হায়দরাবাদ, 14 নভেম্বর: দ্বিতীয় দিনেই 100 কোটির ঘরে প্রবেশ করল 'টাইগার 3' ৷ ফলত বোঝাই যাচ্ছে ভারতীয় বক্সঅফিসে সলমন খান-ক্যাটরিনা কাইফের অ্যাকশন স্পাই থ্রিলার হতে চলেছে আরও একটি ব্লকব্লাস্টার ৷ মঙ্গলবার স্যাকনিল্ক জানিয়েছে, সোমবার ভারতীয় বক্সঅফিসে 'টাইগার 3' আয় করেছে 57.52 কোটি টাকা ৷ ছবির মুক্তির প্রথম দিন মানে রবিবার আয় হয়েছিল 44.5 কোটি টাকা ৷ সব মিলিয়ে দ্বিতীয় দিনে ই ছবির আয় 102 কোটি টাকা ৷ ফলত, 'জওয়ান' ছবির দ্বিতীয় দিনের আয়কে পিছনে ফেলল টাইগার 3 ৷
-
#Tiger3 is the *BIGGEST OPENER EVER* in the international markets… Day 1 [including previews]: $ 5,000,530 [₹ 41.66 cr]…
— taran adarsh (@taran_adarsh) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
⭐️ #NorthAmerica: $ 1,742,312
⭐️ #MiddleEast + #NorthAfrica: $ 1,571,218
⭐️ #UK + #Europe: $ 892,000
⭐️ ROW: $ 795,000#Overseas #Salmania pic.twitter.com/tABm7AUZlk
">#Tiger3 is the *BIGGEST OPENER EVER* in the international markets… Day 1 [including previews]: $ 5,000,530 [₹ 41.66 cr]…
— taran adarsh (@taran_adarsh) November 13, 2023
⭐️ #NorthAmerica: $ 1,742,312
⭐️ #MiddleEast + #NorthAfrica: $ 1,571,218
⭐️ #UK + #Europe: $ 892,000
⭐️ ROW: $ 795,000#Overseas #Salmania pic.twitter.com/tABm7AUZlk#Tiger3 is the *BIGGEST OPENER EVER* in the international markets… Day 1 [including previews]: $ 5,000,530 [₹ 41.66 cr]…
— taran adarsh (@taran_adarsh) November 13, 2023
⭐️ #NorthAmerica: $ 1,742,312
⭐️ #MiddleEast + #NorthAfrica: $ 1,571,218
⭐️ #UK + #Europe: $ 892,000
⭐️ ROW: $ 795,000#Overseas #Salmania pic.twitter.com/tABm7AUZlk
শাহরুখ খানের 'জওয়ান' মুক্তি পেয়েছিল বৃহস্পতিবার ৷ প্রথমদিনে এই ছবি আয় করেছিল 74.5 কোটি টাকা ৷ কিন্তু দ্বিতীয় দিনে এই ছবির আয় ছিল 53 কোটি টাকা ৷ সেই দিক থেকে দেখলে মণীশ শর্মার টাইগার 3 দ্বিতীয় দিনে বেশি আয় করেছে ৷ পাশাপাশি আন্তর্জাতিক বক্সঅফিসেও টাইগার ভালো ব্যবসা করেছে ৷ প্রথম দিন এই ছবির আয় ছিল 94 কোটি টাকা ৷ সেই দিকে থেকে এই ছবি আন্তর্জাতিক 'বক্সঅফিসে বিগেস্ট অপেনার এভার' বলে সোশাল মিডিয়ায় জানিয়েছেন ছবি সমালোচক তরণ আদর্শ ৷
স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, সোমবার বক্সঅফিসে হিন্দিতে 'টাইগার 3' আয় করেছে মোট রোজগারের 48.62 শতাংশ, তেলুগুতে আয় হয়েছে 26.43 শতাংশ ও তামিলে আয় হয়েছে 29.91 শতাংশ ৷ যশ রাজ ছবির ব্যানারে 'এক থা টাইগার' ও 'টাইগার জিন্দা হ্যায়' ছবির সিক্যুয়েল এই 'টাইগার 3' ৷ স্পাই ইউনিভার্সের অন্তর্ভুক্ত এই ছবিতে একদিকে যেমন দেখা গিয়েছে 'পাঠান' তথা শাহরুখ খানকে তেমনই দেখা গিয়েছে 'ওয়ার'-এর হৃত্বিক রোশনকে ৷ সব মিলিয়ে দিওয়ালি আবহেই টাইগারের ধামাকদার এন্ট্রি প্রভাব ফেলেছে ভারতীয় বক্সঅফিসে ৷
আরও পড়ুন:
1. প্রেক্ষাগৃহে ফাটল আতসবাজি! অনুরাগীদের 'গুণ্ডামি'তে আতঙ্কিত দর্শক, দেখুন ভিডিয়ো
2. সিনেমাহলে আতসবাজি-কাণ্ডে এবার মুখ খুললেন সলমন, কী লিখলেন টুইটে?
3. মুম্বইতে বিলাসী 2 অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন রণবীর, দাম কত জানেন ?