ETV Bharat / entertainment

নৃশংস রণবীর কাপুর ! 'অ্যানিম্যাল' ট্রেলারে ভয়াবহতার ঝলক - Animal Trailer

Animal Trailer Out: বৃহস্পতিবার মুক্তি পেল সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত অ্যানিম্যাল ছবির ট্রেলার ৷ রণবীর কাপুরের নৃশংসতা দেখলে আঁতকে উঠবেন দর্শক ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 3:27 PM IST

হায়দরাবাদ, 23 নভেম্বর: গ্যাংস্টারের ভূমিকায় রণবীর কাপুর ৷ অ্যাকশন-থ্রিলারে ভরপুর বিনোদনের রসদ নিয়ে মুক্তি পেয়েছে 'অ্যানিম্যাল' ছবির ট্রেলার ৷ বহু প্রতীক্ষীত এই ট্রেলার ঝড় তুলেছে নেট দুনিয়ায় ৷ সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত এই ছবিতে রণবীরকে নতুন করে আবিষ্কার করতে চলেছেন দর্শক ৷ এক ঘণ্টায় এক মিলিয়ন ভিউজ পেয়েছে এই ট্রেলার ৷

অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মন্দানা অভিনীত এই ছবি শুরু থেকেই রয়েছে রণবীর কাপুরের জন্য ৷ রোম্যান্টিক হিরোর মোড়ক থেকে বেরিয়ে ভয়ানক গ্যাংস্টারের ভূমিকায় প্রথমবার নিজেকে পর্দায় মেলে ধরেছেন অভিনেতা ৷ রণবীরের এই অবতার প্রথম দর্শকদের নাড়িয়ে দেয় যখন ছবির টিজার আশে প্রকাশ্যে ৷ একাধিক গুণ্ডাকে কুড়োল নিয়ে, বন্দুক নিয়ে রণবীরের এলোপাথাড়ি মার ও ভায়োলেন্স দেখে চমকে উঠতে হয় ৷ বৃহস্পতিবার তা নিয়েছে আরও মারাত্মক আকার ৷ প্রকাশ্যে অ্যানিম্যাল ছবির ট্রেলার ৷

ট্রেলারে উঠে এসেছে, রণবীর ও অনিল কাপুরের মধ্যে পিতা-পুত্রের সম্পর্ক হলেও তা খুব একটা মধুর নয় ৷ ক্রাইম দুনিয়ার সঙ্গে যুক্ত অনিল কাপুর সময় দিতে পারেন না ছেলেকে ৷ আবার যতটুকু দেন, সেখানে স্নেহ নামক বিষয়টি থাকে ভ্যানিশ ৷ এই পরিস্থিতি হলেও বাবার অন্ধভক্ত ছেলে রণবীর ৷ বাবার উপর এতটুকু আঘাত এলে যে তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিতে পারে ৷ এই নিয়ে ট্রেলার এগোলেও তা আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে হর্ষবর্ধন রামেশ্বরের ব্যাকগ্রাউন্ড স্কোর ৷ অর্জুন রেড্ডি ও কবীর সিং-এও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন হর্ষবর্ধন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলারের প্রতিটা দৃশ্য নজরকাড়া ৷ সেখানে ববি ও রণবীরের মুখোমুখি লড়াই, রণবীরকে আহত করে তাঁর পীঠের ওপর শুয়ে ববির সুখটান, সব মিলিয়ে হিংস্রতার অন্য পর্যায় দেখা গিয়েছে এই ছবিতে ৷ ভূষণ কুমার প্রযোজিত এই ছবি হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পাবে পয়লা ডিসেম্বর ৷

আরও পড়ুন:

1. বাজেটের টাকা ঘরে তুলতে পারবে কি টাইগার 3? প্রশ্ন তুলছে বক্সঅফিস লড়াই

2. টিকিট না কেটে 'ডাঙ্কি' উপায়ে সিনেমা দেখার বুদ্ধি দিলেন শাহরুখ, জানালেন 'টপ' সিক্রেট কথা

3. বিয়ের পরেও লুকিয়ে প্রেম করা মিস করছেন সিদ্ধার্থ মালহোত্রা!

হায়দরাবাদ, 23 নভেম্বর: গ্যাংস্টারের ভূমিকায় রণবীর কাপুর ৷ অ্যাকশন-থ্রিলারে ভরপুর বিনোদনের রসদ নিয়ে মুক্তি পেয়েছে 'অ্যানিম্যাল' ছবির ট্রেলার ৷ বহু প্রতীক্ষীত এই ট্রেলার ঝড় তুলেছে নেট দুনিয়ায় ৷ সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত এই ছবিতে রণবীরকে নতুন করে আবিষ্কার করতে চলেছেন দর্শক ৷ এক ঘণ্টায় এক মিলিয়ন ভিউজ পেয়েছে এই ট্রেলার ৷

অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মন্দানা অভিনীত এই ছবি শুরু থেকেই রয়েছে রণবীর কাপুরের জন্য ৷ রোম্যান্টিক হিরোর মোড়ক থেকে বেরিয়ে ভয়ানক গ্যাংস্টারের ভূমিকায় প্রথমবার নিজেকে পর্দায় মেলে ধরেছেন অভিনেতা ৷ রণবীরের এই অবতার প্রথম দর্শকদের নাড়িয়ে দেয় যখন ছবির টিজার আশে প্রকাশ্যে ৷ একাধিক গুণ্ডাকে কুড়োল নিয়ে, বন্দুক নিয়ে রণবীরের এলোপাথাড়ি মার ও ভায়োলেন্স দেখে চমকে উঠতে হয় ৷ বৃহস্পতিবার তা নিয়েছে আরও মারাত্মক আকার ৷ প্রকাশ্যে অ্যানিম্যাল ছবির ট্রেলার ৷

ট্রেলারে উঠে এসেছে, রণবীর ও অনিল কাপুরের মধ্যে পিতা-পুত্রের সম্পর্ক হলেও তা খুব একটা মধুর নয় ৷ ক্রাইম দুনিয়ার সঙ্গে যুক্ত অনিল কাপুর সময় দিতে পারেন না ছেলেকে ৷ আবার যতটুকু দেন, সেখানে স্নেহ নামক বিষয়টি থাকে ভ্যানিশ ৷ এই পরিস্থিতি হলেও বাবার অন্ধভক্ত ছেলে রণবীর ৷ বাবার উপর এতটুকু আঘাত এলে যে তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিতে পারে ৷ এই নিয়ে ট্রেলার এগোলেও তা আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে হর্ষবর্ধন রামেশ্বরের ব্যাকগ্রাউন্ড স্কোর ৷ অর্জুন রেড্ডি ও কবীর সিং-এও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন হর্ষবর্ধন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলারের প্রতিটা দৃশ্য নজরকাড়া ৷ সেখানে ববি ও রণবীরের মুখোমুখি লড়াই, রণবীরকে আহত করে তাঁর পীঠের ওপর শুয়ে ববির সুখটান, সব মিলিয়ে হিংস্রতার অন্য পর্যায় দেখা গিয়েছে এই ছবিতে ৷ ভূষণ কুমার প্রযোজিত এই ছবি হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পাবে পয়লা ডিসেম্বর ৷

আরও পড়ুন:

1. বাজেটের টাকা ঘরে তুলতে পারবে কি টাইগার 3? প্রশ্ন তুলছে বক্সঅফিস লড়াই

2. টিকিট না কেটে 'ডাঙ্কি' উপায়ে সিনেমা দেখার বুদ্ধি দিলেন শাহরুখ, জানালেন 'টপ' সিক্রেট কথা

3. বিয়ের পরেও লুকিয়ে প্রেম করা মিস করছেন সিদ্ধার্থ মালহোত্রা!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.