ETV Bharat / entertainment

Projapati on OTT: ওটিটিতে 'প্রজাপতি', উচ্ছ্বসিত পরিচালক অভিজিৎ সেন - Dev Film Projapati In OTT

এবার ওটিটিতে উড়বে 'প্রজাপতি' ৷ দেব-মিঠুনের এই ছবির স্ট্রিমিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে জি ফাইভে ৷

Dev Film  Projapati In OTT
ওটিটিতে আসতে চলেছে দেবের প্রজাপতি
author img

By

Published : Mar 31, 2023, 6:18 PM IST

কলকাতা, 31 মার্চ: বক্স অফিসে দেদার সাফল্যের পর এবার ওটিটিতেও আসতে চলেছে 'প্রজাপতি' । দেব-মিঠুনের কেমিস্ট্রি এবার যখন তখন যেখানে সেখানে দেখতে পারবে দর্শকরা । এই ছবি নিয়ে বিতর্ক কম হয়নি ৷ এমনকী একটা সময় তৈরি হয়েছে রাজনৈতিক তরজাও ৷ কিন্তু ছবির বিপুল সাফল্য সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে ৷ নন্দনে জায়গা পায়নি এই ছবি। কিন্তু তাতে কী? বক্স অফিসে ঝড় তুলে দর্শকের মুখে হাসি ফুটিয়েছে এই ছবি । ছবিটি পরবর্তীতে মুক্তি পেয়েছে দেশজুড়ে ৷

শুধু তাই নয়, প্রজাপতি ডানা মেলেছে দূর-দূরান্তে । দেশের বাইরেও মুক্তি পেয়েছে এই ছবি । দেব, মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, বিশ্বনাথ বসু, খরাজ মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য অভিনীত এই ছবি সম্পর্কের বুননে তৈরি । একসময় ছবিতে মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়েও সমালোচনার ঝড় উঠেছে । সমালোচনার পালটা সমালোচনাও হয় । কিন্তু সেই সমস্তকিছুকে এক কথায় তুড়ি মেরে উড়িয়ে এবার ওটিটিতে পা রাখবে 'প্রজাপতি' ।

বাবা ছেলের সহজ সাধাসিধে গল্প, সম্পর্কের রসায়ন যেমন আগেও মন কেড়েছে সকলের তেমনই আবারও সকলের মন কাড়বে বলেই আশা নির্মাতাদের ৷ ছবির পরিচালক অভিজিৎ সেন ইটিভি ভারতকে বলেন, "আগামিকাল 100তম দিন পার করবে এই ছবি। এখনও হলে গিয়ে মানুষ দেখছে ছবিটা। দেশের বাইরেও মানুষ দেখেছে এই ছবি। অনেকে আবার দেখতেও পারেনি । তাঁরাও এবার দেখতে পারবেন জি ফাইভের দৌলতে। 'টনিক'ও এর আগে সবথেকে বেশি সংখ্যক মানুষ ওটিটিতে দেখেছে। আশা করি 'প্রজাপতি'ও দেখবে ।"

দেব, শ্বেতা, মিঠুন এবং মমতা শঙ্কর ছিলেন এই ছবির কেন্দ্রে ৷ দেবের প্রযোজনা সংস্থা থেকেই মুক্তি পেয়েছিল এই ছবিটি ৷ সঙ্গে ছিল বেঙ্গলি টকিজ এবং প্রনব কুমার গুহ ৷ কয়েকদিন আগেই ছবির ছবির বিপুল সাফল্য় উদযাপনের জন্য় পার্টিও দিয়েছিলেন কলাকুশলীরা ৷ আর এবার আরও একটি নতুন জার্নি শুরু করতে চলেছে এই ছবি ৷

আরও পড়ুন: মুম্বইয়ে ডিওরের শোয়ে নজরকাড়া সোনম, অনুষ্কা ও অন্যান্য তারকারা; দেখে নিন ছবি

কলকাতা, 31 মার্চ: বক্স অফিসে দেদার সাফল্যের পর এবার ওটিটিতেও আসতে চলেছে 'প্রজাপতি' । দেব-মিঠুনের কেমিস্ট্রি এবার যখন তখন যেখানে সেখানে দেখতে পারবে দর্শকরা । এই ছবি নিয়ে বিতর্ক কম হয়নি ৷ এমনকী একটা সময় তৈরি হয়েছে রাজনৈতিক তরজাও ৷ কিন্তু ছবির বিপুল সাফল্য সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে ৷ নন্দনে জায়গা পায়নি এই ছবি। কিন্তু তাতে কী? বক্স অফিসে ঝড় তুলে দর্শকের মুখে হাসি ফুটিয়েছে এই ছবি । ছবিটি পরবর্তীতে মুক্তি পেয়েছে দেশজুড়ে ৷

শুধু তাই নয়, প্রজাপতি ডানা মেলেছে দূর-দূরান্তে । দেশের বাইরেও মুক্তি পেয়েছে এই ছবি । দেব, মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, বিশ্বনাথ বসু, খরাজ মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য অভিনীত এই ছবি সম্পর্কের বুননে তৈরি । একসময় ছবিতে মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়েও সমালোচনার ঝড় উঠেছে । সমালোচনার পালটা সমালোচনাও হয় । কিন্তু সেই সমস্তকিছুকে এক কথায় তুড়ি মেরে উড়িয়ে এবার ওটিটিতে পা রাখবে 'প্রজাপতি' ।

বাবা ছেলের সহজ সাধাসিধে গল্প, সম্পর্কের রসায়ন যেমন আগেও মন কেড়েছে সকলের তেমনই আবারও সকলের মন কাড়বে বলেই আশা নির্মাতাদের ৷ ছবির পরিচালক অভিজিৎ সেন ইটিভি ভারতকে বলেন, "আগামিকাল 100তম দিন পার করবে এই ছবি। এখনও হলে গিয়ে মানুষ দেখছে ছবিটা। দেশের বাইরেও মানুষ দেখেছে এই ছবি। অনেকে আবার দেখতেও পারেনি । তাঁরাও এবার দেখতে পারবেন জি ফাইভের দৌলতে। 'টনিক'ও এর আগে সবথেকে বেশি সংখ্যক মানুষ ওটিটিতে দেখেছে। আশা করি 'প্রজাপতি'ও দেখবে ।"

দেব, শ্বেতা, মিঠুন এবং মমতা শঙ্কর ছিলেন এই ছবির কেন্দ্রে ৷ দেবের প্রযোজনা সংস্থা থেকেই মুক্তি পেয়েছিল এই ছবিটি ৷ সঙ্গে ছিল বেঙ্গলি টকিজ এবং প্রনব কুমার গুহ ৷ কয়েকদিন আগেই ছবির ছবির বিপুল সাফল্য় উদযাপনের জন্য় পার্টিও দিয়েছিলেন কলাকুশলীরা ৷ আর এবার আরও একটি নতুন জার্নি শুরু করতে চলেছে এই ছবি ৷

আরও পড়ুন: মুম্বইয়ে ডিওরের শোয়ে নজরকাড়া সোনম, অনুষ্কা ও অন্যান্য তারকারা; দেখে নিন ছবি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.