হায়দরাবাদ, 2 নভেম্বর: বলিউডে তিনি পরিচিত 'বাদশা' হিসাবেই ৷ কিন্তু বাদশার আসনও যে কখনও টলমল করতে পারে তা এই কয়েক বছরে টের পেতে হয়েছিল শাহরুখ খানকেও ৷ 2018 সালে মুক্তি পেয়েছিল 'জিরো' ছবিটি ৷ বক্স অফিসে একেবারেই জায়গা পায়নি কিং খানের এই প্রয়াস ৷ এর কিছু দিন পড়েই কোভিডের মুখে পড়ে গোটা দেশ ৷ রাজাও যেন নিজের জন্য বেছে নেন বনবাস ৷ মাঝে একটা দু'টো ক্যামিয়ো তিনি করেছেন বটে তবে সম্পূর্ণ ছবি নিয়ে ফেরেননি রূপোলি পর্দায় ৷ গত কয়েকটি জন্মদিন তাই কিং খান অনুরাগীদের জন্য় তেমন 'ব্লকবাস্টার' হয়ে উঠেনি ৷ হ্যাঁ, মান্নতের ব্যালকনিতে ঠিকই এসেছেন শাহরুখ ৷ ছেলে আব্রামকে পাশে নিয়ে হাতও নেড়েছেন অনুরাগীদের উদ্দেশে কিন্তু কোথাও যেন 'না পাওয়ার যন্ত্রণা'টা ছিলই ৷ বৃহস্পতিবার শাহরুখ পা দিলেন 58 বছরে ৷ এই একটা বছর তাঁর জীবনকে বদলে গিয়েছে রূপকথার মতোই ৷
কে যেন প্রচুর মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছে অন্ধকার চলার পথে ৷ 'শা-হ-রু-খ', 'শা-হ-রু-খ' চেনা আওয়াজে আবার ভরে উঠছে চারিদিক ৷ ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে ড্রাগ সংক্রান্ত বিষয়ে অভিযোগ, জেল-হাজত বাবা হিসাবে সবই কাছ থেকে অনুভব করেছেন এসআরকে ৷ কিন্তু হ্যাঁ, ঘুরে জানেন কিং খান ৷ রোম্যান্টিক অবতারে তো রাজা ছিলেনই 57 বছর বয়সে এসে বেছে নিলেন অ্যাকশন অবতার ৷ এবছরটা নিজের নামে শুরুতেই করে নিয়েছিলেন শাহরুখ ৷
আরও পড়ুন: আসছে ডাঙ্কির টিজার, এই দিন অনুরাগীদের বিশেষ উপহার দিতে চলেছেন বলিউড বাদশা
চলতি বছরে এসআরকের প্রথম ছবি 'পাঠান' মুক্তি পায় জানুয়ারিতেই ৷ পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি বক্স অফিসে যে ভালোবাসা কুড়িয়েছে তা অবর্ণনীয় ৷ 1050 কোটি টাকা আয় করে রেকর্ড গড়েছে ছবিটি ৷ আর বলিউডের রেকর্ডের খাতায় সেরার আসনে ফিরে শাহরুখ ঘোষণা করেছেন, "পাঠান আভি জিন্দা হ্য়ায় ৷"
এরপর জন্মাষ্টমী উপলক্ষ্যে মুক্তি পায় অ্যাটলি কুমারের 'জওয়ান' ৷ দক্ষিণি পরিচালকের হাত ধরে 'পাঠান' ছবির সাফল্য কি ধরে রাখতে পারবেন শাহরুখ, সবচেয়ে বড় প্রশ্ন ছিল সেটাই ৷ কিন্তু ছবির প্রিভিউ সামনে আসতেই বোঝা গেল, কিং খান পরীক্ষার জন্য় প্রস্তুতিটা পুরোদমে নিয়েছেন ৷ সেখানে এতটুকু খাদ নেই ৷ নায়ক থেকে খলনায়ক সব ধরনের অবতারেই সমালোচকদের মন কাড়লেন তিনি ৷ বক্স অফিসে এবারও ভাঙল একের পর এক রেকর্ড ৷ 1100 কোটিরও বেশি আয় করে তাঁর নিজের ছবির রেকর্ডই ভেঙে দিলেন কিং খান ৷
আরও পড়ুন: ভারত পাক যুদ্ধের কাহিনি নিয়ে মুক্তি পেল 'পিপ্পা'র ট্রেলার, দেখুন ভিডিয়ো
তবে সিনে সমালোচকদের দাবি, শাহরুখের হাতের সেরা তাসটা এখনও বাকি ৷ চলতি বছরে তিনটি ছবি নিয়ে হাজির হবেন তিনি ৷ এমনটাই কথা দিয়েছিলেন কিং খান ৷ তৃতীয় ছবি 'ডানকি'র জন্য তিনি জুটি বেঁধেছেন রাজকুমার হিরানির সঙ্গে ৷ অ্যাটলি কুমারের মতোই কেরিয়ারে তেমন কোনও ফ্লপ ছবি নেই রাজকুমারেরও ৷ বরং অর্থবহ ছবিও যে বক্স অফিসে রাজ করতে পারে সেই কথাই তিনি বুঝিয়ে দিয়েছেন বারবার ৷ আর তাই 'ডানকি' দেখার জন্য মুখিয়ে রয়েছেন শাহরুখ অনুরাগীরাও ৷
আর একটি কারণও অবশ্য রয়েছে ৷ শাহরুখ খানকে তাঁর মুন্নাভাই হিসাবে বেছে নিতে চেয়েছিলেন রাজকুমার ৷ কিন্তু সেসময় তাঁদের কাজ করা হয়ে উঠেনি ৷ আর এই ছবি কতবড় হিট হয় তা বলাই বাহুল্য ৷ তাই রাজকুমার-শাহরুখ জুটির রসায়ণ কেমন কাজ করে তা জানতে সকলেই মরিয়া ৷ শাহরুখের জন্মদিনেই মুক্তি পাবে ছবির টিজার ৷ এখন এই ছবিও মন কাড়বে দর্শকের বলবে সময় ৷