ETV Bharat / entertainment

Adipurush World Premiere: ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার প্রভাস-কতির 'আদিপুরুষ' ছবির - ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার আদিপুরুষের

ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে ওম রাউতের 'আদিপুরুষ' ছবিটির ৷ প্রভাস-কৃতির এই ছবি ফেস্টিভ্যালে দেখানো হবে 13 জুন ৷

Adipurush World Premiere
ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার আদিপুরুষের
author img

By

Published : Apr 19, 2023, 11:13 AM IST

নয়াদিল্লি, 19 এপ্রিল: পরিচালক ওম রাউতের 'আদিপুরুষ' ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে এই বছরের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ৷ ফেস্টিভ্যালের 'এসকেপ ফ্রম ট্রিবেকা' বিভাগে দেখানো হবে ছবিটি ৷ নিউ ইয়র্কে 7 জুন থেকে 18 জুন পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব ৷ ছবিটি ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নেওয়ায় স্বভাবতই তারকারা ভীষণ উৎসাহিত ৷ প্রভাস থেকে শুরু করে কৃতি স্যানন সকলেই এই বিশেষ খবরটি শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে ৷

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস ৷ তিনি এদিন একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, "13 জুন ট্রিবেকা ফেস্টিভ্যালে আদিপুরুষ-এর প্রিমিয়ার দেখার জন্য় অপেক্ষায় রইলাম ৷" ছবির পরিচালক ওম রাউতের পরিচালনার জগতে অভিষেক হয় 'তানহাজি:দ্য আনসাং ওয়ারিয়র' ছবির হাত ধরে ৷ এই ছবির জন্য জাতীয় পুরস্কারও জিতে নেন অজয় দেবগণ ৷ এরপর তাঁর দ্বিতীয় ছবি 'আদিপুরুষ' নিয়ে পর্দায় হাজির হতে চলেছেন ওম ৷ তাই এই ছবি নিয়ে আগ্রহ রয়েছে অনেকেরই ৷

পরিচালক নিজেও খুশি ট্রিবেকা ফেস্টিভ্যালে এই ছবি জায়গা করে নেওয়ায় ৷ তিনি বলেন, "আদিপুরুষ হল সাহস এবং ভক্তির এক অপূর্ব কাহিনি ৷ এই ছবিটির 13 জুন ট্রিবেকা ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে ৷ আমি খুবই কৃতজ্ঞ আদিপুরুষের গোটা দল যে পরিশ্রম করেছে তার জন্য় ৷ আর একইসঙ্গে বিচারকদেরও ধন্যবাদ ৷"

'আদিপুরুষ' ছবিটি তৈরি হয়েছে 'রামায়ন'-এর কাহিনির ওপর ভিত্তি করে ৷ এই মহাকাব্যের কাহিনিকে সিনেমার উপযুক্ত করে লিখেছেন ওম রাউত এবং মনোজ মন্তাসির শুক্লা ৷ ছবির রানটাইম হল 174 মিনিট ৷ টি সিরিজের ভূষণ কুমার, কৃৃষ্ণ কুমার, প্রসাদ সূতার, ওম রাউত এবং রাজেশ নায়েরের প্রযোজনায় আসতে চলেছে এই ছবিটি ৷ ছবির টিজার ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ৷ সেখানে রামচন্দ্র থেকে রাবন প্রত্যেকের লুক নিয়েই উঠেছে প্রশ্ন ৷ এই ছবিতে প্রভাস ছাড়াও রাবনের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে ৷ আর লক্ষণের চরিত্রে দেখা যাবে সানি সিংকে ৷

আরও পড়ুন: দক্ষিণ কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রাজ, অবস্থা স্থিতিশীল

নয়াদিল্লি, 19 এপ্রিল: পরিচালক ওম রাউতের 'আদিপুরুষ' ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে এই বছরের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ৷ ফেস্টিভ্যালের 'এসকেপ ফ্রম ট্রিবেকা' বিভাগে দেখানো হবে ছবিটি ৷ নিউ ইয়র্কে 7 জুন থেকে 18 জুন পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব ৷ ছবিটি ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নেওয়ায় স্বভাবতই তারকারা ভীষণ উৎসাহিত ৷ প্রভাস থেকে শুরু করে কৃতি স্যানন সকলেই এই বিশেষ খবরটি শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে ৷

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস ৷ তিনি এদিন একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, "13 জুন ট্রিবেকা ফেস্টিভ্যালে আদিপুরুষ-এর প্রিমিয়ার দেখার জন্য় অপেক্ষায় রইলাম ৷" ছবির পরিচালক ওম রাউতের পরিচালনার জগতে অভিষেক হয় 'তানহাজি:দ্য আনসাং ওয়ারিয়র' ছবির হাত ধরে ৷ এই ছবির জন্য জাতীয় পুরস্কারও জিতে নেন অজয় দেবগণ ৷ এরপর তাঁর দ্বিতীয় ছবি 'আদিপুরুষ' নিয়ে পর্দায় হাজির হতে চলেছেন ওম ৷ তাই এই ছবি নিয়ে আগ্রহ রয়েছে অনেকেরই ৷

পরিচালক নিজেও খুশি ট্রিবেকা ফেস্টিভ্যালে এই ছবি জায়গা করে নেওয়ায় ৷ তিনি বলেন, "আদিপুরুষ হল সাহস এবং ভক্তির এক অপূর্ব কাহিনি ৷ এই ছবিটির 13 জুন ট্রিবেকা ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে ৷ আমি খুবই কৃতজ্ঞ আদিপুরুষের গোটা দল যে পরিশ্রম করেছে তার জন্য় ৷ আর একইসঙ্গে বিচারকদেরও ধন্যবাদ ৷"

'আদিপুরুষ' ছবিটি তৈরি হয়েছে 'রামায়ন'-এর কাহিনির ওপর ভিত্তি করে ৷ এই মহাকাব্যের কাহিনিকে সিনেমার উপযুক্ত করে লিখেছেন ওম রাউত এবং মনোজ মন্তাসির শুক্লা ৷ ছবির রানটাইম হল 174 মিনিট ৷ টি সিরিজের ভূষণ কুমার, কৃৃষ্ণ কুমার, প্রসাদ সূতার, ওম রাউত এবং রাজেশ নায়েরের প্রযোজনায় আসতে চলেছে এই ছবিটি ৷ ছবির টিজার ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ৷ সেখানে রামচন্দ্র থেকে রাবন প্রত্যেকের লুক নিয়েই উঠেছে প্রশ্ন ৷ এই ছবিতে প্রভাস ছাড়াও রাবনের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে ৷ আর লক্ষণের চরিত্রে দেখা যাবে সানি সিংকে ৷

আরও পড়ুন: দক্ষিণ কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রাজ, অবস্থা স্থিতিশীল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.