ETV Bharat / entertainment

Sunny hugs Shah Rukh: সানি-শাহরুখের 'জাদু কি ঝাপ্পি', 'গদর টু'-র সাকসেস পার্টিতে ঝলমলে তারকাদের উপস্থিতি - Sunny Deol

মুম্বইয়ে শনিবারের রাত ছিল আর পাঁচটা দিনের থেকে আলদা ৷ এদিন গদর-টু-এর সাফল্য উদযাপন করতে সানির পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের তিন খান-সহ আরও অনান্য তারকারা ৷ বিবাদ ভুলে বন্ধুর সাফল্য উদযাপনে ছিলেন কিং খান শাহরুখ-ও ৷

Gadar 2 success bash
'গদর টু'-র সাকসেস পার্টিতে ঝলমলে তারকারা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 1:13 PM IST

Updated : Sep 3, 2023, 5:20 PM IST

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: 'গদর টু'-এর সাকসেস পার্টিতে বসেছিল চাঁদের হাট ৷ বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা শনিবার রাতে অংশগ্রহণ করেছিলেন তারা সিং-সকিনার সাফল্য উদযাপন করতে ৷ তবে এই দিনের পার্টিতে নেটিজেনদের নজর কেড়েছে অন্য ছবি ৷ সানি দেওল ও বাদশা শাহরুখ খানের মিষ্টি মুহূর্ত মন জয় করেছে অনুরাগীদের ৷ পাশাপাশি, আমির খান ও সলমন খানের উপস্থিতিও ছিল নজরকাড়া ৷

2001 সালে মুক্তি পেয়েছিল 'গদর' ৷ 22 বছর পর তৈরি হয় এই ছবির সিক্যুয়েল ৷ তবে এই ছবির সাফল্য দেখে কে বলবে, দু'দশকের পরও তারা সিং-এর ম্যাজিক ইতিহাস তৈরি করবে পর্দায় ৷ 2 সেপ্টেম্বর সানি দেওল সেই খুশিতে পার্টির আয়োজন করেন ৷ সানির সাফল্য উদযাপন করতে তিন খানের পাশাপাশি উপস্থিত ছিলেন গৌরি খান, অজয় দেবগণ, কাজল, শিল্পা শেঠ্ঠী, অভিষেক বচ্চন, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে, সুনীল শেঠ্ঠী-সহ আরও অনেকে ৷

অবশ্য নেটিজেনদের মতে এই দিনের স্পটলাইট কেড়ে নিয়েছেন সানি-শাহরুখ জুটি ৷ গৌরি খানের সঙ্গে পার্টিতে উপস্থিত হন কিং খান ৷ এরপর দেখা যায়, সানি দিওল জড়িয়ে ধরেন বাদশাকে ৷ তারপর ক্যামেরার সামনে পোজ দেন ৷ পাপারাৎজিরাও দেরি করেননি বিরল এই মুহূর্ত ক্যাপচার করতে ৷ সেই ছবি ও ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ অনুরাগীদের মতে, প্রায় 30 বছর পর অবশেষে গলল অভিমানের বরফ ৷ বিটাউনে কান পাতলে শোনা যায়, 1993 সালে ডর ছবিতে শুটিং-এর সময় নির্দিষ্ট একটি দৃশ্য নিয়ে এই দুই তারকার মনোমালিন্য সামনে এসেছিল ৷ তারপর থেকে এই জুটি প্রায় এড়িয়েই চলতেন একে অপরকে ৷ তবে গদর-এর সাকসেস পার্টিতে শাহরুখের আসা এবং সানি-বাদশার ক্যামেরার সামনে আসাকে বন্ধুত্বের নতুন পর্ব শুরু বলে মনে করছেন অনেকেই ৷

আরও পড়ুন: 'জওয়ান' মুক্তির দিন বড় চমক ! 7 সেপ্টেম্বর ওটিটি-তে রজনীকান্তের 'জেলার'

এদিন শাহরুখ খান পরেছিলেন কালো টি-শার্টের সঙ্গে ধূসর জ্যাকেট, সঙ্গে কার্গো প্যান্ট ৷ গৌরি পরেছিলেন কালো রঙের টপ, তার সঙ্গে ম্যাচিং ট্রাউজার্স ৷ টাইগার সলমন খানকে দেখা গিয়েছে অন্যরকম লুকে ৷ পরনে কালো শার্ট, ব্লু ডেনিম জিনস ৷ আমির খানের পরনে ছিল কালো টি-শার্ট ও ফেডেড ডেনিম জিনস ৷ তবে এদিন নিজের পোশাকের জন্য ট্রলড হয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে ৷ তিনি পরেছিলেন সবুজ রঙের মিনি স্কার্ট ৷ কোমরে পরেছিলেন থ্রিডি ফ্লোরাল মোটিফ ৷ তার সঙ্গে নীল রঙের হিল তোলা জুতো ৷ এই ছবি সামাজিক মাধ্যমে আসতেই নেটিজেনরা তাঁর ফ্যাশন সেন্স নিয়ে কটাক্ষ করেছেন ৷ ট্রলড হয়েছেন বরুণ ধাওয়ানও ৷ রেড কাপের্টে ক্যামেরার সামনে আচমকা জাম্প করে আসায়, অনেকেই তাঁকে "ওভারঅ্যাক্টিং-এর দোকান" বলে কটাক্ষ করেছেন ৷

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: 'গদর টু'-এর সাকসেস পার্টিতে বসেছিল চাঁদের হাট ৷ বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা শনিবার রাতে অংশগ্রহণ করেছিলেন তারা সিং-সকিনার সাফল্য উদযাপন করতে ৷ তবে এই দিনের পার্টিতে নেটিজেনদের নজর কেড়েছে অন্য ছবি ৷ সানি দেওল ও বাদশা শাহরুখ খানের মিষ্টি মুহূর্ত মন জয় করেছে অনুরাগীদের ৷ পাশাপাশি, আমির খান ও সলমন খানের উপস্থিতিও ছিল নজরকাড়া ৷

2001 সালে মুক্তি পেয়েছিল 'গদর' ৷ 22 বছর পর তৈরি হয় এই ছবির সিক্যুয়েল ৷ তবে এই ছবির সাফল্য দেখে কে বলবে, দু'দশকের পরও তারা সিং-এর ম্যাজিক ইতিহাস তৈরি করবে পর্দায় ৷ 2 সেপ্টেম্বর সানি দেওল সেই খুশিতে পার্টির আয়োজন করেন ৷ সানির সাফল্য উদযাপন করতে তিন খানের পাশাপাশি উপস্থিত ছিলেন গৌরি খান, অজয় দেবগণ, কাজল, শিল্পা শেঠ্ঠী, অভিষেক বচ্চন, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে, সুনীল শেঠ্ঠী-সহ আরও অনেকে ৷

অবশ্য নেটিজেনদের মতে এই দিনের স্পটলাইট কেড়ে নিয়েছেন সানি-শাহরুখ জুটি ৷ গৌরি খানের সঙ্গে পার্টিতে উপস্থিত হন কিং খান ৷ এরপর দেখা যায়, সানি দিওল জড়িয়ে ধরেন বাদশাকে ৷ তারপর ক্যামেরার সামনে পোজ দেন ৷ পাপারাৎজিরাও দেরি করেননি বিরল এই মুহূর্ত ক্যাপচার করতে ৷ সেই ছবি ও ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ অনুরাগীদের মতে, প্রায় 30 বছর পর অবশেষে গলল অভিমানের বরফ ৷ বিটাউনে কান পাতলে শোনা যায়, 1993 সালে ডর ছবিতে শুটিং-এর সময় নির্দিষ্ট একটি দৃশ্য নিয়ে এই দুই তারকার মনোমালিন্য সামনে এসেছিল ৷ তারপর থেকে এই জুটি প্রায় এড়িয়েই চলতেন একে অপরকে ৷ তবে গদর-এর সাকসেস পার্টিতে শাহরুখের আসা এবং সানি-বাদশার ক্যামেরার সামনে আসাকে বন্ধুত্বের নতুন পর্ব শুরু বলে মনে করছেন অনেকেই ৷

আরও পড়ুন: 'জওয়ান' মুক্তির দিন বড় চমক ! 7 সেপ্টেম্বর ওটিটি-তে রজনীকান্তের 'জেলার'

এদিন শাহরুখ খান পরেছিলেন কালো টি-শার্টের সঙ্গে ধূসর জ্যাকেট, সঙ্গে কার্গো প্যান্ট ৷ গৌরি পরেছিলেন কালো রঙের টপ, তার সঙ্গে ম্যাচিং ট্রাউজার্স ৷ টাইগার সলমন খানকে দেখা গিয়েছে অন্যরকম লুকে ৷ পরনে কালো শার্ট, ব্লু ডেনিম জিনস ৷ আমির খানের পরনে ছিল কালো টি-শার্ট ও ফেডেড ডেনিম জিনস ৷ তবে এদিন নিজের পোশাকের জন্য ট্রলড হয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে ৷ তিনি পরেছিলেন সবুজ রঙের মিনি স্কার্ট ৷ কোমরে পরেছিলেন থ্রিডি ফ্লোরাল মোটিফ ৷ তার সঙ্গে নীল রঙের হিল তোলা জুতো ৷ এই ছবি সামাজিক মাধ্যমে আসতেই নেটিজেনরা তাঁর ফ্যাশন সেন্স নিয়ে কটাক্ষ করেছেন ৷ ট্রলড হয়েছেন বরুণ ধাওয়ানও ৷ রেড কাপের্টে ক্যামেরার সামনে আচমকা জাম্প করে আসায়, অনেকেই তাঁকে "ওভারঅ্যাক্টিং-এর দোকান" বলে কটাক্ষ করেছেন ৷

Last Updated : Sep 3, 2023, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.