ETV Bharat / entertainment

Sham Kaushal Praises Prosenjit: বাংলার সুপারস্টারের সঙ্গে কাজ! বুম্বাদায় মুগ্ধ শ্যামজি, জবাব দিলেন প্রসেনজিৎও - Sham Kaushal Praises Prosenjit

'দেবী চৌধুরানী' ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় এবং শ্য়াম কৌশল ৷ দু'জনেই মেতে উঠলেন দু'জনের প্রশংসায় ৷

Sham Kaushal Praises Prosenjit
দেবী চৌধুরানীতে কাজের আগে বুম্বাদায় মুগ্ধ শ্যামজি
author img

By

Published : May 10, 2023, 10:35 AM IST

কলকাতা, 10 মে: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবী চৌধুরানী' উপন্যাস অবলম্বনে তাঁর নতুন ছবি 'দেবী চৌধুরানী: ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল' তৈরি করছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র ৷ এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করতে চলেছেন ইন্ডাস্ট্রির সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ৷ শুভ্রজিৎ প্রথমেই জানিয়েছিলেন তাঁর এই ছবিতে অ্যাকশন অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ৷ কাজও এগিয়েছে সে কথা মাথায় রেখেই।

ছবির জন্য় পর্দার দেবী চৌধুরানী শ্রাবন্তীকে ঘোড়ায় চড়া, অসি চালনা, রণকৌশল রপ্ত করতে হয়েছে । পাশাপাশি স্ট্যান্ট ডিরেক্টর শ্য়াম কৌশলের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও এই ধরণের নানা কৌশল রপ্ত করবেন ৷ এবার সামাজিক মাধ্যমে প্রসেনজিতের প্রশংসা করলেন শ্য়ামজি ৷ জবাব দিলেন বুম্বাদাও ৷

শ্যাম কৌশল এর আগেই সোশাল মিডিয়ায় তাঁর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের একটি ছবি শেয়ার করে লেখেন, "একজন দুরন্ত অভিনেতা আর বাংলা সিনেমার সুপারস্টার ৷ মানুষ হিসাবে তিনি রত্ন আর এখন একজন প্রিয় বন্ধুও বটে ৷ খুব তাড়াতাড়ি প্রতিভাবান পরিচালক শুভ্রজিতের হাত ধরে দেবী চৌধুরানী ছবিতে একসঙ্গে কাজ করব আমরা ৷"
শ্যামজির এই পোস্ট গত মঙ্গলবার শেয়ার করেছেন প্রসেনজিৎ ৷ বুম্বাদা লেখেন, "অনেক ধন্যবাদ ৷ আপনার সঙ্গে দেখা করে দারুণ ভালো লাগল শ্য়ামজি ৷" এই ছবির কাজ ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে ৷ বঙ্কিমের এই উপন্যাস নিয়ে ছবি আগেও তৈরি হয়েছে ৷ এর আগে দেবী চৌধুরানী হয়েছিলেন সুচিত্রা সেন ৷ এবার সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়কে ৷

যদিও শুভ্রজিৎ জানিয়েছেন তিনি একেবারে আজকের দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন এই ছবিকে ৷ জাতীয় পুরস্কার প্রাপ্ত এই পরিচালক তাই উড়়িয়ে এনেছেন শ্য়াম কৌশলকে ৷ শ্যামজি এর আগে কাজ করেছেন মনি রত্নম, সঞ্জয় লীলা বনশালির মতো বিশিষ্ট পরিচালকদের সঙ্গে ৷ এবার 'দেবী চৌধুরানী' ছবিতে প্রসেনজিৎ, সব্যসাচী, শ্রাবন্তীদের সঙ্গে কাজ করবেন তিনি ৷

আরও পড়ুন: বিরতি শেষে কাজে ফিরছেন, 'দেবী চৌধুরানী'তে হরবল্লভের ভূমিকায় সব্যসাচী

কলকাতা, 10 মে: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবী চৌধুরানী' উপন্যাস অবলম্বনে তাঁর নতুন ছবি 'দেবী চৌধুরানী: ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল' তৈরি করছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র ৷ এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করতে চলেছেন ইন্ডাস্ট্রির সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ৷ শুভ্রজিৎ প্রথমেই জানিয়েছিলেন তাঁর এই ছবিতে অ্যাকশন অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ৷ কাজও এগিয়েছে সে কথা মাথায় রেখেই।

ছবির জন্য় পর্দার দেবী চৌধুরানী শ্রাবন্তীকে ঘোড়ায় চড়া, অসি চালনা, রণকৌশল রপ্ত করতে হয়েছে । পাশাপাশি স্ট্যান্ট ডিরেক্টর শ্য়াম কৌশলের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও এই ধরণের নানা কৌশল রপ্ত করবেন ৷ এবার সামাজিক মাধ্যমে প্রসেনজিতের প্রশংসা করলেন শ্য়ামজি ৷ জবাব দিলেন বুম্বাদাও ৷

শ্যাম কৌশল এর আগেই সোশাল মিডিয়ায় তাঁর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের একটি ছবি শেয়ার করে লেখেন, "একজন দুরন্ত অভিনেতা আর বাংলা সিনেমার সুপারস্টার ৷ মানুষ হিসাবে তিনি রত্ন আর এখন একজন প্রিয় বন্ধুও বটে ৷ খুব তাড়াতাড়ি প্রতিভাবান পরিচালক শুভ্রজিতের হাত ধরে দেবী চৌধুরানী ছবিতে একসঙ্গে কাজ করব আমরা ৷"
শ্যামজির এই পোস্ট গত মঙ্গলবার শেয়ার করেছেন প্রসেনজিৎ ৷ বুম্বাদা লেখেন, "অনেক ধন্যবাদ ৷ আপনার সঙ্গে দেখা করে দারুণ ভালো লাগল শ্য়ামজি ৷" এই ছবির কাজ ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে ৷ বঙ্কিমের এই উপন্যাস নিয়ে ছবি আগেও তৈরি হয়েছে ৷ এর আগে দেবী চৌধুরানী হয়েছিলেন সুচিত্রা সেন ৷ এবার সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়কে ৷

যদিও শুভ্রজিৎ জানিয়েছেন তিনি একেবারে আজকের দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন এই ছবিকে ৷ জাতীয় পুরস্কার প্রাপ্ত এই পরিচালক তাই উড়়িয়ে এনেছেন শ্য়াম কৌশলকে ৷ শ্যামজি এর আগে কাজ করেছেন মনি রত্নম, সঞ্জয় লীলা বনশালির মতো বিশিষ্ট পরিচালকদের সঙ্গে ৷ এবার 'দেবী চৌধুরানী' ছবিতে প্রসেনজিৎ, সব্যসাচী, শ্রাবন্তীদের সঙ্গে কাজ করবেন তিনি ৷

আরও পড়ুন: বিরতি শেষে কাজে ফিরছেন, 'দেবী চৌধুরানী'তে হরবল্লভের ভূমিকায় সব্যসাচী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.