হায়দরাবাদ, 8 অক্টোবর: সলমনের পর ফের একবার খুনের হুমকি দেওয়া হল আরেক সেলেব পরিবারকে ৷ বিগ বস খ্য়াত শেহনাজ গিলের বাবা সন্তোখ সিং সুখকেও ফোন কলের মাধ্যমে খুনের হুমকি দিল এক অজ্ঞাত পরিচয় যুবক(Shehnaaz Gill father receives death threat ) ৷ খবর অনুযায়ী ফোনে কথপোকথন চলাকালীন দীপাবলির আগে তাঁকে খুন করার হুমকি দেয যুবক ৷ বিয়াস থেকে তারান্তান যাওয়ার সময় এই হুমকি ফোনটি আসে শেহনাজের বাবার কাছে ৷
সূত্রের খবর, প্রথমে শেহনাজের বাবাকে গালিগালাজ করে ওই যুবক ৷ আর তারপর সে জানায় দীপাবলির আগেই তাঁর বাড়িতে ঢুকে তাঁকে খুন করা হবে ৷ এই ঘটনার পরেই পুলিশের আশ্রয় নেন শেহনাজের বাবা ৷ প্রসঙ্গত সন্তোক পঞ্জাবের একজন রাজনীতিবিদ । 2021 সালেও তাঁকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল ৷ ওই বছরই সন্তোক বিজেপিতে যোগদান করেন ৷
আর তারপরেই 25 ডিসেম্বর তাঁকে আক্রমণ করেন দুই অজানা ব্যক্তি ৷ তাঁর গাড়ি লক্ষ করে গুলিও চালানো হয় ৷ চারটি গুলি গাড়িতে এসে লাগে ৷ এরপর সন্তোকের উদ্ধরকারীরা তাঁকে উদ্ধার করার জন্য ছুটে আসেন ৷ তাঁদের হাতে বন্দুক দেখে হামলাকারীরা পালিয়ে যায় ৷
আরও পড়ুন: ছুটির স্বর্গে রওনা দেওয়ার আগে মুম্বইয়ে ক্যামেরাবন্দি বিজয় রশ্মিকা
অন্যদিকে সন্তোক কন্যা শেহনাজ বলিউডে অভিষেক করতে চলেছেন সলমনের "কিসি কা ভাই কিসি কি জান" ছবির হাত ধরে ৷ ফরহাদ সামজি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ভেঙ্কটেশ দাগ্গুবাতি এবং পূজা হেগড়ে ৷ সলমনের শ্যালক আয়ুষ শর্মাও এই ছবির একটি অংশ ছিলেন । তবে তিনি এই ছবি থেকে সরে গেছেন বলে জানা গিয়েছে। ঝুলিতে আরও একটি ছবি রয়েছে শেহনাজের ৷ অভিনেতাকে জন আব্রাহামের পরবর্তী সিনেমা 100%-এও দেখা যাবে। এই ছবিতে রীতেশ দেশমুখ এবং নোরা ফাতেহিও মুখ্য ভূমিকায় দেখা যাবে ।