ETV Bharat / entertainment

Fahadh First Look: ফাহাদের জন্মদিনে ভানওয়ার সিংয়ের লুক প্রকাশ 'পুষ্পা' নির্মাতাদের - happy birthday fahadh faasil

42টি বসন্ত পার করে ফেললেন দক্ষিণি অভিনেতা ফাহাদ ফাসিল ৷ এই বিশেষ দিনেই তাঁর 'পুষ্পা: দ্য রুল' ছবির লুক সামনে আনলেন নির্মাতারা ৷

Pic Courtesy Pushpa Team Instagram
ফাহাদের জন্মদিনে সামনে এল তাঁর পুষ্পা দ্য রুল ছবির লুক
author img

By

Published : Aug 8, 2023, 4:36 PM IST

হায়দরাবাদ, 8 অগস্ট: আল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য বিগিনিং' ছবিটির ব্যাপক সাফল্যের পর থেকেই ছবির পরবর্তী পর্ব নিয়ে চর্চা তুঙ্গে ৷ আল্লুর লুক এবং ছবির টিজার কিছুদিন আগেই সামনে এনেছিলেন নির্মাতারা ৷ কিন্তু পরিচালক টিজারেও ছবির মূল অ্যান্টাগনিস্টের চেহারা সামনে আনেননি ৷ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে ফাহাদ ফাসিলকে ৷ তাঁকে প্রথম পর্বে দেখার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা ৷ এবার অবশেষে সামনে এল তাঁর ফার্স্ট লুক ৷

তারকাদের জন্মদিনে তাঁদের ফার্স্ট লুক সামনে আনার একটি রেওয়াজ রয়েছে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে ৷ এবারও সেই নিয়ম মেনেই পর্দার ভানওয়ার সিং শেখাওয়াতের জন্মদিনে সামনে এল তাঁর ফার্স্ট লুক ৷ নতুন পোস্টারে দেখা গিয়েছে অভিনেতার পরনে রয়েছে খাঁকি জ্যাকেট ৷ আর চোখে স্টাইলিশ সানগ্লাস ৷ ছবির আগের পর্বে ভানওয়ার সিংয়ের সংলাপ, তার চালচলন থেকে ধূমপান পর্যন্ত সমস্তটাই নিজস্ব স্টাইলের অঙ্গ হয়ে উঠেছিল ৷ এবারও ভানওয়ারের ঠোঁটে দেখা মিলল জ্বলন্ত সিগারেটের ৷

'পুষ্পা: দ্য রুল' ছবিতে আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল ছাড়াও রয়েছেন অজয়, সুনীল, রাও রমেশ এবং রশ্মিকা মন্দনা ৷ ছবির গল্প তৈরি হয়েছে, পুষ্পার নিঁখোজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ৷ সকলেই জানে, পুষ্পা পুলিশের হাতে ধরা পড়েছিল ৷ কিন্তু এখন সে নাকি জেল থেকে ফেরার ৷ কারও ধারনা পুলিশই তাকে গুমখুন করে দিয়েছে আবার কারও দাবি পুষ্পা এখনও জীবিত ৷ এরই মাঝে জানা যায় তার খোঁজ মিলেছে জঙ্গলের এক ক্যামেরায় ৷ অর্থাৎ পুষ্পা তৈরি বদলার জন্য ৷ এবার কীভাবে শুরু হয় তার রাজ উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন:'দ্য এক্সরসিস্ট' খ্যাত অস্কারজয়ী পরিচালক উইলিয়াম ফ্রিডকিন প্রয়াত

সূত্রের খবর অনুযায়ী ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ৷ ওই সূত্রটি আরও দাবি করেছে, ছবিটি যেহেতু সুপারহিট 'পুষ্পা: দ্য বিগিনিং'-এর সিক্যুয়াল তাই দর্শকের একটি দুরন্ত ছবি নিয়ে হাজির হতে বদ্ধ পরিকর নির্মাতারা ৷ আগামী ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির ৷

হায়দরাবাদ, 8 অগস্ট: আল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য বিগিনিং' ছবিটির ব্যাপক সাফল্যের পর থেকেই ছবির পরবর্তী পর্ব নিয়ে চর্চা তুঙ্গে ৷ আল্লুর লুক এবং ছবির টিজার কিছুদিন আগেই সামনে এনেছিলেন নির্মাতারা ৷ কিন্তু পরিচালক টিজারেও ছবির মূল অ্যান্টাগনিস্টের চেহারা সামনে আনেননি ৷ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে ফাহাদ ফাসিলকে ৷ তাঁকে প্রথম পর্বে দেখার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা ৷ এবার অবশেষে সামনে এল তাঁর ফার্স্ট লুক ৷

তারকাদের জন্মদিনে তাঁদের ফার্স্ট লুক সামনে আনার একটি রেওয়াজ রয়েছে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে ৷ এবারও সেই নিয়ম মেনেই পর্দার ভানওয়ার সিং শেখাওয়াতের জন্মদিনে সামনে এল তাঁর ফার্স্ট লুক ৷ নতুন পোস্টারে দেখা গিয়েছে অভিনেতার পরনে রয়েছে খাঁকি জ্যাকেট ৷ আর চোখে স্টাইলিশ সানগ্লাস ৷ ছবির আগের পর্বে ভানওয়ার সিংয়ের সংলাপ, তার চালচলন থেকে ধূমপান পর্যন্ত সমস্তটাই নিজস্ব স্টাইলের অঙ্গ হয়ে উঠেছিল ৷ এবারও ভানওয়ারের ঠোঁটে দেখা মিলল জ্বলন্ত সিগারেটের ৷

'পুষ্পা: দ্য রুল' ছবিতে আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল ছাড়াও রয়েছেন অজয়, সুনীল, রাও রমেশ এবং রশ্মিকা মন্দনা ৷ ছবির গল্প তৈরি হয়েছে, পুষ্পার নিঁখোজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ৷ সকলেই জানে, পুষ্পা পুলিশের হাতে ধরা পড়েছিল ৷ কিন্তু এখন সে নাকি জেল থেকে ফেরার ৷ কারও ধারনা পুলিশই তাকে গুমখুন করে দিয়েছে আবার কারও দাবি পুষ্পা এখনও জীবিত ৷ এরই মাঝে জানা যায় তার খোঁজ মিলেছে জঙ্গলের এক ক্যামেরায় ৷ অর্থাৎ পুষ্পা তৈরি বদলার জন্য ৷ এবার কীভাবে শুরু হয় তার রাজ উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন:'দ্য এক্সরসিস্ট' খ্যাত অস্কারজয়ী পরিচালক উইলিয়াম ফ্রিডকিন প্রয়াত

সূত্রের খবর অনুযায়ী ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ৷ ওই সূত্রটি আরও দাবি করেছে, ছবিটি যেহেতু সুপারহিট 'পুষ্পা: দ্য বিগিনিং'-এর সিক্যুয়াল তাই দর্শকের একটি দুরন্ত ছবি নিয়ে হাজির হতে বদ্ধ পরিকর নির্মাতারা ৷ আগামী ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.