ETV Bharat / entertainment

Sushmita Sen-Lalit Modi Relationship: ললিত মোদির সঙ্গে সত্যিই কি সম্পর্কে ? নীরবতা ভাঙলেন সুস্মিতা - নীরবতা ভাঙলেন সুস্মিতা

কয়েকমাস আগেই লিভ-ইন পার্টনার তথা বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের পর সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদির নয়া এই সম্পর্ক নিয়ে রাতভোর চর্চা চলেছে বিভিন্ন মাধ্যমে ৷ শুক্রবার বিকেল গড়াতেই ইনস্টা পোস্টে প্রতিক্রিয়া দিলেন সুস্মিতা সেন (Sushmita Sen breaks her silence on relationship with Lalit Modi) ৷

Sushmita Sen-Lalit Modi Relationship
নীরবতা ভাঙলেন সুস্মিতা
author img

By

Published : Jul 15, 2022, 6:46 PM IST

Updated : Jul 15, 2022, 8:00 PM IST

মুম্বই, 15 জুলাই: বাহুলগ্না হয়ে রয়েছেন সুস্মিতা সেন ৷ ইনস্টাগ্রামে প্রোফাইল ফটো বদলে, একইসঙ্গে প্রাক্তন মিস ইউনিভার্সের সঙ্গে ডেটিং'য়ের ঘোষণা সেরে বৃহস্পতিবার নেটাগরিকদের চমকে দিয়েছিলেন শিল্পপতি ললিত মোদি ৷ একাধিক টুইটে 'আরিয়া'-র সঙ্গে অদূর ভবিষ্যতে গাঁটছড়া বাঁধার সম্ভাবনাও উড়িয়ে দেননি বহিষ্কৃত আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ৷ কয়েকমাস আগেই লিভ-ইন পার্টনার তথা বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের পর সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদির নয়া এই সম্পর্ক নিয়ে রাতভোর চর্চা চলেছে বিভিন্ন মাধ্যমে ৷ যদিও এ ব্যাপারে শুক্রবার দুপুর পর্যন্ত কোনও প্রতিক্রিয়া আসেনি ব্রহ্মান্ডের প্রাক্তন সেরা সুন্দরীর ৷ তবে বিকেল গড়াতেই ইনস্টা পোস্টে প্রতিক্রিয়া দিলেন সুস্মিতা সেন (Sushmita Sen breaks her silence on relationship with Lalit Modi) ৷

আরও পড়ুন: "পুরুষরা আমায় হতাশ করেছে...!" বিয়েকে কী চোখে দেখেন ? বারবার স্পষ্ট করেছেন সুস্মিতা

যদিও তাঁর পোস্টে রিউমার বয়ফ্রেন্ডের নামগন্ধ পর্যন্ত করলেন না 'আরিয়া'৷ তবে তিনি যে ভালোবাসায় ঘিরে রয়েছেন, সেটা স্পষ্ট করেছেন অভিনেত্রী ৷ দুই মেয়ে আলিসা এবং রেনের সঙ্গে সেলফি পোস্ট করে কার্যত নীরবতা ভাঙলেন সুস্মিতা সেন ৷ অভিনেত্রী লিখলেন, "আমি সুখেই আছি ৷ বিবাহিত নই, আঙুলে আংটিও নেই ৷ তবে নিঃশর্ত ভালোবাসা বেঁধে রেখেছে আমায় ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সুস্মিতা-ললিতের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই মতামত ব্যক্ত করেছেন অভিনেত্রীর প্রাক্তন বয়ফ্রেন্ড রোহমান শল ৷ প্রতিক্রিয়া জানিয়েছেন সুস্মিতা সেনের বাবাও ৷ রোহমান বলেছেন, "ভালোবাসা একটা মধুর সম্পর্ক ৷ ওদের জন্য খুশি হওয়া উচিৎ ৷ এটুকু জানি ও (সুস্মিতা) যদি কাউকে পছন্দ করে সে দুর্দান্ত একজন মানুষ হবে ৷" সুস্মিতা সেনের বাবা সুবীর সেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার সকালেই মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে, কিন্তু মেয়ের নয়া সম্পর্কের ব্যাপারে বিন্দুমাত্র ধারণা নেই তাঁর ৷

মুম্বই, 15 জুলাই: বাহুলগ্না হয়ে রয়েছেন সুস্মিতা সেন ৷ ইনস্টাগ্রামে প্রোফাইল ফটো বদলে, একইসঙ্গে প্রাক্তন মিস ইউনিভার্সের সঙ্গে ডেটিং'য়ের ঘোষণা সেরে বৃহস্পতিবার নেটাগরিকদের চমকে দিয়েছিলেন শিল্পপতি ললিত মোদি ৷ একাধিক টুইটে 'আরিয়া'-র সঙ্গে অদূর ভবিষ্যতে গাঁটছড়া বাঁধার সম্ভাবনাও উড়িয়ে দেননি বহিষ্কৃত আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ৷ কয়েকমাস আগেই লিভ-ইন পার্টনার তথা বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের পর সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদির নয়া এই সম্পর্ক নিয়ে রাতভোর চর্চা চলেছে বিভিন্ন মাধ্যমে ৷ যদিও এ ব্যাপারে শুক্রবার দুপুর পর্যন্ত কোনও প্রতিক্রিয়া আসেনি ব্রহ্মান্ডের প্রাক্তন সেরা সুন্দরীর ৷ তবে বিকেল গড়াতেই ইনস্টা পোস্টে প্রতিক্রিয়া দিলেন সুস্মিতা সেন (Sushmita Sen breaks her silence on relationship with Lalit Modi) ৷

আরও পড়ুন: "পুরুষরা আমায় হতাশ করেছে...!" বিয়েকে কী চোখে দেখেন ? বারবার স্পষ্ট করেছেন সুস্মিতা

যদিও তাঁর পোস্টে রিউমার বয়ফ্রেন্ডের নামগন্ধ পর্যন্ত করলেন না 'আরিয়া'৷ তবে তিনি যে ভালোবাসায় ঘিরে রয়েছেন, সেটা স্পষ্ট করেছেন অভিনেত্রী ৷ দুই মেয়ে আলিসা এবং রেনের সঙ্গে সেলফি পোস্ট করে কার্যত নীরবতা ভাঙলেন সুস্মিতা সেন ৷ অভিনেত্রী লিখলেন, "আমি সুখেই আছি ৷ বিবাহিত নই, আঙুলে আংটিও নেই ৷ তবে নিঃশর্ত ভালোবাসা বেঁধে রেখেছে আমায় ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সুস্মিতা-ললিতের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই মতামত ব্যক্ত করেছেন অভিনেত্রীর প্রাক্তন বয়ফ্রেন্ড রোহমান শল ৷ প্রতিক্রিয়া জানিয়েছেন সুস্মিতা সেনের বাবাও ৷ রোহমান বলেছেন, "ভালোবাসা একটা মধুর সম্পর্ক ৷ ওদের জন্য খুশি হওয়া উচিৎ ৷ এটুকু জানি ও (সুস্মিতা) যদি কাউকে পছন্দ করে সে দুর্দান্ত একজন মানুষ হবে ৷" সুস্মিতা সেনের বাবা সুবীর সেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার সকালেই মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে, কিন্তু মেয়ের নয়া সম্পর্কের ব্যাপারে বিন্দুমাত্র ধারণা নেই তাঁর ৷

Last Updated : Jul 15, 2022, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.