ETV Bharat / entertainment

Ranveer with Dhoni: মাহিকে চুমু রণবীরের! এক ফ্রেমে দুই তারকা ধরা দিতেই উচ্ছ্বসিত অনুরাগীরা - রণবীর সিং

'ক্যাপ্টেন কুল' ধোনির সঙ্গে রণবীর সিং ৷ সোশাল মিডিয়ায় দিলেন বিশেষ ছবি, যা দেখে আপ্লুত অনুরাগীরা ৷ ভালোবেসে মাহিকে চুমুও খেলেন রণবীর ৷

Etv Bharat
মাহিকে চুমু রণবীরের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 5:05 PM IST

মুম্বই, 5 অক্টোবর: কিছুদিন আগেই নিজের নতুন লুক দিয়ে অনুরাগীদের চমকে দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেট অধিয়ানক 'ক্যাপ্টেন কুল' অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি ৷ বৃহস্পতিবার ধোনির নতুন একটি ছবি ফের হয়েছে ভাইরাল ৷ তবে এবার তিনি ফ্রেমে একা নন ৷ তাঁর সঙ্গে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন 'গল্লি বয়' ৷

ছবি শেয়ার করে রণবীর লিখেছেন, "মেরা মাহি ৷ হ্যাশট্যাগ হিরো, আইকন, লেজেন্ড, বিগ ব্রাদার ৷" ছবিতে 'রকি অউর রানি কী প্রেম কাহিনী' অভিনেতাকে দেখা গিয়েছে কালো টি-শার্টে ৷ যেখানে তাঁর সিম্বা লুক ধরা পড়েছে ৷ অন্যদিকে, ধোনিকে দেখা গিয়েছে ব্লু টি-শার্টে ৷ সঙ্গে মাহির নতুন হেয়ার স্টাইল চোখে পড়ার মতো ৷ পাশাপাশি আরও একটি ছবিতে রণবীরকে দেখ গিয়েছে ধোনির গালে চুম্বন এঁকে দিতে ৷

ছবিটি সোশাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গে ভাইরাল ৷ ক্রিকেট ও বিনোদন দুনিয়ার দুই তারকাকে একসঙ্গে দেখে আপ্লুত অনুরাগীরা ৷ ছবির নিচে একাধিক মন্তব্য করেন তাঁরা ৷ বাদ পড়েননি বলি তারকারাও ৷ অভিনেত্রী নুপূর শ্যানন মন্তব্যে করেন, "এট দ্য টপ ৷" অন্যদিকে আর এক অনুরাগী লেখেন, "দুজন প্রিয় মানুষ একটা ফ্রেমে ৷"

বুধবার 'আরআরআর' অভিনেতা রাম চরণ ধোনির সঙ্গে একটি ছবি শেয়ার করেন সামাজিক মাধ্যমে ৷ রাম চরণ ক্যাপশনে লেখেন, "ভারতের গর্ব ৷" মূলত, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসাবে ক্যাপ্টেন কুল খেলেছেন 332টি ম্যাচ ৷ যার মধ্য়ে ভারত জিতেছে 178টি ম্যাচ, হেরেছে 120টি ম্যাচ, টাই হয়েছে 6টি ও 15টি ম্যাচের ফলাফল হয়নি ৷ অধিনায়ক হিসাবে ধোনির উইনিং পার্সেন্টেজ 53.61 ৷

আরও পড়ুন: গলছে বরফ! সলমনের বাড়িতে অরিজিৎ, তবে কি শুরু নতুন প্রজেক্ট?

অন্যদিকে, রণবীর সিং ব্যস্ত রয়েছেন 'সিংঘম এগেইন' ছবির শুটিংয়ে ৷ রোহিত শেঠী পরিচালিত এই ছবিতে অজয় দেবগণের সঙ্গে আরও একবার দেখা যাবে অক্ষয় কুমার ও রণবীর সিংকে ৷ এছাড়া ফারহান আখতারের পরবর্তী অ্যাকশন ছবি 'ডন 3'-এর কাজ শুরু করবেন রণবীর সিং ৷

মুম্বই, 5 অক্টোবর: কিছুদিন আগেই নিজের নতুন লুক দিয়ে অনুরাগীদের চমকে দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেট অধিয়ানক 'ক্যাপ্টেন কুল' অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি ৷ বৃহস্পতিবার ধোনির নতুন একটি ছবি ফের হয়েছে ভাইরাল ৷ তবে এবার তিনি ফ্রেমে একা নন ৷ তাঁর সঙ্গে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন 'গল্লি বয়' ৷

ছবি শেয়ার করে রণবীর লিখেছেন, "মেরা মাহি ৷ হ্যাশট্যাগ হিরো, আইকন, লেজেন্ড, বিগ ব্রাদার ৷" ছবিতে 'রকি অউর রানি কী প্রেম কাহিনী' অভিনেতাকে দেখা গিয়েছে কালো টি-শার্টে ৷ যেখানে তাঁর সিম্বা লুক ধরা পড়েছে ৷ অন্যদিকে, ধোনিকে দেখা গিয়েছে ব্লু টি-শার্টে ৷ সঙ্গে মাহির নতুন হেয়ার স্টাইল চোখে পড়ার মতো ৷ পাশাপাশি আরও একটি ছবিতে রণবীরকে দেখ গিয়েছে ধোনির গালে চুম্বন এঁকে দিতে ৷

ছবিটি সোশাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গে ভাইরাল ৷ ক্রিকেট ও বিনোদন দুনিয়ার দুই তারকাকে একসঙ্গে দেখে আপ্লুত অনুরাগীরা ৷ ছবির নিচে একাধিক মন্তব্য করেন তাঁরা ৷ বাদ পড়েননি বলি তারকারাও ৷ অভিনেত্রী নুপূর শ্যানন মন্তব্যে করেন, "এট দ্য টপ ৷" অন্যদিকে আর এক অনুরাগী লেখেন, "দুজন প্রিয় মানুষ একটা ফ্রেমে ৷"

বুধবার 'আরআরআর' অভিনেতা রাম চরণ ধোনির সঙ্গে একটি ছবি শেয়ার করেন সামাজিক মাধ্যমে ৷ রাম চরণ ক্যাপশনে লেখেন, "ভারতের গর্ব ৷" মূলত, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসাবে ক্যাপ্টেন কুল খেলেছেন 332টি ম্যাচ ৷ যার মধ্য়ে ভারত জিতেছে 178টি ম্যাচ, হেরেছে 120টি ম্যাচ, টাই হয়েছে 6টি ও 15টি ম্যাচের ফলাফল হয়নি ৷ অধিনায়ক হিসাবে ধোনির উইনিং পার্সেন্টেজ 53.61 ৷

আরও পড়ুন: গলছে বরফ! সলমনের বাড়িতে অরিজিৎ, তবে কি শুরু নতুন প্রজেক্ট?

অন্যদিকে, রণবীর সিং ব্যস্ত রয়েছেন 'সিংঘম এগেইন' ছবির শুটিংয়ে ৷ রোহিত শেঠী পরিচালিত এই ছবিতে অজয় দেবগণের সঙ্গে আরও একবার দেখা যাবে অক্ষয় কুমার ও রণবীর সিংকে ৷ এছাড়া ফারহান আখতারের পরবর্তী অ্যাকশন ছবি 'ডন 3'-এর কাজ শুরু করবেন রণবীর সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.