ETV Bharat / entertainment

Ganapath Release Date: বদলে গেল টাইগারের 'গণপথ' মুক্তির তারিখ

বদলে গেল টাইগার শ্রফের নতুন ছবি 'গণপথ পার্ট 1'-এর মুক্তির তারিখ ৷ এই ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল গতবছরই তবে এবার ছবিটি মুক্তি পাবে আগামী অক্টোবরে (Tiger Amitabh New Film Ganapath) ৷

Ganapath Release Date
বদলে গেল গনপথ ছবির মুক্তির তারিখ
author img

By

Published : Feb 22, 2023, 5:21 PM IST

মুম্বই, 22 ফেব্রুয়ারি: বদলে গেল অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ এবং কৃতি স্য়ানন অভিনীত 'গঁণপথ পার্ট 1' ছবির মুক্তির তারিখ ৷ বুধবার ছবির টিজার শেয়ার করে এমনটাই জানালেন টাইগার ৷ অ্যাকশন হিরো টাইগারকে এখানে দেখা যাবে চেনা ছন্দে ৷ 2021 সালে শুরু হয়েছিল এই ছবির শ্যুটিং ৷ প্রথমে নির্মাতারা জানিয়েছিলেন 2022 সালে মুক্তি পাবে এই ছবি ৷ তবে তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি (Tiger Amitabh New Film Ganapath)৷

বিশেষত, 'হিরোপান্তি 2' ছবি মুখ থুবড়ে পরার পর অনুরাগীরা নিশ্চয়ই চাইবেন বড় কামব্যাক করুন তাঁদের প্রিয় অ্যাকশন হিরো ৷ তাঁদের সেই স্বপ্ন সফল হবে কি না, তা বলে দেবে সময় ৷ তবে আপাতত জ্যাকি শ্রফ-পুত্রের পরবর্তী ছবিমুক্তির দিন পাকা হয়ে গেল ৷ বুধবার টাইগার যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতেই দেখা যায় তাঁর হাতের শিরায় ফুটে উঠছে মুক্তির দিনক্ষণ ৷ আর সেখানে লেখা 20.10.23 ৷ অর্থাৎ অক্টোবরের 20 তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷

ছবির এই টিজারে টাইগারকে বলতে শোনা যায়, 'মুঝে না লড়াই পসন্দ হ্যায় অর না লড়নে ওয়ালে ৷ সোচ রাহা হুঁ দোনো মে সে কিসে আগে খতম করু ৷' তাঁর এই সংলাপেই বোঝা যায় অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই কাহিনি ৷ হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালম এবং কন্নড় এই পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিকাশ বেহল ৷ ছবির প্রযোজনা করবেন বিষ্ণু ভগনানি, জ্যাকি ভগনানি, দীপশিখা দেশমুখ এবং বিকাশ বেহল ৷

আরও পড়ুন: এসব নিয়ে বিচলিত নন, মহিলা ফ্য়ানের চুম্বনের চেষ্টা নিয়ে অকপট আদিত্য়

পূজা এন্টারটেইনমেন্টের ব্যানারে আসতে চলেছে এই ছবি ৷ টাইগারের হাতে এই প্রজেক্টটি ছাড়াও রয়েছে আরও একটি প্রজেক্ট ৷ যেখানে তিনি জুটি বাঁধতে চলেছেন অক্ষয় কুমারের সঙ্গেও ৷ সেই ছবির নাম 'বড়ে মিঞা ছোটে মিঞা' ৷ এই ছবির সঙ্গেও জড়িয়ে রয়েছে বিগ বি'র নামও ৷ কারণ তাঁরই সুপারহিট একটি ছবির রিমেক এই ছবি ৷

মুম্বই, 22 ফেব্রুয়ারি: বদলে গেল অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ এবং কৃতি স্য়ানন অভিনীত 'গঁণপথ পার্ট 1' ছবির মুক্তির তারিখ ৷ বুধবার ছবির টিজার শেয়ার করে এমনটাই জানালেন টাইগার ৷ অ্যাকশন হিরো টাইগারকে এখানে দেখা যাবে চেনা ছন্দে ৷ 2021 সালে শুরু হয়েছিল এই ছবির শ্যুটিং ৷ প্রথমে নির্মাতারা জানিয়েছিলেন 2022 সালে মুক্তি পাবে এই ছবি ৷ তবে তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি (Tiger Amitabh New Film Ganapath)৷

বিশেষত, 'হিরোপান্তি 2' ছবি মুখ থুবড়ে পরার পর অনুরাগীরা নিশ্চয়ই চাইবেন বড় কামব্যাক করুন তাঁদের প্রিয় অ্যাকশন হিরো ৷ তাঁদের সেই স্বপ্ন সফল হবে কি না, তা বলে দেবে সময় ৷ তবে আপাতত জ্যাকি শ্রফ-পুত্রের পরবর্তী ছবিমুক্তির দিন পাকা হয়ে গেল ৷ বুধবার টাইগার যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতেই দেখা যায় তাঁর হাতের শিরায় ফুটে উঠছে মুক্তির দিনক্ষণ ৷ আর সেখানে লেখা 20.10.23 ৷ অর্থাৎ অক্টোবরের 20 তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷

ছবির এই টিজারে টাইগারকে বলতে শোনা যায়, 'মুঝে না লড়াই পসন্দ হ্যায় অর না লড়নে ওয়ালে ৷ সোচ রাহা হুঁ দোনো মে সে কিসে আগে খতম করু ৷' তাঁর এই সংলাপেই বোঝা যায় অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই কাহিনি ৷ হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালম এবং কন্নড় এই পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিকাশ বেহল ৷ ছবির প্রযোজনা করবেন বিষ্ণু ভগনানি, জ্যাকি ভগনানি, দীপশিখা দেশমুখ এবং বিকাশ বেহল ৷

আরও পড়ুন: এসব নিয়ে বিচলিত নন, মহিলা ফ্য়ানের চুম্বনের চেষ্টা নিয়ে অকপট আদিত্য়

পূজা এন্টারটেইনমেন্টের ব্যানারে আসতে চলেছে এই ছবি ৷ টাইগারের হাতে এই প্রজেক্টটি ছাড়াও রয়েছে আরও একটি প্রজেক্ট ৷ যেখানে তিনি জুটি বাঁধতে চলেছেন অক্ষয় কুমারের সঙ্গেও ৷ সেই ছবির নাম 'বড়ে মিঞা ছোটে মিঞা' ৷ এই ছবির সঙ্গেও জড়িয়ে রয়েছে বিগ বি'র নামও ৷ কারণ তাঁরই সুপারহিট একটি ছবির রিমেক এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.