ETV Bharat / entertainment

Mrs Chatterjee Vs Norway: রানির ছবিতে বি-টাউনে আত্মপ্রকাশ অনির্বাণের, বৃহস্পতিতে ট্রেলারমুক্তি 'মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে'র - রানির ছবিতে বি টাউনে আত্মপ্রকাশ অনির্বাণের

আগামী 17 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে' (Mrs Chatterjee vs Norway) ৷ তার আগে বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ছবির ট্রেলার ৷ রানি মুখোপাধ্যায়ের এই ছবির হাত ধরে হিন্দি ছবিতে আত্মপ্রকাশ হচ্ছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ৷

Mrs Chatterjee Vs Norway
বৃহস্পতিতে ট্রেলারমুক্তি মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ের
author img

By

Published : Feb 18, 2023, 10:56 PM IST

মুম্বই, 18 ফেব্রুয়ারি: প্রাথমিকভাবে ঠিক ছিল মার্চের শুরুতেই মুক্তি পাবে ছবিটি ৷ কিন্তু পোস্ট প্রোডাকশনের কিছু সমস্যার কারণে পিছিয়ে যায় 'মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে' ছবিটির মুক্তির তারিখ ৷ ছবির মুখ্য চরিত্রে রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) তাঁর নয়া এই প্রজেক্টের কথা ঘোষণা করেছিলেন বছর দু'য়েক আগে ৷ আর শুক্রবার ঘোষণা হল রানির প্রত্যাবর্তন ছবির মুক্তির দিন ৷ আগামী 17 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সত্য ঘটনা অবলম্বনে, জি স্টুডিয়োর প্রযোজনায় তৈরি এই ছবি ৷ তার আগে আগামী বৃহস্পতিবার সামনে আসছে ছবির ট্রেলার (Mrs Chatterjee vs Norway trailer to release on 23rd Feb) ৷

বলিউডে নতুন মুখের ভিড়ে হারিয়ে না-গেলেও এখন আর ঘন ঘন পর্দায় আসেন না তিনি ৷ শেষ দশ বছরে তাঁর অভিনীত ছবির সংখ্যা হাতেগোনা ৷ মরদানি, হিচকি, মরদানি 2-এর মতো নারীকেন্দ্রিক ছবিগুলি সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিলেও তাঁর সর্বশেষ ছবি বান্টি অউর বাবলি-2 একেবারে মুখ থুবড়ে পড়েছে ৷ অসীমা চিব্বর পরিচালিত নয়া এই ছবিতে তাই ফের হৃত সম্মান পুনরুদ্ধারের লক্ষ্যে রানি ৷ এটিও একটি নারীকেন্দ্রিক ছবি ৷ যার কাহিনী আবর্তিত হয়েছে এক অভিবাসী ভারতীয় মা'কে কেন্দ্র করে ৷

সন্তানকে আঁচলে বেঁধে রাখতে অভিবাসী এক ভারতীয় মায়ের নরওয়ে সরকারের সঙ্গে আইনি লড়াই ৷ পরবর্তীতে সেই সন্তানকে হেফাজতে রাখার লড়াইয়ে আদালতে ভারতীয় মায়ের জয়ের কথা ফুটে উঠবে ছবির কাহিনীর ছত্রে ছত্রে ৷ জীবনযুদ্ধের লড়াইয়ে কীভাবে জিতবেন মিসেস চ্যাটার্জি, তা জানতে অপেক্ষা আর মাসখানেকের ৷ যদিও আসন্ন বৃহস্পতিবার ট্রেলারে খানিকটা আভাস পাওয়া যাবে ছবির সেই গল্পের ৷ আপাতত সেই অপেক্ষাতেই রানি অনুরাগীরা ৷ মূলত এস্তোনিয়া এবং ভারতের কিছু অংশে শ্যুটিং হয়েছে ছবিটির ৷

আরও পড়ুন: মনীষা-সোনাক্ষীদের নিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করছেন বনশালি, হাজির 'হীরামাণ্ডি'র প্রথম ঝলক

রানি মুখোপাধ্যায়ের এই ছবির হাত ধরে হিন্দি ছবিতে আত্মপ্রকাশ হচ্ছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ৷ থিয়েটার থেকে টলিউড, এবার পাড়ি বলিউডে ৷ টলিউডের হার্টথ্রবের নয়া জার্নি উপভোগের অপেক্ষায় তাঁর অনুরাগীরা ৷ সম্প্রতি, টলিউডে পরিচালনাতেও হাত পাকিয়েছেন অনির্বাণ ৷ তাঁর 'বল্লভপুরের রূপকথা' ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনে ক্রিটিকসদের ৷ অন্যদিকে, 21 মার্চ তাঁর জন্মদিনে প্রকাশিত হচ্ছে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মেমোইর বা স্মৃতিকথা ৷ 25 বছর বি-টাউনে তাঁর জার্নি, অনুরাগীদের তাঁর প্রতি সীমাহীন ভালোবাসা, সর্বোপরি ছেলেবেলা থেকে রানি মুখোপাধ্যায় হয়ে ওঠার সব কথাই স্মৃতিকথায় তুলে ধরেছেন অভিনেত্রী ৷

মুম্বই, 18 ফেব্রুয়ারি: প্রাথমিকভাবে ঠিক ছিল মার্চের শুরুতেই মুক্তি পাবে ছবিটি ৷ কিন্তু পোস্ট প্রোডাকশনের কিছু সমস্যার কারণে পিছিয়ে যায় 'মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে' ছবিটির মুক্তির তারিখ ৷ ছবির মুখ্য চরিত্রে রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) তাঁর নয়া এই প্রজেক্টের কথা ঘোষণা করেছিলেন বছর দু'য়েক আগে ৷ আর শুক্রবার ঘোষণা হল রানির প্রত্যাবর্তন ছবির মুক্তির দিন ৷ আগামী 17 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সত্য ঘটনা অবলম্বনে, জি স্টুডিয়োর প্রযোজনায় তৈরি এই ছবি ৷ তার আগে আগামী বৃহস্পতিবার সামনে আসছে ছবির ট্রেলার (Mrs Chatterjee vs Norway trailer to release on 23rd Feb) ৷

বলিউডে নতুন মুখের ভিড়ে হারিয়ে না-গেলেও এখন আর ঘন ঘন পর্দায় আসেন না তিনি ৷ শেষ দশ বছরে তাঁর অভিনীত ছবির সংখ্যা হাতেগোনা ৷ মরদানি, হিচকি, মরদানি 2-এর মতো নারীকেন্দ্রিক ছবিগুলি সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিলেও তাঁর সর্বশেষ ছবি বান্টি অউর বাবলি-2 একেবারে মুখ থুবড়ে পড়েছে ৷ অসীমা চিব্বর পরিচালিত নয়া এই ছবিতে তাই ফের হৃত সম্মান পুনরুদ্ধারের লক্ষ্যে রানি ৷ এটিও একটি নারীকেন্দ্রিক ছবি ৷ যার কাহিনী আবর্তিত হয়েছে এক অভিবাসী ভারতীয় মা'কে কেন্দ্র করে ৷

সন্তানকে আঁচলে বেঁধে রাখতে অভিবাসী এক ভারতীয় মায়ের নরওয়ে সরকারের সঙ্গে আইনি লড়াই ৷ পরবর্তীতে সেই সন্তানকে হেফাজতে রাখার লড়াইয়ে আদালতে ভারতীয় মায়ের জয়ের কথা ফুটে উঠবে ছবির কাহিনীর ছত্রে ছত্রে ৷ জীবনযুদ্ধের লড়াইয়ে কীভাবে জিতবেন মিসেস চ্যাটার্জি, তা জানতে অপেক্ষা আর মাসখানেকের ৷ যদিও আসন্ন বৃহস্পতিবার ট্রেলারে খানিকটা আভাস পাওয়া যাবে ছবির সেই গল্পের ৷ আপাতত সেই অপেক্ষাতেই রানি অনুরাগীরা ৷ মূলত এস্তোনিয়া এবং ভারতের কিছু অংশে শ্যুটিং হয়েছে ছবিটির ৷

আরও পড়ুন: মনীষা-সোনাক্ষীদের নিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করছেন বনশালি, হাজির 'হীরামাণ্ডি'র প্রথম ঝলক

রানি মুখোপাধ্যায়ের এই ছবির হাত ধরে হিন্দি ছবিতে আত্মপ্রকাশ হচ্ছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ৷ থিয়েটার থেকে টলিউড, এবার পাড়ি বলিউডে ৷ টলিউডের হার্টথ্রবের নয়া জার্নি উপভোগের অপেক্ষায় তাঁর অনুরাগীরা ৷ সম্প্রতি, টলিউডে পরিচালনাতেও হাত পাকিয়েছেন অনির্বাণ ৷ তাঁর 'বল্লভপুরের রূপকথা' ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনে ক্রিটিকসদের ৷ অন্যদিকে, 21 মার্চ তাঁর জন্মদিনে প্রকাশিত হচ্ছে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মেমোইর বা স্মৃতিকথা ৷ 25 বছর বি-টাউনে তাঁর জার্নি, অনুরাগীদের তাঁর প্রতি সীমাহীন ভালোবাসা, সর্বোপরি ছেলেবেলা থেকে রানি মুখোপাধ্যায় হয়ে ওঠার সব কথাই স্মৃতিকথায় তুলে ধরেছেন অভিনেত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.