ETV Bharat / entertainment

Gadar 2 Release Date: কবে আসছে 'গদর 2' ? ছবি মুক্তির দিনক্ষণ জানালেন সানি - Sunny Deol Gadar 2 Release Date

মুক্তি পেল 'গদর 2' ছবির নতুন পোস্টার (Sunny Deol Shares New Poster Of Gadar 2 )৷ জানা গেল সানি-আমিশার এই ছবি পর্দায় আসতে চলেছে 11 অগস্ট ৷

Sunny Deol New Film Gadar 2
মুক্তি পেল 'গদর 2 ছবির নতুন পোস্টার
author img

By

Published : Jan 26, 2023, 1:45 PM IST

হায়দরাবাদ, 26 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে মুক্তি পেল 'গদর 2' ছবির পোস্টার (Sunny Deol New Film Gadar 2 ) ৷ ছবির নতুন পোস্টার নিজেই শেয়ার করলেন অভিনেতা সানি দেওল (Sunny Deol Shares New Poster Of Gadar 2 ) ৷ সানি এবং আমিশা প্যাটেল জুটির এই ছবি হিন্দির বিনোদন দুনিয়ায় একটি 'কাল্ট ফিল্ম' হিসেবেই পরিচিত ৷ এবারও ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন অনিল শর্মা ৷ আজ থেকে ঠিক দু'দশক আগে পর্দায় এসেছিল 'গদর: এক প্রেম কথা' ৷ এবার অনুরাগীরা জানতে পারবেন এই ছবির পরবর্তী অধ্যায়ের কাহিনি ৷

বুধবার ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করে সানি দেওল লেখেন তাঁর গদর ছবির সবচেয়ে বিখ্যাত সংলাপটি, 'মেরা হিন্দুস্থান জিন্দাবাদ থা, জিন্দাবাদ হ্য়ায়, অর জিন্দাবাদ রহেগা ৷' গদর কবে আসছে পর্দায় তাও জানা গেল এই দিন ৷ সানি জানালেন, এই বিখ্যাত ছবির সিক্যুয়ালটি পর্দায় আসতে চলেছে আগামী 11 অগস্ট ৷ অর্থাৎ স্বাধীনতা দিবসের ঠিক আগেই আসতে চলেছে এই ছবি ৷

এর আগে জি স্টুডিয়োসের পক্ষ থেকে একটি 50 সেকেন্ডের ভিডিয়ো ক্লিপিং শেয়ার করা হয়েছিল সোশাল মিডিয়ায় । আর সেখানেই জানা গিয়েছিল আগামী দিনে 'গদর: এক প্রেম কথা' ছবির সিক্য়ুয়াল নিয়ে পর্দায় হাজির হতে চলেছেন সানি ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে জি স্টুডিয়োস, অনিল শর্মা প্রোডাকশনস এবং এমএম মুভিস ৷ এই ছবির গল্প লিখেছেন শক্তিমান ৷ গানে সুর দিয়েছেন মিঠুন আর গানের কথা লিখেছেন সইদ কাদরি ৷ ছবিতে জুটিতে ফিরছেন আমিশা এবং সানি ৷ তবে আর কাকে দেখা যাবে এই ছবিতে তার হদিশ এখনও দেননি নির্মাতারা ৷ গল্পের মোচড় এবার কেমন হয় সে দিকে তো নজর থাকবেই ৷
আরও পড়ুন: 'পাঠান' এর পোস্টার ছেঁড়ার অভিযোগ, বজরং দলের বিরুদ্ধে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ

'গদর 2' ছবিটি ছাড়াও এই মুহূর্তে সানির হাতে রয়েছে আরও একটি বড় কাজ ৷ তাঁর এই নতুন ছবির নাম 'বাপ' ৷ এই অ্য়াকশন থ্রিলারে তিনি জুটি বাঁধতে চলেছেন ইন্ডাস্ট্রির বেশকিছু চেনা মুখের সঙ্গে ৷ ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন মিঠুন চক্রবর্তী, জ্যাকি শ্রফ এবং সঞ্জয় দত্তদের সঙ্গে ৷

হায়দরাবাদ, 26 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে মুক্তি পেল 'গদর 2' ছবির পোস্টার (Sunny Deol New Film Gadar 2 ) ৷ ছবির নতুন পোস্টার নিজেই শেয়ার করলেন অভিনেতা সানি দেওল (Sunny Deol Shares New Poster Of Gadar 2 ) ৷ সানি এবং আমিশা প্যাটেল জুটির এই ছবি হিন্দির বিনোদন দুনিয়ায় একটি 'কাল্ট ফিল্ম' হিসেবেই পরিচিত ৷ এবারও ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন অনিল শর্মা ৷ আজ থেকে ঠিক দু'দশক আগে পর্দায় এসেছিল 'গদর: এক প্রেম কথা' ৷ এবার অনুরাগীরা জানতে পারবেন এই ছবির পরবর্তী অধ্যায়ের কাহিনি ৷

বুধবার ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করে সানি দেওল লেখেন তাঁর গদর ছবির সবচেয়ে বিখ্যাত সংলাপটি, 'মেরা হিন্দুস্থান জিন্দাবাদ থা, জিন্দাবাদ হ্য়ায়, অর জিন্দাবাদ রহেগা ৷' গদর কবে আসছে পর্দায় তাও জানা গেল এই দিন ৷ সানি জানালেন, এই বিখ্যাত ছবির সিক্যুয়ালটি পর্দায় আসতে চলেছে আগামী 11 অগস্ট ৷ অর্থাৎ স্বাধীনতা দিবসের ঠিক আগেই আসতে চলেছে এই ছবি ৷

এর আগে জি স্টুডিয়োসের পক্ষ থেকে একটি 50 সেকেন্ডের ভিডিয়ো ক্লিপিং শেয়ার করা হয়েছিল সোশাল মিডিয়ায় । আর সেখানেই জানা গিয়েছিল আগামী দিনে 'গদর: এক প্রেম কথা' ছবির সিক্য়ুয়াল নিয়ে পর্দায় হাজির হতে চলেছেন সানি ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে জি স্টুডিয়োস, অনিল শর্মা প্রোডাকশনস এবং এমএম মুভিস ৷ এই ছবির গল্প লিখেছেন শক্তিমান ৷ গানে সুর দিয়েছেন মিঠুন আর গানের কথা লিখেছেন সইদ কাদরি ৷ ছবিতে জুটিতে ফিরছেন আমিশা এবং সানি ৷ তবে আর কাকে দেখা যাবে এই ছবিতে তার হদিশ এখনও দেননি নির্মাতারা ৷ গল্পের মোচড় এবার কেমন হয় সে দিকে তো নজর থাকবেই ৷
আরও পড়ুন: 'পাঠান' এর পোস্টার ছেঁড়ার অভিযোগ, বজরং দলের বিরুদ্ধে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ

'গদর 2' ছবিটি ছাড়াও এই মুহূর্তে সানির হাতে রয়েছে আরও একটি বড় কাজ ৷ তাঁর এই নতুন ছবির নাম 'বাপ' ৷ এই অ্য়াকশন থ্রিলারে তিনি জুটি বাঁধতে চলেছেন ইন্ডাস্ট্রির বেশকিছু চেনা মুখের সঙ্গে ৷ ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন মিঠুন চক্রবর্তী, জ্যাকি শ্রফ এবং সঞ্জয় দত্তদের সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.