মুম্বই, 19 এপ্রিল : 2008 সালের 18 এপ্রিল এই তারিখটা ক্রিকেট ভক্তরা ভুলতে পারবেন না কোনওদিনই ৷ কারণ এই দিনেই ভারতে শুরু হয়েছিল ভারতের জনপ্রিয় লিগ আইপিএল ৷ আজ 15 বছরে পা দিল বিশ্বের সবচেয়ে ধনী এই লিগ ৷ বর্তমানে লন্ডনস্থিত ব্যবসায়ী ললিত মোদির হাত ধরে শুরু হয়েছিল 20 ওভারের এই ক্রিকেট যুদ্ধ ৷
এবার আইপিএলের এই 15তম বর্ষপূর্তিতে ক্রিকেট ফ্যানেদের জন্য় একটি বড় খবর দিলেন প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দোরি ৷ সম্প্রতি তিনি জানিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদির ওপর একটি ছবি বানাতে চলেছেন তিনি (Vishnu Vardhan Induri announces film on Lalit Modi) ৷ এই ছবির কাহিনি সূত্র নেওয়া হয়েছে ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদারের লেখা 'মার্ভেরিক কমিশনার : দ্য আইপিএল-ললিত মোদি সাগা' এই বইটি থেকে ৷
বিষ্ণু বর্ধন বলেন, "1983 সালের বিশ্বকাপ জয় ছিল হিমশৈলের চূড়া মাত্র ৷ কেউ বিশ্বাসই করতে পারেননি এই জয়ের মাত্র কয়েক বছরের মধ্যে ক্রিকেট বিশ্বকে শাসন করতে শুরু করবে ভারত ৷ তার প্রায় 25 বছর পর ক্রিকেটে আরেকটি 'নীল আমস্ট্রং মোমেন্ট' এসেছিল ৷ শুরু হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ-দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ যা ক্রিকেট বিশ্বকে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে ৷"
আরও পড়ুন : হারের হ্যাটট্রিক নাইটদের, রয়্যালসদের থ্রিলার জয়ের নায়ক বাটলার-চাহাল
তিনি আরও বলেন, "ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদারের লেখা 'মার্ভেরিক কমিশনার : দ্য আইপিএল-ললিত মোদি সাগা' বইটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মেলা আইপিএলের গঠন এবং এই পুরো শোয়ের পিছনে থাকা ললিত মোদির অন্দরের গল্পের খুব সুন্দর একটি দলিল ৷ এই অসাধারণ বইটি অনুসরণে একটি ছবি বানানোর কথা ঘোষণা করতে পেরে খুবই আনন্দ হচ্ছে ৷"