মুম্বই, 22 জুন : রণবীর কাপুরের নতুন ছবি 'শামশেরা' নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে উঠেছে ৷ ছবির প্রথম পোস্টার সামনে আসতে না আসতেই তা রীতিমত আলোড়ন তুলেছিল রণবীর অনুরাগীদের মধ্যে ৷ এবার সামনে এল এই বহু প্রতিক্ষীত ছবির টিজার (Teaser of Shamshera is Out Now)৷ 'কর্মে ডাকাত আর ধর্মে স্বাধীন'- 'শামশেরা' ছবির মূল বাক্য এটাই ৷ ছবির টিজারেও রয়েছে সেই গল্পেরই ঝলক ৷ তবে নির্মাতারা গল্প সম্পর্কে তেমন কোনও তথ্যই পেশ করেননি দর্শকদের সামনে ৷ কেবলমাত্র আভাস দেওয়া হয়েছে অভিনেতা সঞ্জয় দত্ত এবং রণবীর কাপুরের চরিত্র সম্পর্কে ৷ আর এই হালকা ইঙ্গিতই আগ্রহ আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ৷
1 মিনিট 21 সেকেন্ডের এই টিজারে সঞ্জয়কে দেখা গিয়েছে অত্যাচারের প্রতিমূর্তি রূপে ৷ আর অন্যদিকে ত্রাতার ভূমিকায় রয়েছেন রণবীর ৷ যাঁর হাতের অস্ত্র কুঠার ৷ অনেকটা পরাশুরামের মতই তিনি অত্যাচারী শাসনের মূলকে গোড়া থেকে নির্মূল করতে বদ্ধ পরিকর ৷ ঊনিশ শতাব্দীর স্বদেশী ডাকাতদের কাহিনি তুলে ধরে এই 'শামশেরা' ৷ টিজারে এও জানান দেওয়া হয়েছে মাত্র দু'দিন পরেই মুক্তি পেতে চলেছে এই ছবির অফিসিয়াল ট্রেলার ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন : সবুজ মনোকিনিতে মন মজালেন হিনা, সমুদ্রপাড়ে পারদ চড়ালেন 'স্বপ্নসুন্দরী'
করণ মালহোত্রা পরিচালিত 'শামশেরা' প্রেক্ষাগৃহে আসতে চলেছে আগামী 22 জুলাই ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে যশরাজ ফিল্মস ৷ রণবীর-সঞ্জয় ছাড়াও ছবিতে দেখা যাবে বাণী কাপুরকেও ৷ রণবীরকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 2018 সালে 'সঞ্জু' ছবিতে ৷ সেই ছবি ছিল অভিনয় সঞ্জয় দত্তেরই বায়োপিক ৷ আর এই ছবিতে রণবীরের প্রধান বিপক্ষই হতে চলেছেন পর্দার মুন্না ভাই ৷