ETV Bharat / entertainment

Prabhas New Film Salaar: কেন পিছল প্রভাসের 'সালার' ? নেপথ্যে রয়েছে 'অনভিপ্রেত কিছু ঘটনা', জানালেন নির্মাতারা - Prabhas Salaar release delayed

পিছিয়ে যেতে পারে প্রভাসের নতুন ছবি 'সালার'-এর মুক্তির দিনক্ষণ ৷ এই খবর সামনে এসেছিল আগেই ৷ এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন নির্মাতারা ৷ জানালেন ছবির মুক্তির দিন নিয়ে তৈরি এই সমস্য়ার পিছনে রয়েছে কিছু অনভিপ্রেত ঘটনা ৷

Prabhas Salaar release delayed
পিছিয়ে গেল সালার ছবির মুক্তি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 12:55 PM IST

হায়দরাবাদ, 13 সেপ্টেম্বর: রিপোর্ট সামনে এসেছিল আগেই ৷ এবার সেই খবরে সিলমোহর দিলেন নির্মাতারা ৷ বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল সেপ্টেম্বরের শেষে মুক্তি পাচ্ছে না প্রভাসের নতুন ছবি 'সালার' ৷ বুধবার সোশাল মিডিয়াে পোস্টে সেকথাই জানালেন নির্মাতারা ৷ হোমবেল ফিল্মস প্রযোজিত এই ছবির হাত ধরে সাম্প্রতিক বিপর্যয় কাটিয়ে আবার রাজপথে ফিরবেন প্রভাস ৷ এই আশাতেই দিন গুনছেন অনুরাগীরা ৷ টিজারে তার কিছু ঝলকও মিলেছে ৷ কিন্তু সেই ছবির মুক্তির দিন কিছুটা পিছিয়ে গেল অনভিপ্রেত কিছু ঘটনার জেরে ৷

যদিও কী সেই 'অনভিপ্রেত ঘটনা' তা নিয়ে মুখ খোলেননি নির্মাতারা ৷ বুধবার নির্মাতারা লেখেন, "সালার ছবিকে আপনারা যে আন্তরিক সমর্থন জানিয়েছেন তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ৷ 28 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ঠিক তবে কিছু অনভিপ্রেত ঘটনার কারণে আমরা সেই তারিখ পিছিয়ে নিতে বাধ্য হচ্ছি ৷" যদিও নির্মাতারা এখনও জানাননি 'সালার সিজ ফায়ার' সত্যিই কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷

তবে এটুকু জানানো হয়েছে, একটি দুরন্ত সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক প্রশান্ত নীল ও তাঁর টিম ৷ আগামিদিনে সেই সমস্ত কাজ ঠিক হলে তবেই মুক্তির তারিখ ঘোষণা করবেন তাঁরা ৷ নির্মাতারা লেখেন, "আমরা এখন ফাইনাল টাচ দিতে ব্যস্ত ৷ সঙ্গে থাকুন ৷ আর আপনারা যে এতদিন আমাদের সঙ্গে ছিলেন তার জন্য ধন্য়বাদ ৷" তাঁরা এও জানান, ছবিটি যাতে উচ্চ গুণগত মান সম্পন্ন হয় তার পুরো চেষ্টা করবেন তাঁরা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: সপ্তম দিনেও পতন অব্যহত! 600 কোটির ক্লাবে পৌঁছেও দুশ্চিন্তায় 'জওয়ান'

পরিচালক প্রশান্ত নীল সারা ভারতে পরিচিত তাঁর 'কেজিএফ' সিরিজের জন্য় ৷ এবার তিনিই জুটি বেঁধেছেন প্রভাসের সঙ্গে ৷ জানা গিয়েছে এই ছবিটিও একটি বিগ বাজেট ছবি ৷ প্রায় 230 কোটি টাকায় তৈরি হয়েছে এই ছবি ৷ আর তাই 'আদিপুরুষ' ছবির ব্যর্থতার পর এই ছবির হাত ধরে আদৌ প্রভাস কামব্যাক করতে পারবেন কি না সেটাই এখন দেখার ৷

হায়দরাবাদ, 13 সেপ্টেম্বর: রিপোর্ট সামনে এসেছিল আগেই ৷ এবার সেই খবরে সিলমোহর দিলেন নির্মাতারা ৷ বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল সেপ্টেম্বরের শেষে মুক্তি পাচ্ছে না প্রভাসের নতুন ছবি 'সালার' ৷ বুধবার সোশাল মিডিয়াে পোস্টে সেকথাই জানালেন নির্মাতারা ৷ হোমবেল ফিল্মস প্রযোজিত এই ছবির হাত ধরে সাম্প্রতিক বিপর্যয় কাটিয়ে আবার রাজপথে ফিরবেন প্রভাস ৷ এই আশাতেই দিন গুনছেন অনুরাগীরা ৷ টিজারে তার কিছু ঝলকও মিলেছে ৷ কিন্তু সেই ছবির মুক্তির দিন কিছুটা পিছিয়ে গেল অনভিপ্রেত কিছু ঘটনার জেরে ৷

যদিও কী সেই 'অনভিপ্রেত ঘটনা' তা নিয়ে মুখ খোলেননি নির্মাতারা ৷ বুধবার নির্মাতারা লেখেন, "সালার ছবিকে আপনারা যে আন্তরিক সমর্থন জানিয়েছেন তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ৷ 28 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ঠিক তবে কিছু অনভিপ্রেত ঘটনার কারণে আমরা সেই তারিখ পিছিয়ে নিতে বাধ্য হচ্ছি ৷" যদিও নির্মাতারা এখনও জানাননি 'সালার সিজ ফায়ার' সত্যিই কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷

তবে এটুকু জানানো হয়েছে, একটি দুরন্ত সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক প্রশান্ত নীল ও তাঁর টিম ৷ আগামিদিনে সেই সমস্ত কাজ ঠিক হলে তবেই মুক্তির তারিখ ঘোষণা করবেন তাঁরা ৷ নির্মাতারা লেখেন, "আমরা এখন ফাইনাল টাচ দিতে ব্যস্ত ৷ সঙ্গে থাকুন ৷ আর আপনারা যে এতদিন আমাদের সঙ্গে ছিলেন তার জন্য ধন্য়বাদ ৷" তাঁরা এও জানান, ছবিটি যাতে উচ্চ গুণগত মান সম্পন্ন হয় তার পুরো চেষ্টা করবেন তাঁরা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: সপ্তম দিনেও পতন অব্যহত! 600 কোটির ক্লাবে পৌঁছেও দুশ্চিন্তায় 'জওয়ান'

পরিচালক প্রশান্ত নীল সারা ভারতে পরিচিত তাঁর 'কেজিএফ' সিরিজের জন্য় ৷ এবার তিনিই জুটি বেঁধেছেন প্রভাসের সঙ্গে ৷ জানা গিয়েছে এই ছবিটিও একটি বিগ বাজেট ছবি ৷ প্রায় 230 কোটি টাকায় তৈরি হয়েছে এই ছবি ৷ আর তাই 'আদিপুরুষ' ছবির ব্যর্থতার পর এই ছবির হাত ধরে আদৌ প্রভাস কামব্যাক করতে পারবেন কি না সেটাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.