কলকাতা, 1 সেপ্টেম্বর: চলতি বছরের 19 অক্টোবর বড় পর্দায় আসছে 'বাঘাযতীন'। ছবিতে ক্ষুদিরাম বসুর ভূমিকায় দেখা যাবে সামিউল আলমকে । এর আগে 'নেতাজি' ধারাবাহিকেও সামিউলকে দেখা গিয়েছে শহিদ ক্ষুদিরামের ভূমিকায় ।
ক্ষুদিরাম বসু ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহিদদের মধ্যে একজন ছিলেন । বাঘাযতীনের সঙ্গে তাঁর সংযোগ ও আন্দোলনের ইতিহাস উঠে আসবে 'বাঘাযতীন' ছবিতে । আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে সামিউলের ক্ষুদিরাম চরিত্রের লুক সামনে এসেছে । কেমন হতে চলেছে এই অভিজ্ঞতা, ইটিভি ভারতকে জানালেন সামিউল ।
তিনি বলেন, "আমাকে পরিচালক অরুণ রায় ফোন করে চরিত্রটা করার কথা বলেন । আমি শহিদ ক্ষুদিরামের চরিত্র আগেও করেছি 'নেতাজি' ধারাবাহিকে । তবে তার থেকে এই ছবির লুক বলুন বা ব্যাপ্তি সবটাই বিশাল । আর সেটাই স্বাভাবিক । চরিত্রটা পেয়ে আমি কিছু ভাবার চেষ্টাই করিনি । এক কথায় হ্যাঁ বলে দিয়েছি পরিচালক দাদাকে ।"
দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সামিউল বলেন, "ভীষণ ভালো একজন মানুষ । কতটা ভালো অভিনেতা তা নিয়ে তো আমার কথা বলা সাজে না । তবে সহযোগিতা পেয়েছি । সবথেকে বড় কথা দেবদা'র সঙ্গে কাজ করতে পেরে আমি দারুণ খুশি । আমাদের শুটিং কলকাতাতেই হয়েছে । 19 অক্টোবর রিলিজ । কেমন করলাম তা দর্শক বলবেন । ছবির গল্প নিয়ে কিছু বলার অনুমতি আমার কাছে নেই । তবে 1908 সালের 30 এপ্রিলের ঘটনা উঠে আসবে ছবির গল্পে ।"
আরও পড়ুন: 'একটু নার্ভাস তো ছিলামই', ময়দানে ঘোড়ায় চড়ার প্রশিক্ষণের পর বললেন শ্রাবন্তী
সামিউল এই মুহূর্তে আর্টস বিভাগে ফার্স্ট ইয়ারের ছাত্র । আগামিকাল তাঁর পরীক্ষা । পড়ার মাঝেই কথা বলেন ইটিভি ভারতের সঙ্গে । সামিউলের প্রথম কাজ মানস মুকুল পালের পরিচালনায় 'সহজ পাঠের গপ্পো'। এরপর থেকে একে একে বেশ কিছু কাজ করেন সামিউল । 'নেতাজি' ধারাবাহিক তার মধ্যে একটি । 'ট্যাংরা ব্লুজ' এও অভিনয় করেছেন এই যুবক । সম্প্রতি ওটিটি-তে এসেছে 'আবার প্রলয়'। সেখানেও নারী পাচার চক্রের সঙ্গে জড়িত এক চরিত্রে রয়েছেন সামিউল । এছাড়াও তিনি ছিলেন জঙ্গলে মিতিন মাসিতে ৷ আর এ বার ক্ষুদিরামের চরিত্রে দ্বিতীয়বার এই তরুণ অভিনেতা ।