ETV Bharat / entertainment

Alia-Ranveer New Film: কত স্ক্রিন পাচ্ছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', বাজেটই বা কত? জেনে নিন খুটিনাটি - alia bhatt ranveer singh

28 জুলাই মুক্তি পেতে চলেছে রনবীর-আলিয়ার 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ৷ তার আসুন জেনে নেওয়া যাক ছবি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ৷

Alia Ranveer New Film
রকি অউর রানি কি প্রেম কাহিনি নিয়ে কিছু তথ্য
author img

By

Published : Jul 25, 2023, 7:49 PM IST

হায়দরাবাদ, 25 জুলাই: তাঁদের আসন্ন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র প্রচার নিয়েই এখন ব্যস্ত রণবীর সিং এবং আলিয়া ভাট ৷ ছ'বছরের বিরতির পর এই ছবির হাত ধরে আবারও পরিচালনায় কামব্যাক করেছেন করণ জোহর ৷ তাই অনুরাগীদের অনেকেই এখন হা পিত্য়েশ করে বসে রয়েছেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র জন্য় ৷ অন্য়দিকে ছবির ঝলক বলতে ট্রেলার বা গান যেটুুকু যা সামনে এসেছে তাতে এই কাহিনি নিয়ে আগ্রহ রয়েছে যথেষ্টই ৷ 'তুম ক্যায়া মিলে' কিংবা 'হোয়াট ঝুমকা'র মতো গানগুলি তো বেশ জনপ্রিয় হয়েছে ইতিমধ্যেই ৷ আসুন এবার জেনে নেওয়া যাক ছবি সংক্রান্ত খুঁটিনাটি কিছু তথ্য ৷

করণের হাত ধরে এই নিয়ে দ্বিতীয়বার পর্দায় জুটি বাঁধলেন রণবীর সিং-আলিয়া ভাট ৷ এর আগে 'গালি বয়' ছবিতে বেশ নজর কেড়েছিল এই জুটি ৷ এবার ফের একবার তাঁরা ফিরছেন পর্দায় ৷ সূত্রের খবর, 178 কোটির বাজেটে তৈরি হয়েছে এই ছবি ৷ তাই হিট তকমা পেতে গেলে অন্তত 190-200 কোটি টাকা ঘরে তুলতে হবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'কে ৷ ইংরেজি ভাষায় এই ধরনের ছবিকে বলা যেতে পারে 'ফিল গুড' ছবি ৷

ছবির কাহিনির গড়ে চট্টোপাধ্যায় এবং রানধাওয়া এই দুই পরিবারকে কেন্দ্র করে ৷ দু'টি পরিবারের সংস্কৃতি একেবারে আলাদা ৷ কিন্তু রানধাওয়া পরিবারের রকি আর চ্যাটার্জী পরিবারের রানি একে অপরকে ভালোবেসে ফেলে ৷ কী হয় তারপর? এখানে একটু টুইস্ট যোগ করেছেন নির্মাতারা ৷ রকিকে পাঠানো হয়েছে বাঙালি পরিবারে আর রানির ছয় মাসের জন্য় থাকার ব্যবস্থা হয়েছে শিখ পরিবারে ৷ এবার তারা কি সকলের মন জয় করতে পারবে? সেটাই দেখার ৷

আরও পড়ুন: শাবানার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে অবাক টোটা, শহরে এসে ঝরঝরে বাংলায় মাতালেন আলিয়া

খবর অনুযায়ী দেশ এবং বিদেশ মিলিয়ে মোট 2300 স্ক্রিনে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ তার মধ্য়ে শুধুমাত্র বিদেশে 300 স্ক্রিনে মুক্তি পাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ সিনে বিশেষজ্ঞদের ধারণা 200 কোটির ক্লাবে ঢুকে পড়তে খুব বেশি অসুবিধা হবে না ৷ আলিয়া-রণবীর তো রয়েছেনই পাশাপাশি জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবানা আজমি, টোটা রায়চৌধুরীদের মতো প্রতিভাবান অভিনেতাদের বেছে নিয়েছেন করণ ৷ তাই অনেকের মতে, বাজেটের টাকা ঘরে তুলতে খুব বেশি বেগ পেতে হবে না ৷

হায়দরাবাদ, 25 জুলাই: তাঁদের আসন্ন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র প্রচার নিয়েই এখন ব্যস্ত রণবীর সিং এবং আলিয়া ভাট ৷ ছ'বছরের বিরতির পর এই ছবির হাত ধরে আবারও পরিচালনায় কামব্যাক করেছেন করণ জোহর ৷ তাই অনুরাগীদের অনেকেই এখন হা পিত্য়েশ করে বসে রয়েছেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র জন্য় ৷ অন্য়দিকে ছবির ঝলক বলতে ট্রেলার বা গান যেটুুকু যা সামনে এসেছে তাতে এই কাহিনি নিয়ে আগ্রহ রয়েছে যথেষ্টই ৷ 'তুম ক্যায়া মিলে' কিংবা 'হোয়াট ঝুমকা'র মতো গানগুলি তো বেশ জনপ্রিয় হয়েছে ইতিমধ্যেই ৷ আসুন এবার জেনে নেওয়া যাক ছবি সংক্রান্ত খুঁটিনাটি কিছু তথ্য ৷

করণের হাত ধরে এই নিয়ে দ্বিতীয়বার পর্দায় জুটি বাঁধলেন রণবীর সিং-আলিয়া ভাট ৷ এর আগে 'গালি বয়' ছবিতে বেশ নজর কেড়েছিল এই জুটি ৷ এবার ফের একবার তাঁরা ফিরছেন পর্দায় ৷ সূত্রের খবর, 178 কোটির বাজেটে তৈরি হয়েছে এই ছবি ৷ তাই হিট তকমা পেতে গেলে অন্তত 190-200 কোটি টাকা ঘরে তুলতে হবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'কে ৷ ইংরেজি ভাষায় এই ধরনের ছবিকে বলা যেতে পারে 'ফিল গুড' ছবি ৷

ছবির কাহিনির গড়ে চট্টোপাধ্যায় এবং রানধাওয়া এই দুই পরিবারকে কেন্দ্র করে ৷ দু'টি পরিবারের সংস্কৃতি একেবারে আলাদা ৷ কিন্তু রানধাওয়া পরিবারের রকি আর চ্যাটার্জী পরিবারের রানি একে অপরকে ভালোবেসে ফেলে ৷ কী হয় তারপর? এখানে একটু টুইস্ট যোগ করেছেন নির্মাতারা ৷ রকিকে পাঠানো হয়েছে বাঙালি পরিবারে আর রানির ছয় মাসের জন্য় থাকার ব্যবস্থা হয়েছে শিখ পরিবারে ৷ এবার তারা কি সকলের মন জয় করতে পারবে? সেটাই দেখার ৷

আরও পড়ুন: শাবানার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে অবাক টোটা, শহরে এসে ঝরঝরে বাংলায় মাতালেন আলিয়া

খবর অনুযায়ী দেশ এবং বিদেশ মিলিয়ে মোট 2300 স্ক্রিনে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ তার মধ্য়ে শুধুমাত্র বিদেশে 300 স্ক্রিনে মুক্তি পাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ সিনে বিশেষজ্ঞদের ধারণা 200 কোটির ক্লাবে ঢুকে পড়তে খুব বেশি অসুবিধা হবে না ৷ আলিয়া-রণবীর তো রয়েছেনই পাশাপাশি জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবানা আজমি, টোটা রায়চৌধুরীদের মতো প্রতিভাবান অভিনেতাদের বেছে নিয়েছেন করণ ৷ তাই অনেকের মতে, বাজেটের টাকা ঘরে তুলতে খুব বেশি বেগ পেতে হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.