হায়দরাবাদ, 7 ফেব্রুয়ারি: গতবছর সারা দেশ জুড়ে যেসব ছবি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল বক্স অফিসে তার একটি অবশ্য়ই ঋষভ শেট্টির কান্তারা ৷ এই ছবির গল্পের বুনোট, ক্যামেরার কাজ, অভিনয় সিনেপ্রেমী দর্শকদের মোহিত করে দিয়েছিল ৷ মাত্র 16 কোটির বাজেটে তৈরি এই ছবিটি বিশ্বব্যাপী এতটাই ব্যবসা সফল হয়েছিল যে অবাক হয়ে গিয়েছিলেন তাত্ত্বিকদের অনেকেই ৷ বিশ্বব্যাপী প্রায় 400 কোটির কাছাকাছি আয় করেছিল এই ছবি ৷ এবার ছবি মুক্তির ঠিক 100 দিনের মাথায় আরও একটি বড় খবর নিয়ে হাজির ঋষভ শেট্টি ৷ পরিচালক জানিয়েছেন, আসতে চলেছে 'কান্তারা 2' ৷ তবে না, ছবির পরবর্তী অধ্য়ায় নয়, বরং পূর্ববর্তী অধ্যায়ের গল্প বলবে এই ছবি (Rishabh Shetty announces Kantara prequel ) ৷
এমনটাই জানিয়েছেন ঋষভ ৷ তিনি বলেন, "আমরা সেই সমস্ত দর্শকদের প্রতি ভীষণ কৃতজ্ঞ যাঁরা কান্তারা-কে এত ভালোবাসা দিয়েছেন ৷ ভগবান দৈবর আশীর্বাদে ছবিটি 100 দিন পূর্ণ করেছে ৷ আমি এই সুযোগে কান্তারা-র একটি প্রিক্যুয়ালের কথা ঘোষণা করতে চাই ৷" তিনি আরও জানান ছবির এই প্রিক্য়ুয়ালটি আসতে চলেছে আগামী বছরে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তাঁর কথায়, "আইডিয়াটি আমরা মাথায় প্রথম আসে যখন আমি কান্তারা-র শুটিং করছিলাম ৷ কারণ এই ছবির ইতিহাসে ভীষণ গভীরতা রয়েছে ৷ আর লেখার কথা বলতে গেলে বর্তমানে আমি এখন এই ইতিহাসের আরও গভীরে ঢুকতে এবং রসদ সংগ্রহ করতে ব্যস্ত ৷ গবেষণা এখনও চলছে তাই ছবি নিয়ে এখনই কিছু বলতে যাওয়া একটু তাড়াতাড়ি করা হয়ে যাবে ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: 'হট অ্যান্ড বোল্ড' লুকে উষ্ণতার সংজ্ঞা বদলালেন পাওলি
এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে কান্তারা ছবির প্রযোজক বিজয় বলেন, "কান্তারা দর্শকদের একটি নতুন ধরনের ছবির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে ৷ তাই আমরা অবশ্য়ই এগিয়ে যেতে চাই ৷ আর এই ছবি দর্শকদের মধ্য়ে যে উত্তেজনা তৈরি করেছে তাকে আরও কিছুটা 'বুস্ট' করতে চাই ৷ আর সেই কারণেই ছবির 100 দিন পূর্ণ করার এই বিশেষ মুহূর্তে ছবির নতুন অধ্য়ায়ের কথা ঘোষণা করা ৷"
(এই প্রতিবেদনটি ETV ভারত দ্বারা সম্পাদনা করা হয়নি ৷ একটি সিন্ডিকেটেড ফিড থেকে নেওয়া হয়েছে)