ETV Bharat / entertainment

R Madhavan Trolled: 'আপনিও বিক্রি হয়ে গেলেন?', 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির প্রশংসা করে ট্রলড মাধবন

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির প্রশংসা করতে গিয়ে ট্রলড আর মাধবন ৷ অনুরাগীদের দাবি, "ম্যাডি আপনিও বিক্রি হয়ে গেলেন?"

Pic R Madhavan Instagram
পরিচালক মাধবন ট্রলিংয়ের শিকার
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 4:20 PM IST

হায়দরাবাদ, 28 অগস্ট: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' একসময় রীতিমতো শোরগোল ফেলেছিল বক্স অফিসে ৷ ব্যবসার অঙ্কে যেমন রেকর্ড ভেঙেছিল এই ছবি তেমন বিতর্কও কম হয়নি ৷ এহেন বিবেক এখন চর্চায় রয়েছেন তাঁর নতুন ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর জন্য ৷ এই ছবিতে কোভিড কালে ভারতীয় বিজ্ঞানীদের ভ্যাকসিন তৈরির ইতিহাস তুলে ধরবেন পরিচালক ৷ এবার এই ছবির ভূয়সী প্রশংসা করতে গিয়ে ট্রল হলেন অভিনেতা-পরিচালক আর মাধবন ৷
সদ্য সদ্য জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালক সোমবার সোশাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, "এই মাত্র 'দ্য ভ্যাকসিন ওয়ার' দেখলাম ৷ আমাদের বিজ্ঞানীদের আত্মত্যাগ এবং প্রাপ্তির এই কাহিনি আমার মন জিতে নিয়েছে ৷ এই আত্মত্যাগই ভারতকে সবচেয়ে কঠিন সময়ে প্রথম ভারতীয় ভ্যাকসিন তৈরির শক্তি দিয়েছে ৷ বিবেক অগ্নিহোত্রীর মতো একজন দক্ষ কথকের ধরে আসছে এই কাহিনি ৷ যিনি আপনাকে একইসময়ে হাসাতে ও কাঁদতে পারেন ৷"

শুধু পরিচালক নয় ৷ অভিনেতা অভিনেত্রীদেরও ভূয়সী প্রশংসা করেছেন মাধবন ৷ তিনি লেখেন, "সমস্ত শিল্পীরা দুরন্ত কাজ করেছেন ৷ পল্লবী যোশি, নানা পাটেকর, অনুপম খের, রাইমা সেনরা প্রত্যেকে আসামান্য দক্ষতায় ভারতীয় বিজ্ঞানীদের আত্মত্যাগকে ফুটিয়ে তুলেছেন ৷" তাঁদের প্রিয় অভিনেতার কাছ থেকে এমন রিভিউ পাবেন তা হয়তো অনেকেই আশা করেননি ৷

আরও পড়ুন: করিনা থেকে কঙ্গনা, নীরজের সোনা জয়ে উচ্ছ্বসিত বলিউড

নেটিজেনদের একাংশ তাই রীতিমতো ট্রলিং শুরু করেন মাধবনকে নিয়ে ৷ একজন তো এও বলেন, "ম্যাডি আপনিও বিক্রি হয়ে গেলেন?" আরেকজন অনুরাগী লেখেন, "যথেষ্ট হয়েছে ম্য়াডি এবার থামো ৷ তোমার কি সীমাবদ্ধতা আছে তা আমরা জানি ৷ কিন্তু এবার তুমি এটা নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করছ ৷" আরও একজন লেখেন, "এই জন্যই প্রিয় নায়কদের সঙ্গে পর্দার বাইরে সাক্ষাৎ করতে নেই ৷" আরও একজন তো এও জানান, তিনি এতদিন অভিনেতাকে সোশালে ফলো করতেন এবার থেকে আনফলো করবেন ৷ কেউ কেউ অবশ্য মাধবনকে সমর্থনও করেছেন ৷

হায়দরাবাদ, 28 অগস্ট: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' একসময় রীতিমতো শোরগোল ফেলেছিল বক্স অফিসে ৷ ব্যবসার অঙ্কে যেমন রেকর্ড ভেঙেছিল এই ছবি তেমন বিতর্কও কম হয়নি ৷ এহেন বিবেক এখন চর্চায় রয়েছেন তাঁর নতুন ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর জন্য ৷ এই ছবিতে কোভিড কালে ভারতীয় বিজ্ঞানীদের ভ্যাকসিন তৈরির ইতিহাস তুলে ধরবেন পরিচালক ৷ এবার এই ছবির ভূয়সী প্রশংসা করতে গিয়ে ট্রল হলেন অভিনেতা-পরিচালক আর মাধবন ৷
সদ্য সদ্য জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালক সোমবার সোশাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, "এই মাত্র 'দ্য ভ্যাকসিন ওয়ার' দেখলাম ৷ আমাদের বিজ্ঞানীদের আত্মত্যাগ এবং প্রাপ্তির এই কাহিনি আমার মন জিতে নিয়েছে ৷ এই আত্মত্যাগই ভারতকে সবচেয়ে কঠিন সময়ে প্রথম ভারতীয় ভ্যাকসিন তৈরির শক্তি দিয়েছে ৷ বিবেক অগ্নিহোত্রীর মতো একজন দক্ষ কথকের ধরে আসছে এই কাহিনি ৷ যিনি আপনাকে একইসময়ে হাসাতে ও কাঁদতে পারেন ৷"

শুধু পরিচালক নয় ৷ অভিনেতা অভিনেত্রীদেরও ভূয়সী প্রশংসা করেছেন মাধবন ৷ তিনি লেখেন, "সমস্ত শিল্পীরা দুরন্ত কাজ করেছেন ৷ পল্লবী যোশি, নানা পাটেকর, অনুপম খের, রাইমা সেনরা প্রত্যেকে আসামান্য দক্ষতায় ভারতীয় বিজ্ঞানীদের আত্মত্যাগকে ফুটিয়ে তুলেছেন ৷" তাঁদের প্রিয় অভিনেতার কাছ থেকে এমন রিভিউ পাবেন তা হয়তো অনেকেই আশা করেননি ৷

আরও পড়ুন: করিনা থেকে কঙ্গনা, নীরজের সোনা জয়ে উচ্ছ্বসিত বলিউড

নেটিজেনদের একাংশ তাই রীতিমতো ট্রলিং শুরু করেন মাধবনকে নিয়ে ৷ একজন তো এও বলেন, "ম্যাডি আপনিও বিক্রি হয়ে গেলেন?" আরেকজন অনুরাগী লেখেন, "যথেষ্ট হয়েছে ম্য়াডি এবার থামো ৷ তোমার কি সীমাবদ্ধতা আছে তা আমরা জানি ৷ কিন্তু এবার তুমি এটা নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করছ ৷" আরও একজন লেখেন, "এই জন্যই প্রিয় নায়কদের সঙ্গে পর্দার বাইরে সাক্ষাৎ করতে নেই ৷" আরও একজন তো এও জানান, তিনি এতদিন অভিনেতাকে সোশালে ফলো করতেন এবার থেকে আনফলো করবেন ৷ কেউ কেউ অবশ্য মাধবনকে সমর্থনও করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.