ETV Bharat / entertainment

HBD Prosenjit Chatterjee: প্রসেনজিতের জন্মদিনেই মুক্তি পেল 'কাছের মানুষ' - HBD Prosenjit Chatterjee

আজ 30 সেপ্টেম্বর । ইন্ডাস্ট্রির প্রিয় বুম্বা দা-র জন্মদিন । অন্যদিকে বুম্বা দা অভিনীত বাংলা ছবি 'কাছের মানুষ' মুক্তি পেল তাঁর জন্মদিনেই (Prosenjit Chatterjee New Film Kacher Manush )।

HBD Prosenjit Chatterjee
প্রসেনজিতের জন্মদিনেই মুক্তি পাচ্ছে 'কাছের মানুষ'
author img

By

Published : Sep 30, 2022, 2:25 PM IST

Updated : Sep 30, 2022, 3:18 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: 30 সেপ্টেম্বর । ইন্ডাস্ট্রির প্রিয় দাদা বুম্বা দা-র জন্মদিন আজ। শুধু ইন্ডাস্ট্রি কেন? আপামর বাঙালির হার্টথ্রব তিনি । তাঁকে পছন্দ নয়, এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন । এহেন বুম্বা দা অভিনীত বাংলা ছবি 'কাছের মানুষ' মুক্তি পেল তাঁর জন্মদিনেই (Prosenjit Chatterjee New Film Kacher Manush )। দেবের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। দেব তো বলেই ফেলেছেন যে ইন্ডাস্ট্রিতে তাঁর 'কাছের মানুষ' বুম্বা দা (Dev Prosenjit Film Kacher Manush)।

ওদিকে বুম্বা দাও দেবের প্রশংসায় পঞ্চমুখ । দেবকে নিজের ছোট ভাই বলে সর্বসমক্ষে ডাকেন তিনি । তাঁর 60তম জন্মদিনের পার্টিতে দেব-সহ হাজির ছিলেন ইন্ডাস্ট্রির তাবড় তাবড় মানুষ-সহ অভিনেতার কাছের মানুষেরাও । নাচ, গান, খানাপিনার সঙ্গে জমে যায় লেট নাইট বার্থডে সেলিব্রেশন (HBD Prosenjit Chatterjee)।

চলতি বছর 25 নভেম্বর বড় পর্দায় আসছে নতুন বাংলা ছবি ' প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। কিন্তু একসঙ্গে এই ছবিতে দু'জনে অভিনয় করবেন কি না তা জানা যায়নি এখনও । প্রসঙ্গত, এক কালের জনপ্রিয় জুটি অনেকদিনের মান-অভিমানের পালা কাটিয়ে পর্দায় ফেরেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা দাসের পরিচালনায় 'প্রাক্তন' ছবিতে । এরপর 'দৃষ্টিকোণ' ছবিতেও দেখা যায় দু'জনকে ।

এরপর টিভি অনুষ্ঠানে দু'জনকে একসঙ্গে একাধিকবার দেখা গেলেও দেখা মেলেনি বড় পর্দায় । ফের একবার জুটি বাঁধতে চলেছেন দু'জনে । তবে, স্ক্রিন শেয়ার করবে কিনা তার কোনও সঠিক খবর নেই । কিন্তু ছবির নাম ভূমিকায় তাঁরাই ।

HBD Prosenjit Chatterjee
ওদিকে এই বছরই 25 নভেম্বর বড় পর্দায় আসছে নতুন বাংলা ছবি ' প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'

আরও পড়ুন: একশোরও বেশি দেশে 5640টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে 'বিক্রম বেদা'

ছবির পরিচালক সম্রাট শর্মা । ছবি সম্পর্কে সব জানতে আরও বেশ কিছুদিন বাকি । বলতে দ্বিধা নেই, বয়স তো সংখ্যা মাত্র । ইন্ডাস্ট্রির মানুষজনের কাছে তো বটেই, আম জনতার কাছেও বুম্বাদা একালের সেরা রোম্যান্টিক হিরো । তাঁকে গল্পের নায়ক ছাড়া অন্য কিছু ভাবতে নারাজ ভক্তরা । গতকাল রাত থেকেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছে তাঁর ভক্তকুল । তাঁকে সম্মান জানিয়েছে 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'ও। সংস্থার কাছে তিনি 'ইন্ডাস্ট্রির কাছের মানুষ'।

কলকাতা, 30 সেপ্টেম্বর: 30 সেপ্টেম্বর । ইন্ডাস্ট্রির প্রিয় দাদা বুম্বা দা-র জন্মদিন আজ। শুধু ইন্ডাস্ট্রি কেন? আপামর বাঙালির হার্টথ্রব তিনি । তাঁকে পছন্দ নয়, এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন । এহেন বুম্বা দা অভিনীত বাংলা ছবি 'কাছের মানুষ' মুক্তি পেল তাঁর জন্মদিনেই (Prosenjit Chatterjee New Film Kacher Manush )। দেবের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। দেব তো বলেই ফেলেছেন যে ইন্ডাস্ট্রিতে তাঁর 'কাছের মানুষ' বুম্বা দা (Dev Prosenjit Film Kacher Manush)।

ওদিকে বুম্বা দাও দেবের প্রশংসায় পঞ্চমুখ । দেবকে নিজের ছোট ভাই বলে সর্বসমক্ষে ডাকেন তিনি । তাঁর 60তম জন্মদিনের পার্টিতে দেব-সহ হাজির ছিলেন ইন্ডাস্ট্রির তাবড় তাবড় মানুষ-সহ অভিনেতার কাছের মানুষেরাও । নাচ, গান, খানাপিনার সঙ্গে জমে যায় লেট নাইট বার্থডে সেলিব্রেশন (HBD Prosenjit Chatterjee)।

চলতি বছর 25 নভেম্বর বড় পর্দায় আসছে নতুন বাংলা ছবি ' প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। কিন্তু একসঙ্গে এই ছবিতে দু'জনে অভিনয় করবেন কি না তা জানা যায়নি এখনও । প্রসঙ্গত, এক কালের জনপ্রিয় জুটি অনেকদিনের মান-অভিমানের পালা কাটিয়ে পর্দায় ফেরেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা দাসের পরিচালনায় 'প্রাক্তন' ছবিতে । এরপর 'দৃষ্টিকোণ' ছবিতেও দেখা যায় দু'জনকে ।

এরপর টিভি অনুষ্ঠানে দু'জনকে একসঙ্গে একাধিকবার দেখা গেলেও দেখা মেলেনি বড় পর্দায় । ফের একবার জুটি বাঁধতে চলেছেন দু'জনে । তবে, স্ক্রিন শেয়ার করবে কিনা তার কোনও সঠিক খবর নেই । কিন্তু ছবির নাম ভূমিকায় তাঁরাই ।

HBD Prosenjit Chatterjee
ওদিকে এই বছরই 25 নভেম্বর বড় পর্দায় আসছে নতুন বাংলা ছবি ' প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'

আরও পড়ুন: একশোরও বেশি দেশে 5640টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে 'বিক্রম বেদা'

ছবির পরিচালক সম্রাট শর্মা । ছবি সম্পর্কে সব জানতে আরও বেশ কিছুদিন বাকি । বলতে দ্বিধা নেই, বয়স তো সংখ্যা মাত্র । ইন্ডাস্ট্রির মানুষজনের কাছে তো বটেই, আম জনতার কাছেও বুম্বাদা একালের সেরা রোম্যান্টিক হিরো । তাঁকে গল্পের নায়ক ছাড়া অন্য কিছু ভাবতে নারাজ ভক্তরা । গতকাল রাত থেকেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছে তাঁর ভক্তকুল । তাঁকে সম্মান জানিয়েছে 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'ও। সংস্থার কাছে তিনি 'ইন্ডাস্ট্রির কাছের মানুষ'।

Last Updated : Sep 30, 2022, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.