ETV Bharat / entertainment

RGV Receives Engineering Degree: ব্যাকবেঞ্চাররাই উপরে ওঠে, প্রথম বেঞ্চে যারা বসে তারা কোনও কাজের নয়: আরজিভি - ইঞ্জিনিয়ারিং ডিগ্রি

স্নাতক হওয়ার 37 বছর পর আচার্য নাগার্জুন বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি গ্রহণ করলেন রাম গোপাল ভার্মা (RGV Receives Engineering Degree)৷

RGV Receives Engineering Degree ETV Bharat
রাম গোপাল ভার্মা
author img

By

Published : Mar 16, 2023, 1:17 PM IST

Updated : Mar 16, 2023, 1:38 PM IST

অমরাবতী, 16 মার্চ: পিছনের বেঞ্চে যারা বসে, তারা সর্বদা উপরের দিকে উঠবে ৷ আর যারা প্রথম বেঞ্চে বসে, তারা অকেজো । নাগার্জুন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই পাঠ দিলেন চলচ্চিত্র পরিচালক রাম গোপাল ভার্মা ৷ রামগোপাল ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেছেন, ''আমি কলেজে সব সময় পিছনের বেঞ্চে বসতাম । আমিই প্রমাণ যে, আমি উপরে উঠে এসেছি । আমার বাবাও আমাকে পাগল বলতেন । কিন্তু আমি নিজের কথাই শুনেছি ৷ শিক্ষার্থীদের কষ্ট করে নয়, ভালোবাসা দিয়ে পড়াশুনা করা উচিত ৷''

সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক করার 37 বছর পর আচার্য নাগার্জুন বিশ্ববিদ্যালয় থেকে বি.টেক ডিগ্রি গ্রহণ করলেন রাম গোপাল ভার্মা ৷ এতে তিনি আপ্লুত বলে জানিয়ে সেই ছবি টুইট করেছেন আরজিভি (Ram Gopal Varma receives his engineering degree)৷ তিনি জানান, 1985 সালে পাশ করলেও তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং-এর প্রতি অনুরক্ত না হওয়ায় এতদিন তাঁর ডিগ্রি নিতে আসেননি ৷ বি.টেক ডিগ্রির সার্টিফিকেট দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়েছেন রাম গোপাল ভার্মা (RGV Receives Engineering Degree)৷

আরজিভি ছাত্রদের সঙ্গে আলাপচারিতার সময় রসিকতার সুরে বলেন যে, যদি কেউ কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে, তবে সে ছাত্রের পাশাপাশি শ্রমিক হয়ে উঠবে । বুধবার নাগার্জুন বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক প্রদর্শনীর উদ্বোধন করেন রাম গোপাল ভার্মা । সেই সময় তিনি বলেন, শিক্ষার্থীদের গাম্ভীর্য কমে যাচ্ছে এবং তাঁরা অজানা বিষয় শেখার আগ্রহ দেখাচ্ছে না । তিনি শিক্ষার্থীদের নিজেদের মতো করে বাঁচার পরামর্শ দেন ৷ আরজিভি বলেন যে, ওয়াইএসআর-এর মৃত্যুর পরের ঘটনাবলীর প্রেক্ষাপটে তিনি শীঘ্রই 'ভ্যুহম' ফিল্মের কাজ শুরু করবেন ৷

আরও পড়ুন: "মেঘলার মতো মেয়েদের আমি চিনি", বললেন অর্ণব মিদ্যার গল্পের নায়িকা মিথিলা

37 বছর আগে বিজয়ওয়াড়ার সিদ্ধার্থ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি.টেক করেছিলেন আরজিভি ৷ তিনি খুশি যে এএনইউ তাঁকে আজ সেই ডিগ্রি প্রদান করেছে । ভিসি আচার্য রাজশেখর আরজিভির প্রশংসা করে বলেন যে, আরজিভি কঠোর পরিশ্রম করেছেন এবং জীবনে সফল হয়েছেন ৷

তবে চলচ্চিত্র পরিচালক রাম গোপাল ভার্মাকে শিক্ষামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় শিক্ষক ও শিক্ষাবিদদেরা এর সমালোচনা করেছেন । একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে রাম গোপালের কী জ্ঞান আছে, সেই প্রশ্নও করেন অনেক ৷ কেন তাঁকে প্রধান অতিথি করা হল তা নিয়ে গুঞ্জন শোনা গিয়েছে কয়েকজন অধ্যাপকের মুখেও ৷

অমরাবতী, 16 মার্চ: পিছনের বেঞ্চে যারা বসে, তারা সর্বদা উপরের দিকে উঠবে ৷ আর যারা প্রথম বেঞ্চে বসে, তারা অকেজো । নাগার্জুন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই পাঠ দিলেন চলচ্চিত্র পরিচালক রাম গোপাল ভার্মা ৷ রামগোপাল ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেছেন, ''আমি কলেজে সব সময় পিছনের বেঞ্চে বসতাম । আমিই প্রমাণ যে, আমি উপরে উঠে এসেছি । আমার বাবাও আমাকে পাগল বলতেন । কিন্তু আমি নিজের কথাই শুনেছি ৷ শিক্ষার্থীদের কষ্ট করে নয়, ভালোবাসা দিয়ে পড়াশুনা করা উচিত ৷''

সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক করার 37 বছর পর আচার্য নাগার্জুন বিশ্ববিদ্যালয় থেকে বি.টেক ডিগ্রি গ্রহণ করলেন রাম গোপাল ভার্মা ৷ এতে তিনি আপ্লুত বলে জানিয়ে সেই ছবি টুইট করেছেন আরজিভি (Ram Gopal Varma receives his engineering degree)৷ তিনি জানান, 1985 সালে পাশ করলেও তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং-এর প্রতি অনুরক্ত না হওয়ায় এতদিন তাঁর ডিগ্রি নিতে আসেননি ৷ বি.টেক ডিগ্রির সার্টিফিকেট দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়েছেন রাম গোপাল ভার্মা (RGV Receives Engineering Degree)৷

আরজিভি ছাত্রদের সঙ্গে আলাপচারিতার সময় রসিকতার সুরে বলেন যে, যদি কেউ কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে, তবে সে ছাত্রের পাশাপাশি শ্রমিক হয়ে উঠবে । বুধবার নাগার্জুন বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক প্রদর্শনীর উদ্বোধন করেন রাম গোপাল ভার্মা । সেই সময় তিনি বলেন, শিক্ষার্থীদের গাম্ভীর্য কমে যাচ্ছে এবং তাঁরা অজানা বিষয় শেখার আগ্রহ দেখাচ্ছে না । তিনি শিক্ষার্থীদের নিজেদের মতো করে বাঁচার পরামর্শ দেন ৷ আরজিভি বলেন যে, ওয়াইএসআর-এর মৃত্যুর পরের ঘটনাবলীর প্রেক্ষাপটে তিনি শীঘ্রই 'ভ্যুহম' ফিল্মের কাজ শুরু করবেন ৷

আরও পড়ুন: "মেঘলার মতো মেয়েদের আমি চিনি", বললেন অর্ণব মিদ্যার গল্পের নায়িকা মিথিলা

37 বছর আগে বিজয়ওয়াড়ার সিদ্ধার্থ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি.টেক করেছিলেন আরজিভি ৷ তিনি খুশি যে এএনইউ তাঁকে আজ সেই ডিগ্রি প্রদান করেছে । ভিসি আচার্য রাজশেখর আরজিভির প্রশংসা করে বলেন যে, আরজিভি কঠোর পরিশ্রম করেছেন এবং জীবনে সফল হয়েছেন ৷

তবে চলচ্চিত্র পরিচালক রাম গোপাল ভার্মাকে শিক্ষামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় শিক্ষক ও শিক্ষাবিদদেরা এর সমালোচনা করেছেন । একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে রাম গোপালের কী জ্ঞান আছে, সেই প্রশ্নও করেন অনেক ৷ কেন তাঁকে প্রধান অতিথি করা হল তা নিয়ে গুঞ্জন শোনা গিয়েছে কয়েকজন অধ্যাপকের মুখেও ৷

Last Updated : Mar 16, 2023, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.