ETV Bharat / entertainment

Kisi Ka Bhai Kisi Ki Jaan Trailer: অ্যাকশন মুডে সলমন! মুক্তি পেল 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির ট্রেলার - মুক্তি পেল কিসি কা ভাই কিসি কি জান ছবির ট্রেলার

সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির ট্রেলার মুক্তি পেল সোমবার ৷ ফরহাদ সামজি পরিচালিত এই ছবি পর্দায় আসছে 14 এপ্রিল ৷

Kisi Ka Bhai Kisi Ki Jaan Trailer
প্রকাশ্য়ে এল কিসি কা ভাই কিসি কি জান ছবির ট্রেলার
author img

By

Published : Apr 10, 2023, 7:29 PM IST

হায়দরাবাদ, 10 এপ্রিল: মুক্তি পেল সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির ট্রেলার ৷ ফরহাদ সামজি পরিচালিত এই ছবি যে অ্যাকশনে ভরপুর হতে চলেছে তার আভাস মিলেছিল টিজারেই ৷ এবার সামনে এল ট্রেলারও ৷ টিজারের মতোই মারকাটারি সংলাপ আর তুখোড় অ্যাকশনে ভরা গল্পের এই ঝলকও ৷ 'পাঠান'-এ বয়সকে তুড়ি মেরে উড়িয়ে চমকে দিয়েছিলেন শাহরুখ খান ৷ তেমনই এই ছবির ট্রেলারে চমকে দিয়েছেন সলমনও ৷ আজও তিনি সকলের প্রিয় ভাই, তার নামও একটাই 'ভাইজান' ৷

টিজারেই তিনি বলেছিলেন, "যখন শরীর-মন সবকিছু বলে ওঠে আরে অনেক হয়েছে ভাই এবার থাম ৷ আমি বলি নিয়ে এস দেখি ৷" আদতেই ফরহাদ সামজির এই ছবিতে ভাইজানকে পাওয়া যাবে একেবারে চেনা মেজাজে ৷ তাঁর কাছে ঠিক যে ফর্মুলা ছবির আশা রাখেন দর্শকরা অনুরাগীদের ঠিক তেমনই গল্প উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিল এই ট্রেলার ৷ বেশ কয়েকবছর পর প্রধান চরিত্রে পর্দায় ফিরছেন সলমন ৷ তাই দায়িত্ব অনেক ৷ ঈদে তাঁর ফ্য়ানেরা রীতিমতো অপেক্ষা করে রয়েছেন প্রিয় তারকাকে একবার দেখার জন্য় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবিতে সলমনের সঙ্গে জমে উঠবে পূজা হেগড়ের রোম্যান্স ৷ এছাড়াও অভিনয় করবেন পলক তিওয়ারি, ভেঙ্কটেশ দুগ্গাবতি, শেহনাজ গিল, রাঘব জুয়েল-সহ আরও অনেকে ৷ দক্ষিণী ছবি 'ভিরাম'-এর এই অফিসিয়াল রিমেকে সল্লু ভাইকে দেখা গিয়েছে দক্ষিণ ভারতীয় লুকেও ৷ তাঁর এই লুকই বলে দেয় একেবারে অন্য়রকম এক সলমনকে আবিষ্কার করতে চলেছেন দর্শকরা ৷ এর আগে ছবির বেশ কয়েকটি গানও সামনে এসেছে যার একটিতে সলমনকে দক্ষিণী লুঙ্গি পড়েও কোমর দোলাতে দেখা গিয়েছে ৷

এই ছবির নাম প্রথমে অবশ্য় 'কিসি কা ভাই কিসি কি জান' ছিল না ৷ প্রথমে এই ছবির নাম ছিল 'কভি ঈদ কভি দিওয়ালি' ৷ এরপর নির্মাতারা ছবির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন ৷ এবার অপেক্ষা 14 এপ্রিলের কারণ এই দিনেই পর্দায় আসছে 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ অবশ্য় এই একইদিনে বাঙালি তারকা জিতের ছবি 'চেঙ্গিজ'ও পর্দায় আসতে চলেছে ৷

আরও পড়ুন: 'সিবলিংস ডে'তে ভাইদের নিয়ে আবেগী কিয়ারা আথিয়া

হায়দরাবাদ, 10 এপ্রিল: মুক্তি পেল সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির ট্রেলার ৷ ফরহাদ সামজি পরিচালিত এই ছবি যে অ্যাকশনে ভরপুর হতে চলেছে তার আভাস মিলেছিল টিজারেই ৷ এবার সামনে এল ট্রেলারও ৷ টিজারের মতোই মারকাটারি সংলাপ আর তুখোড় অ্যাকশনে ভরা গল্পের এই ঝলকও ৷ 'পাঠান'-এ বয়সকে তুড়ি মেরে উড়িয়ে চমকে দিয়েছিলেন শাহরুখ খান ৷ তেমনই এই ছবির ট্রেলারে চমকে দিয়েছেন সলমনও ৷ আজও তিনি সকলের প্রিয় ভাই, তার নামও একটাই 'ভাইজান' ৷

টিজারেই তিনি বলেছিলেন, "যখন শরীর-মন সবকিছু বলে ওঠে আরে অনেক হয়েছে ভাই এবার থাম ৷ আমি বলি নিয়ে এস দেখি ৷" আদতেই ফরহাদ সামজির এই ছবিতে ভাইজানকে পাওয়া যাবে একেবারে চেনা মেজাজে ৷ তাঁর কাছে ঠিক যে ফর্মুলা ছবির আশা রাখেন দর্শকরা অনুরাগীদের ঠিক তেমনই গল্প উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিল এই ট্রেলার ৷ বেশ কয়েকবছর পর প্রধান চরিত্রে পর্দায় ফিরছেন সলমন ৷ তাই দায়িত্ব অনেক ৷ ঈদে তাঁর ফ্য়ানেরা রীতিমতো অপেক্ষা করে রয়েছেন প্রিয় তারকাকে একবার দেখার জন্য় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবিতে সলমনের সঙ্গে জমে উঠবে পূজা হেগড়ের রোম্যান্স ৷ এছাড়াও অভিনয় করবেন পলক তিওয়ারি, ভেঙ্কটেশ দুগ্গাবতি, শেহনাজ গিল, রাঘব জুয়েল-সহ আরও অনেকে ৷ দক্ষিণী ছবি 'ভিরাম'-এর এই অফিসিয়াল রিমেকে সল্লু ভাইকে দেখা গিয়েছে দক্ষিণ ভারতীয় লুকেও ৷ তাঁর এই লুকই বলে দেয় একেবারে অন্য়রকম এক সলমনকে আবিষ্কার করতে চলেছেন দর্শকরা ৷ এর আগে ছবির বেশ কয়েকটি গানও সামনে এসেছে যার একটিতে সলমনকে দক্ষিণী লুঙ্গি পড়েও কোমর দোলাতে দেখা গিয়েছে ৷

এই ছবির নাম প্রথমে অবশ্য় 'কিসি কা ভাই কিসি কি জান' ছিল না ৷ প্রথমে এই ছবির নাম ছিল 'কভি ঈদ কভি দিওয়ালি' ৷ এরপর নির্মাতারা ছবির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন ৷ এবার অপেক্ষা 14 এপ্রিলের কারণ এই দিনেই পর্দায় আসছে 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ অবশ্য় এই একইদিনে বাঙালি তারকা জিতের ছবি 'চেঙ্গিজ'ও পর্দায় আসতে চলেছে ৷

আরও পড়ুন: 'সিবলিংস ডে'তে ভাইদের নিয়ে আবেগী কিয়ারা আথিয়া

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.