কলকাতা, 30 এপ্রিল : বুদ্ধদেব গুহর লেখা ছোটগল্প 'প্রাপ্তি'কে সিনেমায় বন্দি করেছেন পরিচালক অনুরাগ পতি । 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল সেই ছবি ৷ গল্পের কেন্দ্রে রয়েছে সোমা, সুনন্দ এবং বেদে । বেদে সোমার পূর্বরাগ । আর সুনন্দ তাঁর স্বামী। সুনন্দ কর্মসূত্রে থাকেন বিহারের পালামোতে । আর সোমা বিহারেই তাঁর পরিবারের সঙ্গে থাকেন । তিনি তাঁর বেদেদার চিঠির জন্য অপেক্ষা করেন (Samadarshi Dutta New Film Prapti) ।
এরপর একদিন অপেক্ষার অবসান হয় । দেখা হয় দু'জনের । এক লহমায় মনে পড়ে যায় ফেলে আসা দিনের গল্প । তারপর কী , গল্পটা যাঁরা জানেন তাঁদের নতুন করে বলার প্রয়োজন নেই । আর যারা জানেন না তাঁরা ছবিটা দেখলেই সবটা পরিষ্কার হবে । সাহিত্য নির্ভর সিনেমার ক্ষেত্রে বাংলায় অগুনতি দৃষ্টান্ত রয়েছে ৷ সে 'পথের পাঁচালী'-ই হোক কিংবা 'বাড়ি থেকে পালিয়ে', 'পলাতক'-ই হোক বা 'জলসাঘর' ৷ এমনকী হালফিল শবর, ব্যোমকেশরাও পর্দায় উঠে এসেছেন বইয়ের পাতা থেকেই ৷ সেই তালিকাতেই এবার যুক্ত হল আরেকটি নাম ৷
আরও পড়ুন: অ্যাকশন ভরপুর ট্রেলারে আশা বাড়াল কঙ্গনার 'ধাকড়'
কলকাতা চলচ্চিত্রে উৎসবে ইতিমধ্যেই ছবিটি দেখিয়ে দেওয়া হয়েছে । তবে ছবিটি ফের দেখানো হবে 30 এপ্রিল নন্দন 3-এ সন্ধে 6টায়। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদূত ঘোষ, সমদর্শী দত্ত, প্রত্যুষা রুসলিন, অনন্যা পাল ভট্টাচার্য, মনীশ প্রমুখ । সিনেমাটোগ্রাফিতে সৌরভ বন্দ্যোপাধ্যায় । সম্পাদনায় পবিত্র জানা । সঙ্গীত পরিচালনায় শ্রাবণ ভট্টাচার্য । সমদর্শীর কথায়, "আমি ভাবতে পারিনি এই ছবি এত সাড়া পাবে । সবাই দেখুক এটাই বলতে চাই ।"