ETV Bharat / entertainment

KIFF 2022: মমতাকে প্রমিস করেছিলেন, রানির লেখা স্ক্রিপ্টে বাংলা বলে কথা রাখলেন শাহরুখ - কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherji) লেখা স্ক্রিপ্টে বাংলা বলে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) আসর মাতালেন শাহরুখ খান (Shah Rukh Khan)৷

Shah Rukh Khan reads Rani Mukherji script to enthrall crowd at KIFF 2022
রানির লেখা স্ক্রিপ্টে বাংলা বলে উৎসবে মাতলেন শাহরুখ
author img

By

Published : Dec 15, 2022, 7:04 PM IST

Updated : Dec 15, 2022, 10:39 PM IST

রানির লেখা স্ক্রিপ্টে বাংলা বলে কথা রাখলেন শাহরুখ

কলকাতা, 15 ডিসেম্বর: আপনি কুরসিকি পেটি বান্ধ লিজিয়ে...মৌসম বিগরনেওয়ালা হ্যায়...কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) জন্যই যেন সবাইকে প্রস্তুত হতে বললেন শাহরুখ খান ৷ উৎসবের উদ্বোধনের আসরে এসে বাংলা ভাষায় বাংলাকে অভিবাদন জানালেন শাহরুখ (Shah Rukh Khan)৷ তাঁর সঙ্গী বলিউডের আর এক তারকা তথা বাংলার মেয়ে রানি মুখোপাধ্যায়ও (Rani Mukherji) জানিয়ে দিলেন, তিনি তাঁর শিকড় ভোলেননি ৷

28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরুতে বলিউডের বাদশাকে না দেখে অনেকেই হতাশ হয়েছিলেন ৷ তবে উপস্থাপক জুন মালিয়া সবাইকে আশ্বস্ত করে জানান, তিনি আসছেন ৷ অতিথিদের সংবর্ধনা জানানোর সময়ই উৎসবে এসে উপস্থিত হন শাহরুখ খান ৷ তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উঠে গিয়ে তাঁদের স্বাগত জানান ৷ নিয়ে যান মঞ্চে ৷ হাসিমুখে সবাইকে সম্ভাষণ জানান শাহরুখ-রানি ৷

এরপর সংবর্ধনা গ্রহণ করে মঞ্চে উঠে শাহরুখ বক্তব্য শুরু করেন বাংলা দিয়ে ৷ বলিউডের বাদশা বলেন, "আমি দিদিকে আগেরবার প্রমিস করেছি যে পরের বার এলে বাংলায় কথা বলব । আর এই ব্যাপারে এ বার আমাকে উদ্ধার করার জন্য রানিকে তাক করেছিলাম । রানিকে দিয়ে বাংলা লিখিয়েছি আমি । আমি যদি কিছু ভুল বলি তা হলে তা রানির দোষ হিসেবে ধরবেন ।"

আরও পড়ুন: 'ধন্যবাদ কলকাতা, চিরকাল আপনাদের জামাইবাবু থাকব'; স্পষ্ট বাংলায় প্রতিশ্রুতি অমিতাভের

শাহরুখ এ দিন বলেন, "প্রথমেই বলব কলকাতায় খুব এসে ভালো লাগছে আমার । এখানকার দিদি, দাদা আর কলকাতার জামাইবাবু অমিতাভ বচ্চন আর জয়া আন্টিকে এই মঞ্চে দেখে আমার খুব ভালো লাগছে । অনেকদিন দেখা হয়নি তো আপনাদের সঙ্গে । আর আমার প্রিয় এবং সুন্দরী রানিকে দেখেও আমি খুব খুশি । কিন্তু আপনাদের সবাইকে দেখে আমি সবথেকে বেশি খুশি হলাম সত্যি বলছি ।"

তারকাদের যাঁরা তারকা তৈরি করেন, সেই মানুষগুলিকে এ দিন ধন্যবাদ জানান শাহরুখ খান ৷ কুমার শানু, অরিজিৎ সিং, মহেশ ভাটকে তিনি শ্রদ্ধা জানান ৷ পাশাপাশি তিনি বলেন, "এখন দুনিয়া স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ বিশ্বে যাই হোক, আমরা যাঁরা পজিটিভ লোক, তাঁরা সবাই বেঁচে আছি ৷ এটাই সত্যি ৷"

শাহরুখকে এ দিন ন্যাশনাল আইকন বলে সম্বোধন করেন শত্রুঘ্ন সিনহা । বেতাজ বাদশা এ দিন সংলাপ আওড়ে কলকাতাবাসীর মন আরও একবার জয় করে নেন । তাঁকে বরণ করে নেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ।

এ দিন শহরে এসে রানি মুখোপাধ্যায় কুর্নিশ জানান বাংলাকে ৷ তিনি বলেন, "বাংলার প্রতি আমার একটা টান আছে । আমার মায়ের জন্মস্থান এই বাংলা । আমি গর্বিত বাঙালি । আর এখানকার চলচ্চিত্র উৎসব গর্ব করার মতো ।"

রানির লেখা স্ক্রিপ্টে বাংলা বলে কথা রাখলেন শাহরুখ

কলকাতা, 15 ডিসেম্বর: আপনি কুরসিকি পেটি বান্ধ লিজিয়ে...মৌসম বিগরনেওয়ালা হ্যায়...কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) জন্যই যেন সবাইকে প্রস্তুত হতে বললেন শাহরুখ খান ৷ উৎসবের উদ্বোধনের আসরে এসে বাংলা ভাষায় বাংলাকে অভিবাদন জানালেন শাহরুখ (Shah Rukh Khan)৷ তাঁর সঙ্গী বলিউডের আর এক তারকা তথা বাংলার মেয়ে রানি মুখোপাধ্যায়ও (Rani Mukherji) জানিয়ে দিলেন, তিনি তাঁর শিকড় ভোলেননি ৷

28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরুতে বলিউডের বাদশাকে না দেখে অনেকেই হতাশ হয়েছিলেন ৷ তবে উপস্থাপক জুন মালিয়া সবাইকে আশ্বস্ত করে জানান, তিনি আসছেন ৷ অতিথিদের সংবর্ধনা জানানোর সময়ই উৎসবে এসে উপস্থিত হন শাহরুখ খান ৷ তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উঠে গিয়ে তাঁদের স্বাগত জানান ৷ নিয়ে যান মঞ্চে ৷ হাসিমুখে সবাইকে সম্ভাষণ জানান শাহরুখ-রানি ৷

এরপর সংবর্ধনা গ্রহণ করে মঞ্চে উঠে শাহরুখ বক্তব্য শুরু করেন বাংলা দিয়ে ৷ বলিউডের বাদশা বলেন, "আমি দিদিকে আগেরবার প্রমিস করেছি যে পরের বার এলে বাংলায় কথা বলব । আর এই ব্যাপারে এ বার আমাকে উদ্ধার করার জন্য রানিকে তাক করেছিলাম । রানিকে দিয়ে বাংলা লিখিয়েছি আমি । আমি যদি কিছু ভুল বলি তা হলে তা রানির দোষ হিসেবে ধরবেন ।"

আরও পড়ুন: 'ধন্যবাদ কলকাতা, চিরকাল আপনাদের জামাইবাবু থাকব'; স্পষ্ট বাংলায় প্রতিশ্রুতি অমিতাভের

শাহরুখ এ দিন বলেন, "প্রথমেই বলব কলকাতায় খুব এসে ভালো লাগছে আমার । এখানকার দিদি, দাদা আর কলকাতার জামাইবাবু অমিতাভ বচ্চন আর জয়া আন্টিকে এই মঞ্চে দেখে আমার খুব ভালো লাগছে । অনেকদিন দেখা হয়নি তো আপনাদের সঙ্গে । আর আমার প্রিয় এবং সুন্দরী রানিকে দেখেও আমি খুব খুশি । কিন্তু আপনাদের সবাইকে দেখে আমি সবথেকে বেশি খুশি হলাম সত্যি বলছি ।"

তারকাদের যাঁরা তারকা তৈরি করেন, সেই মানুষগুলিকে এ দিন ধন্যবাদ জানান শাহরুখ খান ৷ কুমার শানু, অরিজিৎ সিং, মহেশ ভাটকে তিনি শ্রদ্ধা জানান ৷ পাশাপাশি তিনি বলেন, "এখন দুনিয়া স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ বিশ্বে যাই হোক, আমরা যাঁরা পজিটিভ লোক, তাঁরা সবাই বেঁচে আছি ৷ এটাই সত্যি ৷"

শাহরুখকে এ দিন ন্যাশনাল আইকন বলে সম্বোধন করেন শত্রুঘ্ন সিনহা । বেতাজ বাদশা এ দিন সংলাপ আওড়ে কলকাতাবাসীর মন আরও একবার জয় করে নেন । তাঁকে বরণ করে নেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ।

এ দিন শহরে এসে রানি মুখোপাধ্যায় কুর্নিশ জানান বাংলাকে ৷ তিনি বলেন, "বাংলার প্রতি আমার একটা টান আছে । আমার মায়ের জন্মস্থান এই বাংলা । আমি গর্বিত বাঙালি । আর এখানকার চলচ্চিত্র উৎসব গর্ব করার মতো ।"

Last Updated : Dec 15, 2022, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.