এবার নাকি সম্পর্কে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী ৷ যদিও তাঁর নতুন প্রেমিকের নামটি তিনি স্বীকার করেননি ৷ তবে এবার 'কৃষ্ণকলি'র নায়িকার জীবনে নাকি এসেছে নতুন কেউ ৷

আরও পড়ুন: সোশাল মিডিয়ায় সানি পুত্রের ছবির গান প্রচার সলমনের, সঙ্গী ভাগ্যশ্রী

অভিনয়ের কথা বলতে গেলে বর্তমানে তিনি অভিনয় করছেন 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে ৷ তাঁর সঙ্গে এই ধারাবাহিকে জুটি বেঁধেছেন নীল ভট্টাচার্য ৷ তাঁদের দু'জনের কেমিস্ট্রি বেশ পছন্দ দর্শকের ৷ ছোট পর্দায় বেশ জমিয়ে এগিয়ে চলেছে এই ধারাবাহিক ৷ আসছে অনেক নতুন মোড় ৷ তার সঙ্গে নতুন মোড় নিচ্ছে অভিনেত্রীর ব্যক্তি জীবনও? উত্তর দেবে সময়ই ৷

কলকাতা, 16 অগস্ট: বুধবার আরও একটি বসন্ত পার করে ফেললেন অভিনেত্রী তিয়াসা লেপচা ৷ ছোট পর্দায় 'কৃষ্ণকলি' ধারাবাহিকের জেরে বেশ পরিচিত মুখ তিয়াসা ৷ বুধবার জন্মদিন হলেও গত বেশ কয়েকদিন ধরে প্রি বার্থডে সেলিব্রেশন চলেছে পুরোদমে ৷ এদিনও অনুরাগীদের সঙ্গে তাঁর প্রি বার্থ ডে সেলিব্রেশনের কিছু ঝলক শেয়ার করেছেন নায়িকা ৷ আবার এরই মাঝে তাঁর নতুন প্রেম নিয়ে গুঞ্জনও চলছে ৷

ভিডিয়োতে দেখা যায়, ব্যাকগ্রাউন্ডে বাজছে 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবির 'ঝুমকা' গানটি ৷ আর অন্য়দিকে ফ্যানেদের সঙ্গে নাচে মেতে উঠেছেন তিয়াসা ৷ ভিডিয়োটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, "ফ্যানেদের সঙ্গে গত কালকের প্রি-বার্থডে সেলিব্রেশনের ঝলক ৷" তিয়াসা অবশ্য গত কয়েকদিন ধরেই সেলিব্রেশনের বিভিন্ন ছবি ও রিলস শেয়ার করছেন সোশালে ৷ কোথাও তাঁকে দেখা গিয়েছে ফ্য়ানেদের সঙ্গে আবার কোথাও তিনি ধরা দিয়েছেন ধারাবাহিকের সহ-অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ৷

এরই মাঝে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর প্রেম নিয়েও একটি গুঞ্জন শোনা গিয়েছে ৷ 2017 সালে সুবান রায়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিয়াসা ৷ কিন্তু সেই বিবাহ বেশিদিন টেকেনি ৷ তারপর থেকে গত কয়েকবছরে অনেকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে ৷ অনেক সংবাদমাধ্যমের দাবি, এবার নাকি সম্পর্কে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী ৷ যদিও তাঁর নতুন প্রেমিকের নামটি তিনি স্বীকার করেননি ৷ তবে এবার 'কৃষ্ণকলি'র নায়িকার জীবনে নাকি এসেছে নতুন কেউ ৷

আরও পড়ুন: সোশাল মিডিয়ায় সানি পুত্রের ছবির গান প্রচার সলমনের, সঙ্গী ভাগ্যশ্রী

অভিনয়ের কথা বলতে গেলে বর্তমানে তিনি অভিনয় করছেন 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে ৷ তাঁর সঙ্গে এই ধারাবাহিকে জুটি বেঁধেছেন নীল ভট্টাচার্য ৷ তাঁদের দু'জনের কেমিস্ট্রি বেশ পছন্দ দর্শকের ৷ ছোট পর্দায় বেশ জমিয়ে এগিয়ে চলেছে এই ধারাবাহিক ৷ আসছে অনেক নতুন মোড় ৷ তার সঙ্গে নতুন মোড় নিচ্ছে অভিনেত্রীর ব্যক্তি জীবনও? উত্তর দেবে সময়ই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.