ETV Bharat / entertainment

KIFF 2022: মমতাকে প্রমিস করেছিলেন, রানির লেখা স্ক্রিপ্টে বাংলা বলে কথা রাখলেন শাহরুখ

রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherji) লেখা স্ক্রিপ্টে বাংলা বলে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) আসর মাতালেন শাহরুখ খান (Shah Rukh Khan)৷

Shah Rukh Khan reads Rani Mukherji script to enthrall crowd at KIFF 2022
রানির লেখা স্ক্রিপ্টে বাংলা বলে উৎসবে মাতলেন শাহরুখ
author img

By

Published : Dec 15, 2022, 7:04 PM IST

Updated : Dec 15, 2022, 10:39 PM IST

রানির লেখা স্ক্রিপ্টে বাংলা বলে কথা রাখলেন শাহরুখ

কলকাতা, 15 ডিসেম্বর: আপনি কুরসিকি পেটি বান্ধ লিজিয়ে...মৌসম বিগরনেওয়ালা হ্যায়...কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) জন্যই যেন সবাইকে প্রস্তুত হতে বললেন শাহরুখ খান ৷ উৎসবের উদ্বোধনের আসরে এসে বাংলা ভাষায় বাংলাকে অভিবাদন জানালেন শাহরুখ (Shah Rukh Khan)৷ তাঁর সঙ্গী বলিউডের আর এক তারকা তথা বাংলার মেয়ে রানি মুখোপাধ্যায়ও (Rani Mukherji) জানিয়ে দিলেন, তিনি তাঁর শিকড় ভোলেননি ৷

28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরুতে বলিউডের বাদশাকে না দেখে অনেকেই হতাশ হয়েছিলেন ৷ তবে উপস্থাপক জুন মালিয়া সবাইকে আশ্বস্ত করে জানান, তিনি আসছেন ৷ অতিথিদের সংবর্ধনা জানানোর সময়ই উৎসবে এসে উপস্থিত হন শাহরুখ খান ৷ তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উঠে গিয়ে তাঁদের স্বাগত জানান ৷ নিয়ে যান মঞ্চে ৷ হাসিমুখে সবাইকে সম্ভাষণ জানান শাহরুখ-রানি ৷

এরপর সংবর্ধনা গ্রহণ করে মঞ্চে উঠে শাহরুখ বক্তব্য শুরু করেন বাংলা দিয়ে ৷ বলিউডের বাদশা বলেন, "আমি দিদিকে আগেরবার প্রমিস করেছি যে পরের বার এলে বাংলায় কথা বলব । আর এই ব্যাপারে এ বার আমাকে উদ্ধার করার জন্য রানিকে তাক করেছিলাম । রানিকে দিয়ে বাংলা লিখিয়েছি আমি । আমি যদি কিছু ভুল বলি তা হলে তা রানির দোষ হিসেবে ধরবেন ।"

আরও পড়ুন: 'ধন্যবাদ কলকাতা, চিরকাল আপনাদের জামাইবাবু থাকব'; স্পষ্ট বাংলায় প্রতিশ্রুতি অমিতাভের

শাহরুখ এ দিন বলেন, "প্রথমেই বলব কলকাতায় খুব এসে ভালো লাগছে আমার । এখানকার দিদি, দাদা আর কলকাতার জামাইবাবু অমিতাভ বচ্চন আর জয়া আন্টিকে এই মঞ্চে দেখে আমার খুব ভালো লাগছে । অনেকদিন দেখা হয়নি তো আপনাদের সঙ্গে । আর আমার প্রিয় এবং সুন্দরী রানিকে দেখেও আমি খুব খুশি । কিন্তু আপনাদের সবাইকে দেখে আমি সবথেকে বেশি খুশি হলাম সত্যি বলছি ।"

তারকাদের যাঁরা তারকা তৈরি করেন, সেই মানুষগুলিকে এ দিন ধন্যবাদ জানান শাহরুখ খান ৷ কুমার শানু, অরিজিৎ সিং, মহেশ ভাটকে তিনি শ্রদ্ধা জানান ৷ পাশাপাশি তিনি বলেন, "এখন দুনিয়া স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ বিশ্বে যাই হোক, আমরা যাঁরা পজিটিভ লোক, তাঁরা সবাই বেঁচে আছি ৷ এটাই সত্যি ৷"

শাহরুখকে এ দিন ন্যাশনাল আইকন বলে সম্বোধন করেন শত্রুঘ্ন সিনহা । বেতাজ বাদশা এ দিন সংলাপ আওড়ে কলকাতাবাসীর মন আরও একবার জয় করে নেন । তাঁকে বরণ করে নেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ।

এ দিন শহরে এসে রানি মুখোপাধ্যায় কুর্নিশ জানান বাংলাকে ৷ তিনি বলেন, "বাংলার প্রতি আমার একটা টান আছে । আমার মায়ের জন্মস্থান এই বাংলা । আমি গর্বিত বাঙালি । আর এখানকার চলচ্চিত্র উৎসব গর্ব করার মতো ।"

রানির লেখা স্ক্রিপ্টে বাংলা বলে কথা রাখলেন শাহরুখ

কলকাতা, 15 ডিসেম্বর: আপনি কুরসিকি পেটি বান্ধ লিজিয়ে...মৌসম বিগরনেওয়ালা হ্যায়...কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) জন্যই যেন সবাইকে প্রস্তুত হতে বললেন শাহরুখ খান ৷ উৎসবের উদ্বোধনের আসরে এসে বাংলা ভাষায় বাংলাকে অভিবাদন জানালেন শাহরুখ (Shah Rukh Khan)৷ তাঁর সঙ্গী বলিউডের আর এক তারকা তথা বাংলার মেয়ে রানি মুখোপাধ্যায়ও (Rani Mukherji) জানিয়ে দিলেন, তিনি তাঁর শিকড় ভোলেননি ৷

28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরুতে বলিউডের বাদশাকে না দেখে অনেকেই হতাশ হয়েছিলেন ৷ তবে উপস্থাপক জুন মালিয়া সবাইকে আশ্বস্ত করে জানান, তিনি আসছেন ৷ অতিথিদের সংবর্ধনা জানানোর সময়ই উৎসবে এসে উপস্থিত হন শাহরুখ খান ৷ তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উঠে গিয়ে তাঁদের স্বাগত জানান ৷ নিয়ে যান মঞ্চে ৷ হাসিমুখে সবাইকে সম্ভাষণ জানান শাহরুখ-রানি ৷

এরপর সংবর্ধনা গ্রহণ করে মঞ্চে উঠে শাহরুখ বক্তব্য শুরু করেন বাংলা দিয়ে ৷ বলিউডের বাদশা বলেন, "আমি দিদিকে আগেরবার প্রমিস করেছি যে পরের বার এলে বাংলায় কথা বলব । আর এই ব্যাপারে এ বার আমাকে উদ্ধার করার জন্য রানিকে তাক করেছিলাম । রানিকে দিয়ে বাংলা লিখিয়েছি আমি । আমি যদি কিছু ভুল বলি তা হলে তা রানির দোষ হিসেবে ধরবেন ।"

আরও পড়ুন: 'ধন্যবাদ কলকাতা, চিরকাল আপনাদের জামাইবাবু থাকব'; স্পষ্ট বাংলায় প্রতিশ্রুতি অমিতাভের

শাহরুখ এ দিন বলেন, "প্রথমেই বলব কলকাতায় খুব এসে ভালো লাগছে আমার । এখানকার দিদি, দাদা আর কলকাতার জামাইবাবু অমিতাভ বচ্চন আর জয়া আন্টিকে এই মঞ্চে দেখে আমার খুব ভালো লাগছে । অনেকদিন দেখা হয়নি তো আপনাদের সঙ্গে । আর আমার প্রিয় এবং সুন্দরী রানিকে দেখেও আমি খুব খুশি । কিন্তু আপনাদের সবাইকে দেখে আমি সবথেকে বেশি খুশি হলাম সত্যি বলছি ।"

তারকাদের যাঁরা তারকা তৈরি করেন, সেই মানুষগুলিকে এ দিন ধন্যবাদ জানান শাহরুখ খান ৷ কুমার শানু, অরিজিৎ সিং, মহেশ ভাটকে তিনি শ্রদ্ধা জানান ৷ পাশাপাশি তিনি বলেন, "এখন দুনিয়া স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ বিশ্বে যাই হোক, আমরা যাঁরা পজিটিভ লোক, তাঁরা সবাই বেঁচে আছি ৷ এটাই সত্যি ৷"

শাহরুখকে এ দিন ন্যাশনাল আইকন বলে সম্বোধন করেন শত্রুঘ্ন সিনহা । বেতাজ বাদশা এ দিন সংলাপ আওড়ে কলকাতাবাসীর মন আরও একবার জয় করে নেন । তাঁকে বরণ করে নেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ।

এ দিন শহরে এসে রানি মুখোপাধ্যায় কুর্নিশ জানান বাংলাকে ৷ তিনি বলেন, "বাংলার প্রতি আমার একটা টান আছে । আমার মায়ের জন্মস্থান এই বাংলা । আমি গর্বিত বাঙালি । আর এখানকার চলচ্চিত্র উৎসব গর্ব করার মতো ।"

Last Updated : Dec 15, 2022, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.