ETV Bharat / entertainment

Recruitment Scam: প্রযোজককে ধরে পরিচালক বদলের চেষ্টা, 'অচেনা উত্তম' থেকে বাদ পড়েছিলেন হৈমন্তী - অচেনা উত্তম

প্রযোজকের সঙ্গে ভাব জমিয়ে পরিচালক বদলের চেষ্টা করেছিলেন গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Ganguly Latest News)৷ সেই কারণে 'অচেনা উত্তম' ছবি থেকে তাঁকে মাঝপথেই বাদ দেওয়া হয়েছিল ৷ এই তথ্য সামনে এসেছে তদন্তকারী আধিকারিকদের (Recruitment Scam)৷

Haimanti Ganguly ETV Bharat
হৈমন্তী গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Feb 24, 2023, 4:57 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) এখনও পর্যন্ত যে রহস্যময়ীর দিকে তাকিয়ে তদন্তকারী থেকে শুরু করে কৌতূহলী মানুষ, তিনি হলেন গোপাল দলপতি ওরফে আরমান দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Ganguly Latest News)। তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই হৈমন্তীর একাধিক ফ্ল্যাট এবং অফিসের সন্ধান পেয়েছেন । শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতি ছাড়াও হৈমন্তী আরও প্রতারণার ঘটনায় যুক্ত ছিলেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা ৷

উঠতি মডেল হৈমন্তী অভিনয় করেছেন কয়েকটি ফিল্মে: প্রথম থেকেই জানা গিয়েছে যে, হৈমন্তী একজন উঠতি মডেল এবং বেশ কয়েকটি ফিল্মে ছোট-খাটো চরিত্রে অভিনয় করেছে । এ বার তদন্ত নেমে আধিকারিকরা জানতে পারলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায় শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গেই যুক্ত তা নয় ৷ এর আগেও তিনি টলিউডের একটি ছবিতে প্রতারণার ছক কষেছিলেন । প্রযোজককে ধরে পরিচালক বদলের চেষ্টা করেন তিনি ৷ তবে সে ক্ষেত্রে ঘটনাটি জানাজানি হওয়ার পর তিনি সেই ফিল্ম থেকে বাকি দিনের কাজও হারিয়েছিলেন ।

অচেনা উত্তমে অভিনয়ের সময় প্রতারণা: তদন্তকারীরা জানতে পেরেছেন, অচেনা উত্তম (Achena Uttam) ছবিতে নার্সের চরিত্র পেয়েছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায় । কিন্তু সংশ্লিষ্ট ফিল্মের যিনি পরিচালক, তাঁকে না জানিয়েই সেই ফিল্মের প্রযোজকের সঙ্গে দেখা করতেন তিনি ৷ প্রযোজকের সঙ্গে ফোনে আলাপ জমিয়ে তাঁর সঙ্গে অন্য এক পরিচালকের বৈঠক করিয়ে দিয়েছিলেন এই হৈমন্তী গঙ্গোপাধ্যায় । ঘটনাটি জানাজানি হওয়ার পরেই সংশ্লিষ্ট ছবি থেকে তিনি বাদ পড়েন ।

নিখোঁজ দলপতি ও তাঁর স্ত্রী হৈমন্তী: জানা গিয়েছে, নার্সের চরিত্রের জন্য তাঁর দুদিন অভিনয় করার কথা থাকলেও মাত্র একদিন সেখানে অভিনয় করার পরেই তাঁকে সেই ছবি থেকে বাদ দেওয়া হয় । এমনকী তাঁর ভয়েজ ডাবিং করা হয় । শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথম থেকেই গোপাল দলপতি ওরফে আরমান দলপতি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের সাহায্য করলেও বর্তমানে তাঁর এবং তাঁর স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কোনও খোঁজ পাচ্ছেন না তদন্তকারীরা ।

আরও পড়ুন: অবশেষে খোঁজ মিলল রহস্যময়ী হৈমন্তীর, বাপের বাড়ি হাওড়ার বাঁকসাড়ায়

হৈমন্তীকে রহস্যময়ী নারী বলেন কুন্তল: গতকাল কুন্তল ঘোষ জেরায় তদন্তকারীদের জানিয়েছেন, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং টাকা লেনদেনের তথ্য জানেন গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায় । কুন্তল ঘোষ হৈমন্তীকে এক রহস্যময়ী নারী বলে তুলে ধরেন । যদিও নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে টলিউডের কোনও যোগ রয়েছে কি না, সেই সম্পর্কে এখনও কোনও তথ্য তদন্তকারীদের সামনে আসেনি ৷ তবে এই সব বিষয়গুলি তদন্তকারীরা আতশ কাঁচের তলায় রেখেছেন ।

মুম্বইয়ে অফিস রয়েছে হৈমন্তীর: ইতিমধ্যেই হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা । তাঁকে খুঁজে পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে । মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে এই আরমান গোপাল দলপতির স্ত্রী হৈমন্তীর একটি অফিস রয়েছে । বিবাদীবাগ অঞ্চলেও হৈমন্তীর একটি অফিসের সন্ধান মিলেছে । কিন্তু এখনও পর্যন্ত সন্ধান মেলেনি গোপাল দলপতি এবং তাঁর রহস্যময়ী স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ।

কলকাতা, 24 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) এখনও পর্যন্ত যে রহস্যময়ীর দিকে তাকিয়ে তদন্তকারী থেকে শুরু করে কৌতূহলী মানুষ, তিনি হলেন গোপাল দলপতি ওরফে আরমান দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Ganguly Latest News)। তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই হৈমন্তীর একাধিক ফ্ল্যাট এবং অফিসের সন্ধান পেয়েছেন । শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতি ছাড়াও হৈমন্তী আরও প্রতারণার ঘটনায় যুক্ত ছিলেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা ৷

উঠতি মডেল হৈমন্তী অভিনয় করেছেন কয়েকটি ফিল্মে: প্রথম থেকেই জানা গিয়েছে যে, হৈমন্তী একজন উঠতি মডেল এবং বেশ কয়েকটি ফিল্মে ছোট-খাটো চরিত্রে অভিনয় করেছে । এ বার তদন্ত নেমে আধিকারিকরা জানতে পারলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায় শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গেই যুক্ত তা নয় ৷ এর আগেও তিনি টলিউডের একটি ছবিতে প্রতারণার ছক কষেছিলেন । প্রযোজককে ধরে পরিচালক বদলের চেষ্টা করেন তিনি ৷ তবে সে ক্ষেত্রে ঘটনাটি জানাজানি হওয়ার পর তিনি সেই ফিল্ম থেকে বাকি দিনের কাজও হারিয়েছিলেন ।

অচেনা উত্তমে অভিনয়ের সময় প্রতারণা: তদন্তকারীরা জানতে পেরেছেন, অচেনা উত্তম (Achena Uttam) ছবিতে নার্সের চরিত্র পেয়েছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায় । কিন্তু সংশ্লিষ্ট ফিল্মের যিনি পরিচালক, তাঁকে না জানিয়েই সেই ফিল্মের প্রযোজকের সঙ্গে দেখা করতেন তিনি ৷ প্রযোজকের সঙ্গে ফোনে আলাপ জমিয়ে তাঁর সঙ্গে অন্য এক পরিচালকের বৈঠক করিয়ে দিয়েছিলেন এই হৈমন্তী গঙ্গোপাধ্যায় । ঘটনাটি জানাজানি হওয়ার পরেই সংশ্লিষ্ট ছবি থেকে তিনি বাদ পড়েন ।

নিখোঁজ দলপতি ও তাঁর স্ত্রী হৈমন্তী: জানা গিয়েছে, নার্সের চরিত্রের জন্য তাঁর দুদিন অভিনয় করার কথা থাকলেও মাত্র একদিন সেখানে অভিনয় করার পরেই তাঁকে সেই ছবি থেকে বাদ দেওয়া হয় । এমনকী তাঁর ভয়েজ ডাবিং করা হয় । শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথম থেকেই গোপাল দলপতি ওরফে আরমান দলপতি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের সাহায্য করলেও বর্তমানে তাঁর এবং তাঁর স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কোনও খোঁজ পাচ্ছেন না তদন্তকারীরা ।

আরও পড়ুন: অবশেষে খোঁজ মিলল রহস্যময়ী হৈমন্তীর, বাপের বাড়ি হাওড়ার বাঁকসাড়ায়

হৈমন্তীকে রহস্যময়ী নারী বলেন কুন্তল: গতকাল কুন্তল ঘোষ জেরায় তদন্তকারীদের জানিয়েছেন, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং টাকা লেনদেনের তথ্য জানেন গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায় । কুন্তল ঘোষ হৈমন্তীকে এক রহস্যময়ী নারী বলে তুলে ধরেন । যদিও নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে টলিউডের কোনও যোগ রয়েছে কি না, সেই সম্পর্কে এখনও কোনও তথ্য তদন্তকারীদের সামনে আসেনি ৷ তবে এই সব বিষয়গুলি তদন্তকারীরা আতশ কাঁচের তলায় রেখেছেন ।

মুম্বইয়ে অফিস রয়েছে হৈমন্তীর: ইতিমধ্যেই হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা । তাঁকে খুঁজে পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে । মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে এই আরমান গোপাল দলপতির স্ত্রী হৈমন্তীর একটি অফিস রয়েছে । বিবাদীবাগ অঞ্চলেও হৈমন্তীর একটি অফিসের সন্ধান মিলেছে । কিন্তু এখনও পর্যন্ত সন্ধান মেলেনি গোপাল দলপতি এবং তাঁর রহস্যময়ী স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.