মুম্বই, 19 মে : এবার ওয়েবে আসতে চলেছে মোহনদাস করমচাঁদ গান্ধির জীবনযুদ্ধের কাহিনি ৷ বেশ কয়েকটি সিজন ধরে বাপুর জীবনকে তুলে ধরা হবে একটি সিরিজের মাধ্যমে ৷ ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম এই পুরোধা ব্যক্তিত্বের জীবনের গল্পকে পর্দায় আনতে নির্মাতারা মূলত দুটি বইয়ের সাহায্য নিয়েছেন ৷ ঐতিহাসিক রামচন্দ্র গুহের গান্ধি 'বিফোর ইন্ডিয়া' এবং 'গান্ধি: দ্য ইয়ারস দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড' এই দু'টি বইয়ের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে এই সিরিজ ৷
গান্ধির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্ক্যাম 1992 স্টার প্রতীক গান্ধিকে (Pratik Gandhi to Play Mahatma Gandhi) ৷ এই ঘোষণা সামনে আসার পর স্বাভাবিক ভাবেই উত্তেজিত এই অভিনেতা ৷ তিনি বলেন, "আমি গান্ধিবাদী দর্শন এবং মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করি ৷ যা একেবারে বিশুদ্ধভাবে সরলতাকে প্রতিধ্বনিত করে। ব্যক্তিগতভাবেও, আমি আমার দৈনন্দিন জীবনে তাঁর অনেক গুণ এবং শিক্ষাকে অর্জন এবং আত্মস্থ করার চেষ্টা করি । "
তিনি আরও বলেন, "থিয়েটারের দিনগুলি থেকেই মহাত্মার চরিত্রে অভিনয় করতে পারাটা ছিল আমার হৃদয়ের খুব কাছের ৷ এখন আবার পর্দায় এই কিংবদন্তির নেতার চরিত্রে অভিনয় করতে পারা একটি বিশাল সম্মানের বিষয় ৷" বাপু দেশকে শিখিয়েছিলেন স্বাধীনতা অর্জন করতে গেলেই হাতে অস্ত্র তুলে নিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠতে হবে এর কোনও মানে নেই ৷ সত্য়, প্রেম, অহিংসা আর দৃঢ় আত্মবিশ্বাসই স্বাধীনতা অর্জনের মূল অস্ত্র ৷ বাপু মানুষে মানুষে ভেদ নয় মিলনের কথা বলেছেন ৷
দক্ষিণ আফ্রিকায় তাঁর যাত্রাশুরুর দিনগুলি থেকে শুরু করে গান্ধির জীবনের নানান অজানা গল্পকে তুলে ধরবে এই সিরিজ ৷ এর মধ্য়ে ভারতের স্বাধীনতা আন্দোলন তো থাকছেই ৷ রামচন্দ্র গুহ আত্মবিশ্বাসী যে এই সিরিজ গান্ধির জীবনে সঠিকভাবে পর্দায় তুলে ধরতে কোনও কার্পন্য করবে না ৷ গুহ বলেন, "পথে তিনি অনেক বন্ধু তৈরি করেছিলেন এবং কয়েকজন শত্রুও করেছিলেন । আমি আনন্দিত যে গান্ধিকে নিয়ে আমার বইগুলি এখন এই উত্তেজনাপূর্ণ সিরিজের জন্য অভিযোজিত হচ্ছে । আমি নিশ্চিত যে এটি গান্ধির জীবনের জটিল রূপ এবং নৈতিকতাকে সামনে নিয়ে আসবে ৷"
আরও পড়ুন : "মহাদেবের কোনও আকৃতির দরকার নেই, তিনি কাশীর সর্বত্র রয়েছেন", বারাণসীতে মন্তব্য কঙ্কনার
সিরিজটি প্রযোজনা করতে চলেছে অ্যাপ্লস এন্টারটেইনমেন্ট ৷ অ্যাপ্লস এন্টারটেইনমেন্ট যা আদিত্য বিড়লা গ্রুপেরই একটি অংশ তারা ইতিমধ্যেই রামচন্দ্র গুহের দু'টি বইয়ের স্বত্ত্ব কিনে নিয়েছেন ৷ সংস্থার সিইও সমীর নায়ার বলেছেন, "রামচন্দ্র গুহ একজন ইতিহাসবিদ এবং গল্পকার সমানভাবে উৎকৃষ্ট, আমরা তাঁর ক্লাসিক লেখা - 'বিফোর ইন্ডিয়া' এবং 'গান্ধি: দ্য ইয়ারস দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড'-কে পর্দায় রূপান্তর করতে পেরে সম্মানিত ৷"