ETV Bharat / entertainment

Tenida and Company Trailer: গরমের ছুটিতে কাঞ্চন-গৌরবদের ধুন্ধুমার, মুক্তি পেল 'টেনিদা অ্যান্ড কোম্পানি'র ট্রেলার - মুক্তি পেল টেনিদা অ্যান্ড কোম্পানির ট্রেলার

মুক্তি পেল কাঞ্চন মল্লিকের নতুন ছবি 'টেনিদা অ্যান্ড কোম্পানি'র ট্রেলার ৷ ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 19 মে ৷

Tenida and Company Trailer
হাজির কাঞ্চনের টেনিদা অ্যান্ড কোম্পানির ট্রেলার
author img

By

Published : Apr 24, 2023, 5:08 PM IST

কলকাতা, 24 এপ্রিল: মুক্তি পেল সায়ন্তন ঘোষালের নতুন ছবি 'টেনিদা অ্যান্ড কোম্পানি'র ট্রেলার ৷ এই ছবিতে টেনিদার ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিককে ৷ পটলডাঙার বিখ্যাত চারমূর্তির গল্প ফের একবার আসতে চলেছে বড় পর্দায় ৷ নারায়ন গঙ্গোপাধ্য়ায়ের অমর সৃষ্টি এই চার চরিত্র ৷ প্যালা, হাবুল, ক্যাবলা এবং টেনিরাম এর আগেও বড় পর্দায় দেখা দিয়েছিলেন ৷ ছবির নাম ছিল 'চারমূর্তি', আর টেনিদার ভূমিকায় অভিনয় করেছিলেন চিন্ময় রায় ৷ এবার সেই চরিত্রেই দেখা যাবে কাঞ্চনকে ৷

টেনিদাদের এবার দেখা যাবে 'নীল পাহাড়ি'তে ৷ সেখানে ভূতুড়ে বাংলোয় তারা কাটাবে কয়েকটা দিন ৷ কোন কোন রহস্যের সমাধান করতে হবে তাদের? ভূতের সঙ্গে মোকাবিলাও কী করতে হবে না কি? উত্তর দেবে সময়ই ৷ ট্রেলারের শুরুটা হয়েছে পটলডাঙা থান্ডার ক্লাবের ক্রিকেট ম্য়াচ দিয়ে ৷ সেই ম্যাচে বেশ ভালো ব্যাট করেছে টেনি এবং ক্যাবলা ৷ আর তারপর ক্যাবলাই প্রস্তাব দিয়েছে ক'টা দিন কোথাও থেকে ঘুরে আসার ৷ সেই সূত্রেই চারমূর্তি পৌঁছে যায় নীল পাহাড়ি আর তারপর কী জটিল কাণ্ড তার উত্তর মিলবে ছবিতে ৷

ছবির ট্রেলারটি নিজেই শেয়ার করেছেন ঋধিমা ৷ ট্রেলার শেয়ার করে তিনি লিখেছেন, "টেনিদা আর সঙ্গে প্যালা, ক্যাবলা, হাবুল...গরমের ছুটিতে এবার হবে দেদার মজা ৷ আজ এসে গেল অফিসিয়াল ট্রেলার ৷ "এই ছবিতে অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, সব্যসাচী চক্রবর্তী, পরাণ বন্দোপাধ্য়ায় সৌরভ সাহা, সায়ন গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, ঋধিমা ঘোষ-সহ আরও অনেকে ৷

অনেক বাঙালির ছোটবেলার সঙ্গেই জড়িয়ে আছে উমানাথ ভট্টাচার্যের তৈরি 'চারমূর্তি' ছবিটি ৷ এরপর 2011 সালে টেনিদা হিসাবে পর্দায় দেখা মিলেছিল শুভাশিষ মুখোপাধ্যায় ৷ আর এবার টেনিদার ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিককে ৷ সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় 'টেনিদা অ্যান্ড কোম্পানি' পর্দায় আসছে আগামী 19 মে ৷

আরও পড়ুন: নতুন গান 'সনক' নিয়ে আপত্তি ওঠায় ক্ষমা চাইলেন বাদশা

কলকাতা, 24 এপ্রিল: মুক্তি পেল সায়ন্তন ঘোষালের নতুন ছবি 'টেনিদা অ্যান্ড কোম্পানি'র ট্রেলার ৷ এই ছবিতে টেনিদার ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিককে ৷ পটলডাঙার বিখ্যাত চারমূর্তির গল্প ফের একবার আসতে চলেছে বড় পর্দায় ৷ নারায়ন গঙ্গোপাধ্য়ায়ের অমর সৃষ্টি এই চার চরিত্র ৷ প্যালা, হাবুল, ক্যাবলা এবং টেনিরাম এর আগেও বড় পর্দায় দেখা দিয়েছিলেন ৷ ছবির নাম ছিল 'চারমূর্তি', আর টেনিদার ভূমিকায় অভিনয় করেছিলেন চিন্ময় রায় ৷ এবার সেই চরিত্রেই দেখা যাবে কাঞ্চনকে ৷

টেনিদাদের এবার দেখা যাবে 'নীল পাহাড়ি'তে ৷ সেখানে ভূতুড়ে বাংলোয় তারা কাটাবে কয়েকটা দিন ৷ কোন কোন রহস্যের সমাধান করতে হবে তাদের? ভূতের সঙ্গে মোকাবিলাও কী করতে হবে না কি? উত্তর দেবে সময়ই ৷ ট্রেলারের শুরুটা হয়েছে পটলডাঙা থান্ডার ক্লাবের ক্রিকেট ম্য়াচ দিয়ে ৷ সেই ম্যাচে বেশ ভালো ব্যাট করেছে টেনি এবং ক্যাবলা ৷ আর তারপর ক্যাবলাই প্রস্তাব দিয়েছে ক'টা দিন কোথাও থেকে ঘুরে আসার ৷ সেই সূত্রেই চারমূর্তি পৌঁছে যায় নীল পাহাড়ি আর তারপর কী জটিল কাণ্ড তার উত্তর মিলবে ছবিতে ৷

ছবির ট্রেলারটি নিজেই শেয়ার করেছেন ঋধিমা ৷ ট্রেলার শেয়ার করে তিনি লিখেছেন, "টেনিদা আর সঙ্গে প্যালা, ক্যাবলা, হাবুল...গরমের ছুটিতে এবার হবে দেদার মজা ৷ আজ এসে গেল অফিসিয়াল ট্রেলার ৷ "এই ছবিতে অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, সব্যসাচী চক্রবর্তী, পরাণ বন্দোপাধ্য়ায় সৌরভ সাহা, সায়ন গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, ঋধিমা ঘোষ-সহ আরও অনেকে ৷

অনেক বাঙালির ছোটবেলার সঙ্গেই জড়িয়ে আছে উমানাথ ভট্টাচার্যের তৈরি 'চারমূর্তি' ছবিটি ৷ এরপর 2011 সালে টেনিদা হিসাবে পর্দায় দেখা মিলেছিল শুভাশিষ মুখোপাধ্যায় ৷ আর এবার টেনিদার ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিককে ৷ সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় 'টেনিদা অ্যান্ড কোম্পানি' পর্দায় আসছে আগামী 19 মে ৷

আরও পড়ুন: নতুন গান 'সনক' নিয়ে আপত্তি ওঠায় ক্ষমা চাইলেন বাদশা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.