ETV Bharat / entertainment

Pushpa 2 New Teaser: আল্লুর জন্মদিনের আগেই মিলল নিখোঁজ পুষ্পার খবর - আল্লুর জন্মদিনের আগেই মিলল নিখোঁজ পুষ্পার খবর

অবশেষে 'পুষ্পা: দ্য রুল' ছবির নতুন টিজারে খোঁজ মিলল পর্দার পুষ্পারাজের ৷ আল্লুর জন্মদিনের আগেই সামনে এল পুষ্পার নতুন লুক ৷

Pushpa 2 New Teaser
পর্দার পুষ্পারাজের খোঁজ মিলল নতুন টিজারে
author img

By

Published : Apr 7, 2023, 4:39 PM IST

হায়দরাবাদ, 7 এপ্রিল: পর্দার পুষ্পার জন্মদিনের ঠিক একদিন আগেই মুক্তি পেল 'পুষ্পা: দ্য রুল' ছবির দ্বিতীয় টিজার ৷ রশ্মিকা মন্দানার জন্মদিনে সামনে এসেছিল ছবির প্রথম ঝলক ৷ সেই টিজারে সবচেয়ে বড় প্রশ্ন এটাই ছিল পুষ্পা কোথায় ? কারণ নির্মাতারা পুষ্পার কোনও ঝলক এই টিজারে রাখেননি ৷ আর প্রশ্নের কথা জানিয়ে তাঁরা এও জানিয়েছিলেন 7 এপ্রিল শেষ হবে এই খোঁজ ৷ অর্থাৎ আল্লুর নতুন লুক কেমন হবে তা নিয়ে আগ্রহ এখন তুঙ্গে ৷

এর আগে রশ্মিকার জন্মদিনে সামনে এসেছিল তাঁর লুক ৷ গ্রাম্য এই নায়িকার কিছুটা নতুনত্ব যে রয়েছে তা মানতেই হয় ৷ তবে গল্পের কোনও আভাস সেই টিজারে মেলেনি ৷ চন্দন কাঠের চোরা চালানকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে এখন নায়ক হয়ে উঠেছে পুষ্পারাজ ৷ তার হাত ধরেই নিয়ন্ত্রিত পুরো একটি চক্র ৷ সবকিছু ঠিকঠাকই চলছিল ৷ উল্কা গতিতেই হচ্ছিল পুষ্পার উত্থান ৷ কিন্তু মাঝে তার জন্য় বিপদ সংকেত হয়ে ওঠে এক পুলিশ অফিসার ৷ তার সঙ্গেই এই পর্বে পুষ্পার মোকাবিলা করার কথা ৷

এই পর্বের ঝলকে দেখা যায় পুষ্পা নিখোঁজ ৷ পুলিশ তাকে খুঁজছে জঙ্গলে জঙ্গলে ৷ তিরুপতি জেল থেকে সে কোনওভাবে পালাত সক্ষম হয়েছে ৷ এরপর তাকে আর দেখা যায়নি ৷ কিন্তু এর মাঝে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবরও ৷ কিন্তু পুষ্পা জানান দেয় সে মরেনি ৷ জঙ্গলে বসানো গুপ্ত ক্যামেরায় তার খোঁজ ৷ এর পরের খবর জানতে অপেক্ষাই উপায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'পুষ্পা: দ্য় রাইজ' মুক্তি পেয়েছিল 2021 সালে ৷ সুকুমার পরিচালিত এই ছবি শোরগোল ফেলেছিল সারা দেশ জুড়ে ৷ কোভিডের চোখ রাঙানি একটু কম হলেও তখনও হলে আসতে চাইছিলেন না অনেকেই ৷ তারই মাঝে প্রায় 373 কোটির টাকার ব্যবসা করেছিল এই ছবি ৷ এবার এই ছবির পরবর্তী পর্ব কেমন হয় সেটাই দেখার ৷ ছবিতে দেখা যাবে আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাদ ফাসিলকে ৷

আরও পডুন: খুনের হুমকিতে সতর্ক সলমন, বিদেশ থেকে বুলেটপ্রুফ গাড়ি এল ভাইজানের গ্যারেজে

হায়দরাবাদ, 7 এপ্রিল: পর্দার পুষ্পার জন্মদিনের ঠিক একদিন আগেই মুক্তি পেল 'পুষ্পা: দ্য রুল' ছবির দ্বিতীয় টিজার ৷ রশ্মিকা মন্দানার জন্মদিনে সামনে এসেছিল ছবির প্রথম ঝলক ৷ সেই টিজারে সবচেয়ে বড় প্রশ্ন এটাই ছিল পুষ্পা কোথায় ? কারণ নির্মাতারা পুষ্পার কোনও ঝলক এই টিজারে রাখেননি ৷ আর প্রশ্নের কথা জানিয়ে তাঁরা এও জানিয়েছিলেন 7 এপ্রিল শেষ হবে এই খোঁজ ৷ অর্থাৎ আল্লুর নতুন লুক কেমন হবে তা নিয়ে আগ্রহ এখন তুঙ্গে ৷

এর আগে রশ্মিকার জন্মদিনে সামনে এসেছিল তাঁর লুক ৷ গ্রাম্য এই নায়িকার কিছুটা নতুনত্ব যে রয়েছে তা মানতেই হয় ৷ তবে গল্পের কোনও আভাস সেই টিজারে মেলেনি ৷ চন্দন কাঠের চোরা চালানকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে এখন নায়ক হয়ে উঠেছে পুষ্পারাজ ৷ তার হাত ধরেই নিয়ন্ত্রিত পুরো একটি চক্র ৷ সবকিছু ঠিকঠাকই চলছিল ৷ উল্কা গতিতেই হচ্ছিল পুষ্পার উত্থান ৷ কিন্তু মাঝে তার জন্য় বিপদ সংকেত হয়ে ওঠে এক পুলিশ অফিসার ৷ তার সঙ্গেই এই পর্বে পুষ্পার মোকাবিলা করার কথা ৷

এই পর্বের ঝলকে দেখা যায় পুষ্পা নিখোঁজ ৷ পুলিশ তাকে খুঁজছে জঙ্গলে জঙ্গলে ৷ তিরুপতি জেল থেকে সে কোনওভাবে পালাত সক্ষম হয়েছে ৷ এরপর তাকে আর দেখা যায়নি ৷ কিন্তু এর মাঝে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবরও ৷ কিন্তু পুষ্পা জানান দেয় সে মরেনি ৷ জঙ্গলে বসানো গুপ্ত ক্যামেরায় তার খোঁজ ৷ এর পরের খবর জানতে অপেক্ষাই উপায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'পুষ্পা: দ্য় রাইজ' মুক্তি পেয়েছিল 2021 সালে ৷ সুকুমার পরিচালিত এই ছবি শোরগোল ফেলেছিল সারা দেশ জুড়ে ৷ কোভিডের চোখ রাঙানি একটু কম হলেও তখনও হলে আসতে চাইছিলেন না অনেকেই ৷ তারই মাঝে প্রায় 373 কোটির টাকার ব্যবসা করেছিল এই ছবি ৷ এবার এই ছবির পরবর্তী পর্ব কেমন হয় সেটাই দেখার ৷ ছবিতে দেখা যাবে আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাদ ফাসিলকে ৷

আরও পডুন: খুনের হুমকিতে সতর্ক সলমন, বিদেশ থেকে বুলেটপ্রুফ গাড়ি এল ভাইজানের গ্যারেজে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.