ETV Bharat / entertainment

Salman Talks about Marriage-Kids: বিয়ে, সন্তান, পিতৃত্ব নিয়ে কী ভাবছেন সলমন ? জানালেন নিজেই - সলমন খান

বি-টাউনের মোস্ট এলিজিবল ব্যাচেলর সলমন খান সম্প্রতি তাঁর বিয়ে নিয়ে ভাবনার কথা জানিয়েছেন । তিনি জানিয়েছেন, বাচ্চাদের প্রতি তাঁর ভালোবাসার কথা ৷

Salman Talks about Marriage-Kids ETV Bharat
সলমন খান
author img

By

Published : Apr 30, 2023, 10:56 AM IST

মুম্বই, 30 এপ্রিল: বাচ্চাদের খুবই ভালোবাসেন বলিউডের অভিনেতা সলমন খান ৷ প্রায়ই তাঁকে তাঁর ভাগ্নে এবং ভাগ্নিদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় । এক সময়ে নিজের সন্তানের বিষয়েও ভেবেছিলেন দাবাং তারকা ৷

সম্প্রতি ইন্ডিয়া টিভির অনুষ্ঠান আপ কি আদালতে ভাইজানকে তাঁর বিয়ের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল ৷ জবাবে তিনি বলেন, "সে রকম একটা পরিকল্পনা। সেই পরিকল্পনা পুত্রবধূ আনার জন্য ছিল না, তা ছিল সন্তানের জন্য । তবে ভারতীয় আইন অনুযায়ী এটি সম্ভব নয় । এখন আমাদের দেখতে হবে যে, কী করা যায়, কীভাবে করা যায় ।" সলমন সন্তান প্রসঙ্গে এ কথা বলার আগে থেকেই অবশ্য তাঁর ভক্তরা ভালো করে জানেন যে শিশুদের সঙ্গে খুব ভালো সময় কাটে বলিউডের সুলতানের ৷ তিনি বাচ্চা খুবই ভালোবাসেন ৷

এর আগেও দেখা গিয়েছে যে, তাঁর ভাগ্নে আহিল শর্মাকে কতটা পছন্দ করেন সলমন খান এবং প্রায়শই ভাগ্নের সঙ্গে সময় কাটান তিনি । সলমন একদিন করণ জোহরকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন ৷ যে করণ বর্তমানে দুই সন্তানের বাবা ৷ সেই দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জবাবে সলমন বলেন, "আমি এটাই করার চেষ্টা করছিলাম । কিন্তু, সেই আইনটি হয়তো বদলে গিয়েছে, তাই দেখা যাক । আমি খুব পছন্দ করি বাচ্চাদের । আমার বাচ্চার মা হবেন আমার স্ত্রী ।"

এ দিকে, কর্মক্ষেত্রে সলমনকে সম্প্রতি অ্যাকশন বিনোদনমূলক চলচ্চিত্র কিসি কা ভাই কিসি কি জান-এ দেখা গিয়েছে যা সমালোচকদের কাছ থেকে নেতিবাচক পর্যালোচনা পাওয়া সত্ত্বেও বক্স অফিসে ভালো পারফর্ম করেছে । ফরহাদ সামজি পরিচালিত ছবিতে সলমন ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, ভেঙ্কটেশ দাগ্গুবাতি, ভূমিকা চাওলা, রাঘব জুয়াল এবং জ্যাসি গিল ৷

সলমনকে পরবর্তী অ্যাকশন থ্রিলার ফিল্ম টাইগার 3-তে ক্যাটরিনা কাইফের বিপরীতে দেখা যাবে । ছবিটি 2023 সালের দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ৷

আরও পড়ুন: ক্যাটরিনার কথাতেই 'ফিদা' ভিকি, উত্তর শুনে আপ্লুত অনুরাগীরাও

মুম্বই, 30 এপ্রিল: বাচ্চাদের খুবই ভালোবাসেন বলিউডের অভিনেতা সলমন খান ৷ প্রায়ই তাঁকে তাঁর ভাগ্নে এবং ভাগ্নিদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় । এক সময়ে নিজের সন্তানের বিষয়েও ভেবেছিলেন দাবাং তারকা ৷

সম্প্রতি ইন্ডিয়া টিভির অনুষ্ঠান আপ কি আদালতে ভাইজানকে তাঁর বিয়ের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল ৷ জবাবে তিনি বলেন, "সে রকম একটা পরিকল্পনা। সেই পরিকল্পনা পুত্রবধূ আনার জন্য ছিল না, তা ছিল সন্তানের জন্য । তবে ভারতীয় আইন অনুযায়ী এটি সম্ভব নয় । এখন আমাদের দেখতে হবে যে, কী করা যায়, কীভাবে করা যায় ।" সলমন সন্তান প্রসঙ্গে এ কথা বলার আগে থেকেই অবশ্য তাঁর ভক্তরা ভালো করে জানেন যে শিশুদের সঙ্গে খুব ভালো সময় কাটে বলিউডের সুলতানের ৷ তিনি বাচ্চা খুবই ভালোবাসেন ৷

এর আগেও দেখা গিয়েছে যে, তাঁর ভাগ্নে আহিল শর্মাকে কতটা পছন্দ করেন সলমন খান এবং প্রায়শই ভাগ্নের সঙ্গে সময় কাটান তিনি । সলমন একদিন করণ জোহরকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন ৷ যে করণ বর্তমানে দুই সন্তানের বাবা ৷ সেই দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জবাবে সলমন বলেন, "আমি এটাই করার চেষ্টা করছিলাম । কিন্তু, সেই আইনটি হয়তো বদলে গিয়েছে, তাই দেখা যাক । আমি খুব পছন্দ করি বাচ্চাদের । আমার বাচ্চার মা হবেন আমার স্ত্রী ।"

এ দিকে, কর্মক্ষেত্রে সলমনকে সম্প্রতি অ্যাকশন বিনোদনমূলক চলচ্চিত্র কিসি কা ভাই কিসি কি জান-এ দেখা গিয়েছে যা সমালোচকদের কাছ থেকে নেতিবাচক পর্যালোচনা পাওয়া সত্ত্বেও বক্স অফিসে ভালো পারফর্ম করেছে । ফরহাদ সামজি পরিচালিত ছবিতে সলমন ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, ভেঙ্কটেশ দাগ্গুবাতি, ভূমিকা চাওলা, রাঘব জুয়াল এবং জ্যাসি গিল ৷

সলমনকে পরবর্তী অ্যাকশন থ্রিলার ফিল্ম টাইগার 3-তে ক্যাটরিনা কাইফের বিপরীতে দেখা যাবে । ছবিটি 2023 সালের দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ৷

আরও পড়ুন: ক্যাটরিনার কথাতেই 'ফিদা' ভিকি, উত্তর শুনে আপ্লুত অনুরাগীরাও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.