ETV Bharat / entertainment

KIFF 2022 : কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল বুদ্ধদেব গুহর 'প্রাপ্তি' - KIFF 2022

বুদ্ধদেব গুহর লেখা বিখ্যাত ছোটগল্প 'প্রাপ্তি'কে সিনেমায় বন্দি করলেন পরিচালক অনুরাগ পতি। 104 মিনিটের এই ছবিটি দেখানো হল '27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ । এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদূত ঘোষ, সমদর্শী দত্ত, প্রত্যুষা রুসলিন, অনন্যা পাল ভট্টাচার্য, মনীশ প্রমুখ (Samadarshi Dutta New Film Prapti)।

KIFF 2022 News
কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল বুদ্ধদেব গুহর 'প্রাপ্তি'
author img

By

Published : Apr 30, 2022, 10:30 AM IST

কলকাতা, 30 এপ্রিল : বুদ্ধদেব গুহর লেখা ছোটগল্প 'প্রাপ্তি'কে সিনেমায় বন্দি করেছেন পরিচালক অনুরাগ পতি । 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল সেই ছবি ৷ গল্পের কেন্দ্রে রয়েছে সোমা, সুনন্দ এবং বেদে । বেদে সোমার পূর্বরাগ । আর সুনন্দ তাঁর স্বামী। সুনন্দ কর্মসূত্রে থাকেন বিহারের পালামোতে । আর সোমা বিহারেই তাঁর পরিবারের সঙ্গে থাকেন । তিনি তাঁর বেদেদার চিঠির জন্য অপেক্ষা করেন (Samadarshi Dutta New Film Prapti) ।

এরপর একদিন অপেক্ষার অবসান হয় । দেখা হয় দু'জনের । এক লহমায় মনে পড়ে যায় ফেলে আসা দিনের গল্প । তারপর কী , গল্পটা যাঁরা জানেন তাঁদের নতুন করে বলার প্রয়োজন নেই । আর যারা জানেন না তাঁরা ছবিটা দেখলেই সবটা পরিষ্কার হবে । সাহিত্য নির্ভর সিনেমার ক্ষেত্রে বাংলায় অগুনতি দৃষ্টান্ত রয়েছে ৷ সে 'পথের পাঁচালী'-ই হোক কিংবা 'বাড়ি থেকে পালিয়ে', 'পলাতক'-ই হোক বা 'জলসাঘর' ৷ এমনকী হালফিল শবর, ব্যোমকেশরাও পর্দায় উঠে এসেছেন বইয়ের পাতা থেকেই ৷ সেই তালিকাতেই এবার যুক্ত হল আরেকটি নাম ৷

KIFF 2022
এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদূত ঘোষ, সমদর্শী দত্ত, প্রত্যুষা রুসলিন, অনন্যা পাল ভট্টাচার্য, মনীশ প্রমুখ

আরও পড়ুন: অ্যাকশন ভরপুর ট্রেলারে আশা বাড়াল কঙ্গনার 'ধাকড়'

কলকাতা চলচ্চিত্রে উৎসবে ইতিমধ্যেই ছবিটি দেখিয়ে দেওয়া হয়েছে । তবে ছবিটি ফের দেখানো হবে 30 এপ্রিল নন্দন 3-এ সন্ধে 6টায়। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদূত ঘোষ, সমদর্শী দত্ত, প্রত্যুষা রুসলিন, অনন্যা পাল ভট্টাচার্য, মনীশ প্রমুখ । সিনেমাটোগ্রাফিতে সৌরভ বন্দ্যোপাধ্যায় । সম্পাদনায় পবিত্র জানা । সঙ্গীত পরিচালনায় শ্রাবণ ভট্টাচার্য । সমদর্শীর কথায়, "আমি ভাবতে পারিনি এই ছবি এত সাড়া পাবে । সবাই দেখুক এটাই বলতে চাই ।"

কলকাতা, 30 এপ্রিল : বুদ্ধদেব গুহর লেখা ছোটগল্প 'প্রাপ্তি'কে সিনেমায় বন্দি করেছেন পরিচালক অনুরাগ পতি । 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল সেই ছবি ৷ গল্পের কেন্দ্রে রয়েছে সোমা, সুনন্দ এবং বেদে । বেদে সোমার পূর্বরাগ । আর সুনন্দ তাঁর স্বামী। সুনন্দ কর্মসূত্রে থাকেন বিহারের পালামোতে । আর সোমা বিহারেই তাঁর পরিবারের সঙ্গে থাকেন । তিনি তাঁর বেদেদার চিঠির জন্য অপেক্ষা করেন (Samadarshi Dutta New Film Prapti) ।

এরপর একদিন অপেক্ষার অবসান হয় । দেখা হয় দু'জনের । এক লহমায় মনে পড়ে যায় ফেলে আসা দিনের গল্প । তারপর কী , গল্পটা যাঁরা জানেন তাঁদের নতুন করে বলার প্রয়োজন নেই । আর যারা জানেন না তাঁরা ছবিটা দেখলেই সবটা পরিষ্কার হবে । সাহিত্য নির্ভর সিনেমার ক্ষেত্রে বাংলায় অগুনতি দৃষ্টান্ত রয়েছে ৷ সে 'পথের পাঁচালী'-ই হোক কিংবা 'বাড়ি থেকে পালিয়ে', 'পলাতক'-ই হোক বা 'জলসাঘর' ৷ এমনকী হালফিল শবর, ব্যোমকেশরাও পর্দায় উঠে এসেছেন বইয়ের পাতা থেকেই ৷ সেই তালিকাতেই এবার যুক্ত হল আরেকটি নাম ৷

KIFF 2022
এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদূত ঘোষ, সমদর্শী দত্ত, প্রত্যুষা রুসলিন, অনন্যা পাল ভট্টাচার্য, মনীশ প্রমুখ

আরও পড়ুন: অ্যাকশন ভরপুর ট্রেলারে আশা বাড়াল কঙ্গনার 'ধাকড়'

কলকাতা চলচ্চিত্রে উৎসবে ইতিমধ্যেই ছবিটি দেখিয়ে দেওয়া হয়েছে । তবে ছবিটি ফের দেখানো হবে 30 এপ্রিল নন্দন 3-এ সন্ধে 6টায়। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদূত ঘোষ, সমদর্শী দত্ত, প্রত্যুষা রুসলিন, অনন্যা পাল ভট্টাচার্য, মনীশ প্রমুখ । সিনেমাটোগ্রাফিতে সৌরভ বন্দ্যোপাধ্যায় । সম্পাদনায় পবিত্র জানা । সঙ্গীত পরিচালনায় শ্রাবণ ভট্টাচার্য । সমদর্শীর কথায়, "আমি ভাবতে পারিনি এই ছবি এত সাড়া পাবে । সবাই দেখুক এটাই বলতে চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.