ETV Bharat / entertainment

Sara Takes Metro Ride: 'কোনওদিন ভাবিনি চড়ব', মেট্রোয় সফর করে বললেন সারা

অভিনেত্রী সারা আলি খান সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর মেট্রো সফরের একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সাদা কুর্তা পরে মেট্রোতে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে ।

Sara Takes Metro Ride ETV bharat
সারা আলি খান
author img

By

Published : Apr 27, 2023, 12:46 PM IST

Updated : Apr 27, 2023, 1:23 PM IST

মুম্বই, 27 এপ্রিল: তিনি নবাবকন্যা ৷ তবে রাজকীয় আদব-কায়দার বাইরে বেরিয়ে তিনি যে সাধারণ জীবনযাপনেই বেশি সাবলীল এর আগে তা বারবার বুঝিয়েছেন সারা আলি খান ৷ এ বার তিনি চড়লেন আম আদমির মেট্রোতে ৷ সম্প্রতি মুম্বইয়ে আমজনতার মতোই মেট্রোয় সফর করলেন বলিউডের অভিনেত্রী ৷ তবে যাতায়াতের প্রয়োজনে নয়, তাঁর আসন্ন ফিল্মের প্রয়োজনেই তাঁর মেট্রো সফর বলে মনে করা হচ্ছে ৷ মেট্রোতে চড়ার একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন সইফ-কন্যা ৷

ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর সাম্প্রতিক মেট্রো সফরের কথা জানিয়েছেন সারা আলি খান ৷ সেই ছবিতে দেখা গিয়েছে, মেট্রোর আসনে বসে রয়েছেন তিনি ৷ সাজ-পোশাক আর পাঁচজন সাধারণ যাত্রীদের মতোই ৷ পরনে একটি সাদা কুর্তা, চোখে চশমা ৷ এক গাল হেসে ক্যামেরার দিকে হাত নাড়ছেন সারা ৷

সেই পোস্টের ক্যাপশনে সারা লিখেছেন, "মুম্বই মেরি জান...আমি মুম্বই মেট্রোতে কখনও থাকব তা ভাবিনি ৷" তাঁর আসন্ন ফিল্ম মেট্রো ইন দিনোর সহ-অভিনেতা আদিত্য রয় কাপুর এবং পরিচালক অনুরাগ বসুকে পোস্টটি ট্যাগ করেছেন কেদারনাথ স্টার ৷ মনে করা হচ্ছে, মেট্রো ইন দিনোর শুটিং শুরু করেছেন সারা আলি খান ৷

এই ফিল্মে সমসাময়িক সময়ের উপর ভিত্তি করে মানব সম্পর্কের তিক্ত অথচ মিষ্টি গল্পগুলি তুলে ধরা হবে । সারা ছাড়াও এই ছবিতে প্রধান ভূমিকায় থাকবেন কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি, ফাতিমা সানা শেখ, অনুপম খের, আলি ফজল এবং নীনা গুপ্তা ।

ফিল্ম সম্পর্কে আরও বিশদ জানিয়ে অনুরাগ বসু এর আগে বলেছিলেন, "মেট্রো...ইন দিনো মানুষের গল্প এবং মানুষের জন্য একটি গল্প ! এই নিয়ে বেশ কিছুদিন কাজ করছি এবং ভূষণ কুমারের মতো পাওয়ার হাউসের সঙ্গে আবারও কাজ করতে পেরে আমি আনন্দিত ৷ যিনি সবসময় আমার কাছে স্তম্ভের মতো ছিলেন !"

তিনি আরও বলেন, কাহিনিটি খুবই তাজা এবং প্রাসঙ্গিক ৷ তিনি দারুণ শিল্পীদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানান অনুরাগ ৷ যেহেতু সঙ্গীত যে কোনও চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এই ছবিতে তাঁর প্রিয় বন্ধু প্রীতমের সঙ্গে আবারও কাজ করার সুযোগ পেয়ে তিনি আপ্লুত বলে জানান পরিচালক ৷ এই ফিল্মের বিষয়ে আরও বিস্তারিত তথ্য হয়তো আগামী দিনে জানাবেন নির্মাতারা ৷

আরও পড়ুন: প্রিয়াঙ্কার 'বিগেস্ট ফ্যান' নিক! বললেন 'ওকে দেখে আমি হাঁ করে থাকি'

মুম্বই, 27 এপ্রিল: তিনি নবাবকন্যা ৷ তবে রাজকীয় আদব-কায়দার বাইরে বেরিয়ে তিনি যে সাধারণ জীবনযাপনেই বেশি সাবলীল এর আগে তা বারবার বুঝিয়েছেন সারা আলি খান ৷ এ বার তিনি চড়লেন আম আদমির মেট্রোতে ৷ সম্প্রতি মুম্বইয়ে আমজনতার মতোই মেট্রোয় সফর করলেন বলিউডের অভিনেত্রী ৷ তবে যাতায়াতের প্রয়োজনে নয়, তাঁর আসন্ন ফিল্মের প্রয়োজনেই তাঁর মেট্রো সফর বলে মনে করা হচ্ছে ৷ মেট্রোতে চড়ার একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন সইফ-কন্যা ৷

ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর সাম্প্রতিক মেট্রো সফরের কথা জানিয়েছেন সারা আলি খান ৷ সেই ছবিতে দেখা গিয়েছে, মেট্রোর আসনে বসে রয়েছেন তিনি ৷ সাজ-পোশাক আর পাঁচজন সাধারণ যাত্রীদের মতোই ৷ পরনে একটি সাদা কুর্তা, চোখে চশমা ৷ এক গাল হেসে ক্যামেরার দিকে হাত নাড়ছেন সারা ৷

সেই পোস্টের ক্যাপশনে সারা লিখেছেন, "মুম্বই মেরি জান...আমি মুম্বই মেট্রোতে কখনও থাকব তা ভাবিনি ৷" তাঁর আসন্ন ফিল্ম মেট্রো ইন দিনোর সহ-অভিনেতা আদিত্য রয় কাপুর এবং পরিচালক অনুরাগ বসুকে পোস্টটি ট্যাগ করেছেন কেদারনাথ স্টার ৷ মনে করা হচ্ছে, মেট্রো ইন দিনোর শুটিং শুরু করেছেন সারা আলি খান ৷

এই ফিল্মে সমসাময়িক সময়ের উপর ভিত্তি করে মানব সম্পর্কের তিক্ত অথচ মিষ্টি গল্পগুলি তুলে ধরা হবে । সারা ছাড়াও এই ছবিতে প্রধান ভূমিকায় থাকবেন কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি, ফাতিমা সানা শেখ, অনুপম খের, আলি ফজল এবং নীনা গুপ্তা ।

ফিল্ম সম্পর্কে আরও বিশদ জানিয়ে অনুরাগ বসু এর আগে বলেছিলেন, "মেট্রো...ইন দিনো মানুষের গল্প এবং মানুষের জন্য একটি গল্প ! এই নিয়ে বেশ কিছুদিন কাজ করছি এবং ভূষণ কুমারের মতো পাওয়ার হাউসের সঙ্গে আবারও কাজ করতে পেরে আমি আনন্দিত ৷ যিনি সবসময় আমার কাছে স্তম্ভের মতো ছিলেন !"

তিনি আরও বলেন, কাহিনিটি খুবই তাজা এবং প্রাসঙ্গিক ৷ তিনি দারুণ শিল্পীদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানান অনুরাগ ৷ যেহেতু সঙ্গীত যে কোনও চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এই ছবিতে তাঁর প্রিয় বন্ধু প্রীতমের সঙ্গে আবারও কাজ করার সুযোগ পেয়ে তিনি আপ্লুত বলে জানান পরিচালক ৷ এই ফিল্মের বিষয়ে আরও বিস্তারিত তথ্য হয়তো আগামী দিনে জানাবেন নির্মাতারা ৷

আরও পড়ুন: প্রিয়াঙ্কার 'বিগেস্ট ফ্যান' নিক! বললেন 'ওকে দেখে আমি হাঁ করে থাকি'

Last Updated : Apr 27, 2023, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.