ETV Bharat / entertainment

Deepika Flies off to Oscars: অস্কারের গুরুদায়িত্ব সামলাতে লস অ্যাঞ্জেলস পাড়ি দীপিকার, ছাড়তে গেলেন রণবীর - মুম্বই বিমানবন্দর

অস্কারের আসরে (Oscars 2023) যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে (Deepika Flies off to Oscars) পাড়ি দিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone jets off to LA)৷ শুক্রবার সকালে তাঁকে ছাড়তে মুম্বই বিমানবন্দরে যান রণবীর সিং ৷

Deepika Padukone
দীপিকা পাড়ুকোন
author img

By

Published : Mar 10, 2023, 4:47 PM IST

Updated : Mar 10, 2023, 10:38 PM IST

হায়দরাবাদ, 10 মার্চ: অস্কারের আসরে (Oscars 2023) তাঁর জন্য রয়েছে বড় দায়িত্ব ৷ তাই সেই অনুষ্ঠানে যোগ দিতে হাতে বেশ কিছুটা সময় নিয়েই লস অ্যাঞ্জেলেসে পাড়ি দিলেন বলিউডের ডিভা দীপিকা পাড়ুকোন (Deepika Flies off to Oscars)৷ শুক্রবার সকালে তাঁকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে । তাঁর হাবি রণবীর সিং তাঁকে ছাড়তে বিমানবন্দরে গিয়েছিলেন ৷ স্পষ্ট ভাবে দেখা না গেলেও বোঝা গিয়েছে যে গাড়িতে 'বেশরম' স্টারের পাশেই বসেছিলেন রণবীর ৷ বিমান টেক-অফের আগে পাপারাৎজিদের আবদার মিটিয়ে পোজও দেন দীপিকা (Deepika Padukone jets off to LA)৷

ক্যাজুয়াল জিন্সের সঙ্গে টার্টেল নেক টপ, এই পোশাকেই লস অ্যালেসেস উড়ে গেলেন দীপিকা পাড়ুকোন ৷ সঙ্গে ছিল ব্লেজার ও হাই হিলের জুতো ৷ একজন চিত্রগ্রাহক তাঁর সাজের প্রশংসা করে তাঁকে বলেন, খুব সুন্দর দেখাচ্ছে তাঁকে ৷ এই শুনে হেসে গড়িয়ে পড়েন বলিউডের 'মস্তানি'৷

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে যে বিখ্যাত তারকা উপস্থিত থাকবেন তাঁদের মধ্যে অন্যতম দীপিকা । তাঁর পাশাপাশি সেখানে থাকবেন পেড্রো প্যাসকেল, কেট হাডসন, হ্যারিসন ফোর্ড, হ্যালি বেরি, পল ড্যানো, কারা ডেলিভিংনে, মিন্ডি কালিং, ইভা লঙ্গোরিয়া, জুলিয়া লুই-ড্রেফাস, অ্যান্ডি ম্যাকডাওয়েল, এলিজাবেথ ওলসেন এবং জন ট্রাভোল্টার মতো হলিউডের খ্যাতনামা তারকারা ৷

আরও পড়ুন: অস্কারে যোগ দিতে আমেরিকা গেলেন এনটিআর জুনিয়র, শুভেচ্ছা ভক্তদের

দীপিকা অস্কারের অনুষ্ঠানে ডোয়াইন জনসন, আরিয়ানা ডিবোস, জোনাথন মেজরস, অ্যান্ড্রু গারফিল্ড, ফ্লোরেন্স পুগ এবং হ্যালে বেইলির মতো উপস্থাপকদের সঙ্গে যোগ দেবেন । উপস্থাপকদের সম্পূর্ণ তালিকায় রয়েছেন আন্তোনিও ব্যান্ডেরাস, এলিজাবেথ ব্যাঙ্কস, জেসিকা চ্যাস্টেইন, জন চো, হিউ গ্রান্ট, ডানাই গুরিরা, সালমা হায়েক পিনল্ট, নিকোল কিডম্যান, সিগর্নি ওয়েভার, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মাইকেল বি জর্ডান, ট্রয় কোটসুর, মেলিসা ম্যাকার্থি, জেনেল মোনা, কোয়েস্টলোভ, জো সালডানা এবং ডনি ইয়েন ।

দীপিকা এই প্রথম অস্কারে অংশ নেবেন এবং অ্যাওয়ার্ড শোতে উপস্থিত থাকবেন । কেরিয়ারের অন্যতম বড় এই দিনটির জন্য নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে রাখতে চান দীপিকা ৷ এ বারের অস্কারে থাকবেন বহু নামী ব্যক্তিত্ব । এসএস রাজামৌলী এবং আরআরআর-এর কুশীলবরাও অ্যাওয়ার্ড শোতে যোগ দেবেন । অস্কার-মনোনীত গান নাতু নাতুর একটি লাইভ পারফরম্যান্সও অস্কারের মূল মঞ্চে সরাসরি অনুষ্ঠিত হবে ।

হায়দরাবাদ, 10 মার্চ: অস্কারের আসরে (Oscars 2023) তাঁর জন্য রয়েছে বড় দায়িত্ব ৷ তাই সেই অনুষ্ঠানে যোগ দিতে হাতে বেশ কিছুটা সময় নিয়েই লস অ্যাঞ্জেলেসে পাড়ি দিলেন বলিউডের ডিভা দীপিকা পাড়ুকোন (Deepika Flies off to Oscars)৷ শুক্রবার সকালে তাঁকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে । তাঁর হাবি রণবীর সিং তাঁকে ছাড়তে বিমানবন্দরে গিয়েছিলেন ৷ স্পষ্ট ভাবে দেখা না গেলেও বোঝা গিয়েছে যে গাড়িতে 'বেশরম' স্টারের পাশেই বসেছিলেন রণবীর ৷ বিমান টেক-অফের আগে পাপারাৎজিদের আবদার মিটিয়ে পোজও দেন দীপিকা (Deepika Padukone jets off to LA)৷

ক্যাজুয়াল জিন্সের সঙ্গে টার্টেল নেক টপ, এই পোশাকেই লস অ্যালেসেস উড়ে গেলেন দীপিকা পাড়ুকোন ৷ সঙ্গে ছিল ব্লেজার ও হাই হিলের জুতো ৷ একজন চিত্রগ্রাহক তাঁর সাজের প্রশংসা করে তাঁকে বলেন, খুব সুন্দর দেখাচ্ছে তাঁকে ৷ এই শুনে হেসে গড়িয়ে পড়েন বলিউডের 'মস্তানি'৷

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে যে বিখ্যাত তারকা উপস্থিত থাকবেন তাঁদের মধ্যে অন্যতম দীপিকা । তাঁর পাশাপাশি সেখানে থাকবেন পেড্রো প্যাসকেল, কেট হাডসন, হ্যারিসন ফোর্ড, হ্যালি বেরি, পল ড্যানো, কারা ডেলিভিংনে, মিন্ডি কালিং, ইভা লঙ্গোরিয়া, জুলিয়া লুই-ড্রেফাস, অ্যান্ডি ম্যাকডাওয়েল, এলিজাবেথ ওলসেন এবং জন ট্রাভোল্টার মতো হলিউডের খ্যাতনামা তারকারা ৷

আরও পড়ুন: অস্কারে যোগ দিতে আমেরিকা গেলেন এনটিআর জুনিয়র, শুভেচ্ছা ভক্তদের

দীপিকা অস্কারের অনুষ্ঠানে ডোয়াইন জনসন, আরিয়ানা ডিবোস, জোনাথন মেজরস, অ্যান্ড্রু গারফিল্ড, ফ্লোরেন্স পুগ এবং হ্যালে বেইলির মতো উপস্থাপকদের সঙ্গে যোগ দেবেন । উপস্থাপকদের সম্পূর্ণ তালিকায় রয়েছেন আন্তোনিও ব্যান্ডেরাস, এলিজাবেথ ব্যাঙ্কস, জেসিকা চ্যাস্টেইন, জন চো, হিউ গ্রান্ট, ডানাই গুরিরা, সালমা হায়েক পিনল্ট, নিকোল কিডম্যান, সিগর্নি ওয়েভার, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মাইকেল বি জর্ডান, ট্রয় কোটসুর, মেলিসা ম্যাকার্থি, জেনেল মোনা, কোয়েস্টলোভ, জো সালডানা এবং ডনি ইয়েন ।

দীপিকা এই প্রথম অস্কারে অংশ নেবেন এবং অ্যাওয়ার্ড শোতে উপস্থিত থাকবেন । কেরিয়ারের অন্যতম বড় এই দিনটির জন্য নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে রাখতে চান দীপিকা ৷ এ বারের অস্কারে থাকবেন বহু নামী ব্যক্তিত্ব । এসএস রাজামৌলী এবং আরআরআর-এর কুশীলবরাও অ্যাওয়ার্ড শোতে যোগ দেবেন । অস্কার-মনোনীত গান নাতু নাতুর একটি লাইভ পারফরম্যান্সও অস্কারের মূল মঞ্চে সরাসরি অনুষ্ঠিত হবে ।

Last Updated : Mar 10, 2023, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.