ETV Bharat / entertainment

Leo Box Office Collection: সামনে রজনীকান্ত! বিদেশের মাটিতে রেকর্ডের পথে বিজয়ের 'লিও' - লিও

থালাপথি বিজয় অভিনীত 'লিও' দেশের পাশাপাশি বিদেশের বক্স-অফিসে ভালো ব্যবসা করেছে ৷ ইতিমধ্যেই এই ছবির ঝুলিতে এসেছে 508 কোটি টাকা ৷

Etv Bharat
থালাপথি বিজয় অভিনীত 'লিও'
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 9:50 PM IST

হায়দরাবাদ, 30 অক্টোবর: 2023 বক্স-অফিসে ভালো ফল করেছে থালাপথি বিজয় ৷ 'লিও' মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের ৷ মুক্তির পর এই ছবি বক্স-অফিসে শুরুটা দারুণ করে ৷ প্রথম সপ্তাহে এই ছবির ঝুলিতে আসে 64.8 কোটি টাকা ৷ তারপর দ্বিতীয় সপ্তাহে এই ছবি সাফল্যের সঙ্গে 300 কোটির ক্লাবে প্রবেশ করে গিয়েছে ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের অনুমান অনুসারে, 'লিও' দ্বাদশ দিনে অর্থাৎ দ্বিতীয় সোমবার প্রায় 5 কোটি টাকা আয় করতে পারে ৷ সেক্ষেত্রে 69.78 শতাংশ এই ছবির বাজার নীচে নেমেছে বলে মনে করা হচ্ছে ৷ সেই অনুমান সত্যি হলে প্রেক্ষাগৃহে 12 দিনের মাথায় ভারতে এই ছবির বক্স-অফিস কালেকশন হতে চলেছে 308.45 কোটি টাকা ৷

ভারতের বাইরে দ্বিতীয় রবিবার এই ছবির সংগ্রহ কত, তা এখনও স্পষ্ট নয় ৷ দ্বিতীয় শনিবার পর্যন্ত লিও আয় করে ফেলেছে প্রায় 508 কোটি টাকা ৷ মনে করা হচ্ছে, তামিল ছবি হিসাবে দেশের বাইরে বিগেস্ট হিট হতে চলেছে লিও ৷ সেই তুলনায় রজনীকান্তের ছবি 'জেলর' বিশ্বব্যাপি আয় করেছে 604 কোটি টাকা ৷ সেই রেকর্ডকে পিছনে ফেলতে আর খুব বেশি দেরী নেই এই ছবির ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'লিও' ছবির সাফল্য উদযাপন করার দিন নির্ধারণ করেছেন নির্মাতারা ৷ চেন্নাইয়ের নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে এই আনন্দ উদযাপন করা হবে 1 নভেম্বর ৷ ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের তরফে অনুমতি সংগ্রহ করা হয়ে গিয়েছে ৷ সুপারস্টার বিজয় যেহেতু উপস্থিত থাকবেন তাই নিরাপত্তা ব্যবস্থা যাতে কড়া হয় সেদিকেও নজর রাখা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: মুক্তির অপেক্ষায় 'থ্রি অফ আস', শেফালিকে শুভেচ্ছা বিগ বির

লোকেশ কানগরাজ পরিচালিত অ্যাকশন থ্রিলার 'লিও'-তে বিজয় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে ত্রিশা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, অর্জুন, গৌথম বাসুদেব মেনন, মাইস্কিন, ম্যাডোনা সেবাস্তিয়ান, জর্জ মেরিয়ান, মনসুর আলি খান, প্রিয়া আনন্দ এবং ম্যাথু থমাস-সহ আরও অনেককেই ৷

হায়দরাবাদ, 30 অক্টোবর: 2023 বক্স-অফিসে ভালো ফল করেছে থালাপথি বিজয় ৷ 'লিও' মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের ৷ মুক্তির পর এই ছবি বক্স-অফিসে শুরুটা দারুণ করে ৷ প্রথম সপ্তাহে এই ছবির ঝুলিতে আসে 64.8 কোটি টাকা ৷ তারপর দ্বিতীয় সপ্তাহে এই ছবি সাফল্যের সঙ্গে 300 কোটির ক্লাবে প্রবেশ করে গিয়েছে ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের অনুমান অনুসারে, 'লিও' দ্বাদশ দিনে অর্থাৎ দ্বিতীয় সোমবার প্রায় 5 কোটি টাকা আয় করতে পারে ৷ সেক্ষেত্রে 69.78 শতাংশ এই ছবির বাজার নীচে নেমেছে বলে মনে করা হচ্ছে ৷ সেই অনুমান সত্যি হলে প্রেক্ষাগৃহে 12 দিনের মাথায় ভারতে এই ছবির বক্স-অফিস কালেকশন হতে চলেছে 308.45 কোটি টাকা ৷

ভারতের বাইরে দ্বিতীয় রবিবার এই ছবির সংগ্রহ কত, তা এখনও স্পষ্ট নয় ৷ দ্বিতীয় শনিবার পর্যন্ত লিও আয় করে ফেলেছে প্রায় 508 কোটি টাকা ৷ মনে করা হচ্ছে, তামিল ছবি হিসাবে দেশের বাইরে বিগেস্ট হিট হতে চলেছে লিও ৷ সেই তুলনায় রজনীকান্তের ছবি 'জেলর' বিশ্বব্যাপি আয় করেছে 604 কোটি টাকা ৷ সেই রেকর্ডকে পিছনে ফেলতে আর খুব বেশি দেরী নেই এই ছবির ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'লিও' ছবির সাফল্য উদযাপন করার দিন নির্ধারণ করেছেন নির্মাতারা ৷ চেন্নাইয়ের নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে এই আনন্দ উদযাপন করা হবে 1 নভেম্বর ৷ ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের তরফে অনুমতি সংগ্রহ করা হয়ে গিয়েছে ৷ সুপারস্টার বিজয় যেহেতু উপস্থিত থাকবেন তাই নিরাপত্তা ব্যবস্থা যাতে কড়া হয় সেদিকেও নজর রাখা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: মুক্তির অপেক্ষায় 'থ্রি অফ আস', শেফালিকে শুভেচ্ছা বিগ বির

লোকেশ কানগরাজ পরিচালিত অ্যাকশন থ্রিলার 'লিও'-তে বিজয় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে ত্রিশা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, অর্জুন, গৌথম বাসুদেব মেনন, মাইস্কিন, ম্যাডোনা সেবাস্তিয়ান, জর্জ মেরিয়ান, মনসুর আলি খান, প্রিয়া আনন্দ এবং ম্যাথু থমাস-সহ আরও অনেককেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.