ETV Bharat / entertainment

Salman Khan: রূপোলি পর্দায় সাড়ে তিন দশকের জার্নি, সলমনকে শুভেচ্ছা অনুরাগীদের - সলমন খান

বলিউডের সিলভার স্ক্রিনে সাড়ে তিন দশকের বেশি রাজ করে ফেলেছেন সলমন খান ৷ শনিবার টুইট করে জানিয়েছেন খোদ ভাইজান ৷ 'বিবি হো তো অ্য়ায়সি' থেকে 'কিসি কা ভাই কিসি কা জান'-এর এই জার্নিতে দর্শকদের অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছেন সলমন ৷ তাঁর এই জার্নিতে সেরা ছ'টি সিনেমার তালিকা রাখলাম আমরা ৷ আপনার কোন ছবি পছন্দ?

Etv Bharat
বলিউডে 35 বছর ফিল্মি জার্নি সলমন খানের
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 10:58 PM IST

হায়দরাবাদ, 26 অগস্ট: সালটা 1988 ৷ বলিউডে পা রাখেন রোগা-পাতলা একটি ছেলে ৷ বিবি হতো অ্যায়সি ছবিতে তিনি চরিত্র পেলেন রেখার দেওর তথা ফারুক শেখের ভাইয়ের চরিত্রে ৷ সেই শুরু ৷ তারপরের বছরেই সূরজ বারজোতিয়ার ছবিতে লিড রোলে দর্শক পান তাঁকে ৷ যিনি শিখিয়েছেন 'দোস্তি ম্যায় নো সরি, নো থ্যাংক ইউ' ৷ বিটাউনের পর্দায় সেই লম্বা রেসের ঘোড়া সলমন খান দেখতে দেখতে কাটিয়ে দিলেন 35টা বছর ৷ শনিবার সোশাল মিডিয়ায় টুইট করে জানালেন 'কিসি কা ভাই কিসি কা জান' ৷ 35 বছরের ফিল্মি কেরিয়ারে এক নজরে দেখে নেওয়া যাক, সলমনের সেরা ছ'টি ছবি ৷

হাম আপকে হ্যায় কৌন- প্রেম আর নিশার ভালোবাসার জার্নি আজও মনে রেখেছে দর্শক ৷ 1994 সালে মুক্তি পাওয়া এই ছবির পরিচালক ছিলেন সূরজ বারজোতিয়া ৷ সলমনের বিপরীতে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত ৷

হাম দিল দে চুকে সনম- 1999 সালে সঞ্জয় লীলা বনশালির ছবিতে সমীর ও নন্দিনীর প্রেম ও বিচ্ছেদ অনুরাগীদের হৃদয়ে ঝড় তুলেছিল ৷ সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন ও অজয় দেবগণ অভিনীত এই ছবি ভাইজানের কেরিয়ারের অন্যতম ছবি বলা যায় ৷

তেরে নাম- 2003 সালে মুক্তি পাওয়া সতীশ কৌশিকের 'তেরে নাম' সলমনকে প্রেম থেকে পরিণত করেছিল রাধে-তে ৷ অনেকেই এই ছবি দেখে বলেছিলেন, ভাইজানের কেরিয়ারে এটি ছিল তাঁর অসাধারণ অভিনয়ের উদাহরণ ৷

দবাং- চুলবুল পাণ্ডের চুলবলি কাণ্ড ও অ্যাকসন মনে রেখেছে দর্শক ৷ বলিউডের আইকনিক চরিত্র হয়ে ওঠে এই ছবি ৷ অভিনব কাশ্যপ পরিচালিত এই ছবি জিতে নিয়েছিল জাতীয় পুরস্কার ৷ বেস্ট পপুলার ছবি হিসাবে 'দবাং' পেয়েছিল এই পুরস্কার ৷

এক থা টাইগার- কবির খান পরিচালিত 'এক থা টাইগার' ৷ র এডেন্টের ভূমিকায় সলমন ছিলেন অনবদ্য ৷ সেরা ছবির তালিকায় স্বমহিমায় জায়গা করে নিয়েছেন টাইগার ৷

সুলতান- 2016-তে মুক্তি পাওয়া আলি আব্বাস জফর পরিচালিত 'সুলতান' সেই বছর ছিল থার্ড হাইয়েস্ট-গ্রসিং ছবি ৷ সেরা অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীতও হয়েছিলেন ভাইজান ৷

আরও পড়ুন: রিইউনিয়নে শাহেনশা-বাদশা ! 17 বছর পর সিলভার স্ক্রিনে অমিতাভ-শাহরুখ যুগলবন্দি

হায়দরাবাদ, 26 অগস্ট: সালটা 1988 ৷ বলিউডে পা রাখেন রোগা-পাতলা একটি ছেলে ৷ বিবি হতো অ্যায়সি ছবিতে তিনি চরিত্র পেলেন রেখার দেওর তথা ফারুক শেখের ভাইয়ের চরিত্রে ৷ সেই শুরু ৷ তারপরের বছরেই সূরজ বারজোতিয়ার ছবিতে লিড রোলে দর্শক পান তাঁকে ৷ যিনি শিখিয়েছেন 'দোস্তি ম্যায় নো সরি, নো থ্যাংক ইউ' ৷ বিটাউনের পর্দায় সেই লম্বা রেসের ঘোড়া সলমন খান দেখতে দেখতে কাটিয়ে দিলেন 35টা বছর ৷ শনিবার সোশাল মিডিয়ায় টুইট করে জানালেন 'কিসি কা ভাই কিসি কা জান' ৷ 35 বছরের ফিল্মি কেরিয়ারে এক নজরে দেখে নেওয়া যাক, সলমনের সেরা ছ'টি ছবি ৷

হাম আপকে হ্যায় কৌন- প্রেম আর নিশার ভালোবাসার জার্নি আজও মনে রেখেছে দর্শক ৷ 1994 সালে মুক্তি পাওয়া এই ছবির পরিচালক ছিলেন সূরজ বারজোতিয়া ৷ সলমনের বিপরীতে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত ৷

হাম দিল দে চুকে সনম- 1999 সালে সঞ্জয় লীলা বনশালির ছবিতে সমীর ও নন্দিনীর প্রেম ও বিচ্ছেদ অনুরাগীদের হৃদয়ে ঝড় তুলেছিল ৷ সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন ও অজয় দেবগণ অভিনীত এই ছবি ভাইজানের কেরিয়ারের অন্যতম ছবি বলা যায় ৷

তেরে নাম- 2003 সালে মুক্তি পাওয়া সতীশ কৌশিকের 'তেরে নাম' সলমনকে প্রেম থেকে পরিণত করেছিল রাধে-তে ৷ অনেকেই এই ছবি দেখে বলেছিলেন, ভাইজানের কেরিয়ারে এটি ছিল তাঁর অসাধারণ অভিনয়ের উদাহরণ ৷

দবাং- চুলবুল পাণ্ডের চুলবলি কাণ্ড ও অ্যাকসন মনে রেখেছে দর্শক ৷ বলিউডের আইকনিক চরিত্র হয়ে ওঠে এই ছবি ৷ অভিনব কাশ্যপ পরিচালিত এই ছবি জিতে নিয়েছিল জাতীয় পুরস্কার ৷ বেস্ট পপুলার ছবি হিসাবে 'দবাং' পেয়েছিল এই পুরস্কার ৷

এক থা টাইগার- কবির খান পরিচালিত 'এক থা টাইগার' ৷ র এডেন্টের ভূমিকায় সলমন ছিলেন অনবদ্য ৷ সেরা ছবির তালিকায় স্বমহিমায় জায়গা করে নিয়েছেন টাইগার ৷

সুলতান- 2016-তে মুক্তি পাওয়া আলি আব্বাস জফর পরিচালিত 'সুলতান' সেই বছর ছিল থার্ড হাইয়েস্ট-গ্রসিং ছবি ৷ সেরা অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীতও হয়েছিলেন ভাইজান ৷

আরও পড়ুন: রিইউনিয়নে শাহেনশা-বাদশা ! 17 বছর পর সিলভার স্ক্রিনে অমিতাভ-শাহরুখ যুগলবন্দি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.